১০০% কমন কাকতাড়ুয়া উপন্যাস MCQ বা বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

কাকতাড়ুয়া উপন্যাস MCQ প্রশ্ন উত্তর

‘কাকতাড়ুয়া’ উপন্যাসে চিত্রিত হয়েছে সহজ-সরল নিস্তরঙ্গ জীবনাচরণ এবং সুখ-সম্পদে ঐশ্বর্যশালী বাংলায় পাকিস্তানি হানাদার বাহিনীর আগ্রাসন, লুণ্ঠন, অগ্নিসন্ত্রাস ও হত্যার বীভৎস কাণ্ড। একই সাথে ফুটে উঠেছে দুঃখ-কষ্টে জর্জরিত বাঙালির পরিবর্তনের দিনলিপি। সেই সাথে এদেশীয় কিছু কুলুঙ্গ রাজাকারের কর্মতৎপরতা এবং তাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ সংগ্রাম। ক্ষতিকর পাখিদের থেকে ক্ষেতের ফসল রক্ষার্থে কাকতাড়ুয়ার রূপকে আপাত অবহেলা-অবজ্ঞার পাত্র হয়ে চারপাশের সবকিছু পর্যবেক্ষণ ও শত্রুকে প্রতিরোধের এক অনুপম আখ্যান সেলিনা হোসেনের এই ‘কাকতাড়ুয়া’ উপন্যাস।

কাকতাড়ুয়া উপন্যাস MCQ বা বহুনির্বাচনী প্রশ্ন উত্তর

1. কাকতাড়ুয়া উপন্যাসের লেখক কে?

(ক) সেলিনা হোসেন
(খ) জহির রায়হান
(গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
(ঘ) বনফুল

উত্তরঃ (ক) সেলিনা হোসেন

2. কাকতাড়ুয়া উপন্যাস কত সালে প্রকাশিত হয়?

(ক) ১৯৯৪ সালে
(খ) ১৯৯৫ সালে
(গ) ১৯৯৬ সালে
(ঘ) ১৯৯৭ সালে

উত্তরঃ (গ) ১৯৯৬ সালে

3. কাকতাড়ুয়া উপন্যাসের দ্রোহী চরিত্র কোনটি?

(ক) মতিউর
(খ) হরিকাকু
(গ) সাহাবুদ্দিন
(ঘ) জয়নাল চাচা

উত্তরঃ (গ) সাহাবুদ্দিন ৷

4. কাকতাড়ুয়া উপন্যাসে কোন বিষয়টি বিশেষ ব্যঞ্জনাময় হয়ে উঠেছে?

(ক) রাজাকারদের দৌরাত্ম্য
(খ) গেরিলা আক্রমণ
(গ) বুধার দেশপ্রেম
(ঘ) পাক বাহিনীর নিপীড়ন

উত্তরঃ (গ) বুধার দেশপ্রেম

5. কাকতাড়ুয়া উপন্যাসের মূল বক্তব্য কি?

(ক) বুধার কৃতিত্ব
(খ) যুদ্ধের ইতিহাস
(গ) বুধাদের কৃতিত্ব
(ঘ) যুদ্ধের বিচিত্র রূপ

উত্তরঃ (ক) বুধার কৃতিত্ব

6. যাচ্ছি রে কাকতাড়ুয়া উক্তিটি কার?

(ক) নোলক বুয়া
(খ) ফুলকলি
(গ) কুন্তি
(ঘ) রানি

উত্তরঃ (ঘ) রানি

7. কাকতাড়ুয়া উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি?

(ক) শাহাবুদ্দিন
(খ) আহাদ মুন্সি
(গ) বুধা
(ঘ) মতিউর

উত্তরঃ (গ) বুধা

8. কাকতাড়ুয়া উপন্যাসে সোনার ঘর বলতে কী বোঝানো হয়েছে?

(ক) একাকিত্ব
(খ) আশ্রয়স্থল
(গ) আশ্রয়হীন
(ঘ) আশ্রয়ের সংকট

উত্তরঃ (ঘ) আশ্রয়ের সংকট

9. কাকতাড়ুয়া উপন্যাসে তিনুর বয়স কত?

(ক) দুই
(খ) দেড়
(গ) আড়াই
(ঘ) তিন

উত্তরঃ (খ) দেড়

10. কাকতাড়ুয়া উপন্যাসে ছবি আকার মানুষ কে?

(ক) বুধা
(খ) আলি
(গ) মিথু
(ঘ) শাহাবুদ্দিন

উত্তরঃ (ঘ) শাহাবুদ্দিন

11. কাকতাড়ুয়া উপন্যাসে মুক্তিবাহিনীর কমান্ডার কে ছিলেন?

(ক) আলি
(খ) মিঠু
(গ) বুধা
(ঘ) শাহাবুদ্দিন

উত্তরঃ (ঘ) শাহাবুদ্দিন

12. কাকতাড়ুয়া উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম কি?

(ক) মধু
(খ) মিঠু
(গ) আলি
(ঘ) বুধা

উত্তরঃ (ক) মধু

13. কাকতাড়ুয়া উপন্যাসে কার চোখ অপূর্ব ছিল?

(ক) মুনিদত্ত
(খ) মীননাথ
(গ) হরপ্রসাদ শাস্ত্রী
(ঘ) প্রবোধচন্দ্র বাগচী

উত্তরঃ(ক) মুনিদত্ত

14. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে মিঠু লুকিয়ে থাকে— কারণ কি?

(ক) সে যুদ্ধকে ভয় পায়
(খ) মিলিটারিরা তাকে গুলি করতে পারে
(গ) রাজাকাররা তাকে ধরিয়ে দিতে পারে
(ঘ) পাকবাহিনী জোয়ানদের ধরে নিয়ে যায়

উত্তরঃ (গ) রাজাকাররা তাকে ধরিয়ে দিতে পারে

15. নতুন প্রজন্মের কাছে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের সার্থকতা কোথায় ?

(ক) ‘কাকতাড়ুয়া’ উপন্যাস সম্পর্কে জানা
(খ) মুক্তিযুদ্ধ সম্পর্কে সার্বিক ধারণা লাভ
(গ) বুধা সম্পর্কে জ্ঞান লাভ
(ঘ) দেশবাসীর দেশপ্রেম সম্পর্কে জানা

উত্তরঃ (খ) মুক্তিযুদ্ধ সম্পর্কে সার্বিক ধারণা লাভ

16. কাকতাড়ুয়া সেজে কাঠফাটা রোদে দাঁড়িয়ে থাকলে বুধার মাথায় কিসের ছায়া নেমে আসে?

(ক) পাখির ছায়া
(খ) শকুনের ছায়া
(গ) মেঘের ছায়া
(ঘ) বিমানের ছায়া

উত্তরঃ (খ) শকুনের ছায়া

17. শান্তি কমিটির চেয়ারম্যান হয়েছিল কে?

(ক) মতিউর
(খ) হরিবাবু
(গ) আহাদ মুন্সি
(ঘ) হাশেম মিয়া

উত্তরঃ (গ) আহাদ মুন্সি ৷

18. হরিকাকুর সঙ্গে বুধার কোথায় দেখা হয়েছিল?

(ক) ফসলের মাঠে
(খ) জামতলায়
(গ) রাস্তায়
(ঘ) বাজারে

উত্তরঃ (খ) জামতলায়

19. ‘তুমি তো লড়াই করতে পারবে না, শুধু ওদের হাতে মরবে কেন? ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে কার প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে?

(ক) হরিকাকুর স্ত্রী
(খ) কুন্তির মা
(গ) মিঠুর মা
(ঘ) নোলক বুয়া

উত্তরঃ (ক) হরিকাকুর স্ত্রী

20. মগজের মধ্যে শকুনের পাখা ঝাপটানি’- প্রতীকীতে বুধার কোন স্মৃতি তুলে ধরা হয়েছে?

(ক) মিলিটারিদের বাজার পোড়ানো
(খ) বাবা-মা-ভাই-বোনের মৃত্যু
(গ) চাচির গঞ্জনা, অপমান
(ঘ) হরিকাকুদের চলে যাওয়া

উত্তরঃ (খ) বাবা-মা-ভাই-বোনের মৃত্যু

21. ‘তোমার সামনে খারাপ দিন আছে বুধা’- উক্তিটি কার?

(ক) আহাদ মুন্সির
(খ) কুদ্দুসের
(গ) মতিউরের
(ঘ) পাক সেনার

উত্তরঃ (গ) মতিউরের

22. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে ফুলকলির পরিচয় কী?

(ক) কাজের মেয়ে
(খ) বুধার বোন
(গ) নোলক বুয়ার মেয়ে
(ঘ) আহাদ মুন্সির মেয়ে

উত্তরঃ (ক) কাজের মেয়ে

23. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে কোনটি মুক্তিযোদ্ধার নাম?

(ক) কুদ্দুস
(খ) মতিউর
(গ) শাহাবুদ্দিন
(ঘ) আঃ আহাদ

উত্তরঃ (গ) শাহাবুদ্দিন

24. বুধা কাকে স্যালুট করে? 

(ক) কুদ্দুসকে
(খ) শাহাবুদ্দিনকে
(গ) মিলিটারিকে
(ঘ) মতিউরকে

উত্তরঃ (খ) শাহাবুদ্দিনকে

25. বুধার মুখে কোন শব্দটি শুনে আহাদ মুন্সির চোখ কপালে ওঠে?

(ক) যুদ্ধ
(খ) বঙ্গবন্ধু
(গ) স্বাধীনতা
(ঘ) জয় বাংলা

উত্তরঃ (ক) যুদ্ধ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি কাকতাড়ুয়া উপন্যাসের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর শিখেছেন ৷ এরকম আরও গুরুত্বপূর্ণ টপিকস, এমসিকিউ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ৷

5/5(2 votes)
Scroll to Top