২০+ সরল জটিল ও যৌগিক বাক্য mcq | কোন ধরনের বাক্য জানুন

4.5/5(2 votes)

সরল জটিল ও যৌগিক বাক্য mcq: গঠন অনুসারে বাংলা বাক্যকে তিনভাগে ভাগ করা হয় ৷ যথাঃ সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য ৷

বিভিন্ন পরিক্ষায় এই তিন বাক্য থেকে প্রায় প্রশ্ন এসে থাকে ৷ MCQ প্রশ্নে একটি বাক্য দিয়ে বলা থাকে এটি কোন ধরনের বাক্য ৷ তখন যদি কোন ধরনের বাক্য সেটি জানা না থাকে তাহলে উত্তর দিতে সমস্যা হয় ৷ তাই আপনারা সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য চেনার উপায়গুলো শিখে রাখবেন ৷

আজকে বিভিন্ন পরিক্ষায় বারবার আসা কমনউপযোগী কিছু বাক্য MCQ আকারে দেওয়া হলো ৷ দেখুন কতটি প্রশ্নের উত্তর করতে পারেন ৷

সরল জটিল ও যৌগিক বাক্য mcq

সরল জটিল ও যৌগিক বাক্য mcq

1. তার বয়স হলেও বুদ্ধি হয়নি কোন ধরনের বাক্য?

A.জটিল
B.সরল
C.মিশ্র
D.যৌগিত

উত্তরঃ B. সরল

2. রক্ষকই ভক্ষক কোন ধরনের বাক্য?

A.জটিল বাক্য
B.যৌগিক বাক্য
C.সরল বাক্য
D.মিশ্র বাক্য

উত্তরঃ C. সরল বাক্য

3. কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি কোন ধরনের বাক্য?

A.যৌগিক
B.মিশ্র
C.সরল
D.জটিল

উত্তরঃ A. যৌগিক

4. ভিক্ষুককে টাকা দাও এটি কোন ধরনের বাক্য?

A.সরল বাক্য
B.জটিল বাক্য
C.যৌগিক বাক্য
D.অক্রিয় বাক্য

উত্তরঃ A. সরল বাক্য

5. লোকটি ধনী কিন্তু কৃপণ কোন ধরনের বাক্য?

A.সরল
B.জটিল
C.যৌগিক
D.মিশ্র

উত্তরঃ C. যৌগিক

6. যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে কোন ধরনের বাক্য?

A.সরল বাক্য
B.যৌগিক বাক্য
C.মিশ্র বাক্য
D.ব্যাসবাক্য

উত্তরঃ C. মিশ্র বাক্য

7. মা ছিলনা বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এটা কোন ধরনের বাক্য?

A.সরল বাক্য
B.জটিল বাক্য
C.যৌগিক বাক্য
D.মিশ্র বাক্য

উত্তরঃ A. সরল বাক্য

8. দীর্ঘজীবী হও এটি কোন ধরনের বাক্য?

A.বিবৃতিমূলক বাক্য
B.প্রশ্নসূচক বাক্য
C.ইচ্ছাসূচক বাক্য
D.আদেশ বাক্য

উত্তরঃ C. ইচ্ছাসূচক বাক্য

9. তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি কোন ধরনের বাক্য?

A.যৌগিক
B.যোগরাঢ়
C.সরল
D.জটিল

উত্তরঃ D. জটিল

10. বিপদ ও দুঃখ একসঙ্গে আসে কোন ধরনের বাক্য?

A.সরল
B.যৌগিক
C.জটিল
D.মিশ্র

উত্তরঃ B. যৌগিক

11. জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান এটা কোন ধরনের বাক্য?

A.সরল বাক্য
B.জটিল বাক্য
C.যৌগিক বাক্য
D.মিশ্র বাক্য

উত্তরঃ A. সরল বাক্য

12. সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি এটি কোন ধরনের বাক্য?

A.সরল
B.জটিল
C.যৌগিক
D.মিশ্র

উত্তরঃ C. যৌগিক

13. নিয়মিত সাঁতার কাটো স্বাস্থ্য ভালো থাকবে এটি কোন ধরনের বাক্য?

A.জটিল
B.সরল
C.মিশ্র
D.যৌগিক

উত্তরঃ D. যৌগিক

14. পরীক্ষায় সফল হও কোন ধরনের বাক্য?

A.বিস্ময়সূচক
B.ইচ্ছাসূচক
C.বিবৃতিমূলক
D.আদেশমূলক

উত্তরঃ B. ইচ্ছাসূচক

15. মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে কোন ধরনের বাক্য?

A.যৌগিক
B.সরল
C.মিশ্র
D.বিবৃতিমূলক

উত্তরঃ B. সরল

16. যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ সুতরাং তুমি প্রথম হবে কোন ধরনের বাক্য?

A.সরল
B.জটিল
C.যৌগিক
D.অনুজ্ঞামূলক

উত্তরঃ C. যৌগিক

17. তার মঙ্গল হোক কোন ধরনের বাক্য?

A.প্রশ্নবাচক
B.বিবৃতিবাচক
C.আবেগবাচক
D.অনুজ্ঞাবাচক

উত্তরঃ D. অনুজ্ঞাবাচক

18. সারাদিন আমি যেন ভাল হয়ে চলি কোন ধরনের বাক্য?

A.সন্দেহবাচক
B.ইচ্ছাবাচক
C.অনুজ্ঞাবাচক
D.কার্যকারণবাচক

উত্তরঃ B. ইচ্ছাবাচক

19. তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল এটি কোন ধরনের বাক্য?

A.সরল
B.যৌগিক
C.সংযুক্ত
D.মিশ্র বা জটিল

উত্তরঃ D. মিশ্র বা জটিল

20. সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন এটি কোন ধরনের বাক্য?

A.বিস্ময়বোধক বাক্য
B.অনুজ্ঞাবাচক বাক্য
C.জিজ্ঞাসাবোধক বাক্য
D.বিবৃতিমূলক বাক্য

উত্তরঃ B. অনুজ্ঞাবাচক বাক্য

21. টাকা দাও ছাড়া পাবে কোন ধরনের বাক্য?

A.জটিল
B.যৌগিক
C.সরল
D.সংযুক্ত

উত্তরঃ B. যৌগিক

22. খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি এটি কোন ধরনের বাক্য?

A.সরল
B.জটিল
C.যৌগিক
D.মিশ্র

উত্তরঃ B. জটিল

Scroll to Top