কম্পিউটার সফটওয়্যার MCQ প্রশ্ন উত্তর পরিক্ষায় আসা ১০০% কমন

কম্পিউটার সফটওয়্যার MCQ প্রশ্ন উত্তর পরিক্ষায় আসা ১০০% কমন

বারবার পরিক্ষায় আসা কম্পিউটার সফটওয়্যার MCQ প্রশ্ন উত্তর

১. সফটওয়্যার কি?

  • ক) কম্পিউটারের যান্ত্রিক অংশ
  • খ) কম্পিউটার অপারেশনের জন্য প্রোগ্রাম
  • গ) কম্পিউটার এ ব্যবহৃত নরম তার
  • ঘ) কম্পিউটারের ইলেক্ট্রনিক অংশ

উত্তরঃ খ) কম্পিউটার অপারেশনের জন্য প্রোগ্রাম

২. সফটওয়্যার প্রধানত কত প্রকারের?

  • ক) ২ প্রকার
  • খ) ৩ প্রকার
  • গ) ৪ প্রকার
  • ঘ) ৫ প্রকার

উত্তরঃ ক) ২ প্রকার ৷

৩. হার্ডওয়‍্যার এবং সফটওয়্যারের সংমিশ্রণ যা একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য নিবেদিত তাকে কী বলে?

  • ক) অপারেটিং সিস্টেম
  • খ) এমবেডেড কম্পিউটার
  • গ) মাইক্রোসফট
  • ঘ) মেইনফ্রেম কম্পিউটার

উত্তরঃ খ) এমবেডেড কম্পিউটার

৪. বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজে বের করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?

  • ক) স্প্রেডশিট
  • খ) ডেটাবেজ
  • গ) প্রেজেন্টেশন
  • ঘ) ওয়ার্ড প্রসেসিং

উত্তরঃ খ) ডেটাবেজ

৫. কম্পিউটার সফটওয়্যার কোন আইন দ্বারা সংরক্ষিত হয়?

  • ক) কপিরাইট
  • খ) প্রযুক্তি আইন
  • গ) পেটেন্ট
  • ঘ) শ্রম

উত্তরঃ ক) কপিরাইট

৬. সিডি-ডিভিডি বা পেন ড্রাইভ থেকে কোনও সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রাম প্রথমে চালু হয়?

  • ক) রিস্টার্ট
  • খ) রিড মি
  • গ) সেট আপ
  • ঘ) অটো রান

উত্তরঃ গ) সেট আপ

৭. বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো তাদের মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারির জন্য কোন সংস্থা গড়ে তোলেছে?

  • ক) CSA
  • খ) VSA
  • গ) ISA
  • ঘ) BSA

উত্তরঃ ঘ) BSA ৷

৮. অঙ্কন শিল্পে ব্যবহৃত প্রধান সফটওয়্যার কোনটি?

  • ক) এডোবি ইলাস্ট্রেটর
  • খ) এডোবি ফটোশপ
  • গ) ওয়ার্ড প্রসেসর
  • ঘ) পাওয়ার পয়েন্ট

উত্তরঃ ক) এডোবি ইলাস্ট্রেটর

৯. আইসিটির এ যুগে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত ও সফটওয়্যার নিরাপত্তায় এক ধরনের তালা দিতে হয়। এ তালার নাম কী?

  • ক) পাসওয়ার্ড
  • খ) ফায়ার ওয়াল
  • গ) ডিজিটাল লক
  • ঘ) কুকিজ

উত্তরঃ ক) পাসওয়ার্ড

১০. নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম?

  • ক) থ্রিডি স্টুডিও
  • খ) ডিরেক্টর
  • গ) এডোবি ফটোশপ
  • ঘ) মায়া

উত্তরঃ খ) ডিরেক্টর

১১. শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায়?

  • ক) কারওয়ান বাজার
  • খ) ঢাকা
  • গ) গাজীপুর
  • ঘ) যশোর

উত্তরঃ ঘ) যশোর

১২. পাওয়ারপয়েন্ট নিচের কোনটির অন্তর্ভুক্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যার?

  • ক) মাইক্রোসফট অফিস
  • খ) এডোবি
  • গ) এইচপি
  • ঘ) অ্যাপল

উত্তরঃ ক) মাইক্রোসফট অফিস ৷

১৩. কোনটিতে ব্যবহারের জন্য শিক্ষামূলক অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে?

  • ক) কম্পিউটার
  • খ) স্মার্টফোট
  • গ) ট্যাবলেট
  • ঘ) মোবাইল

উত্তরঃ গ) ট্যাবলেট

১৪. অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টলের প্রক্রিয়া কোনটির উপর নির্ভর করে?

  • ক) অ্যাপ্লিকেশন সফটওয়্যার
  • খ) অপারেটিং সিস্টেম
  • গ) প্যাকেজ সফটওয়্যার
  • ঘ) বিল্ট ইন ইনস্ট্রাকশন

উত্তরঃ খ) অপারেটিং সিস্টেম

১৫. মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন প্রোগ্রামিং ভাষা  ব্যবহৃত হয়?

  • ক) C
  • খ) Java
  • গ) Python
  • ঘ) Algol

উত্তরঃ গ) Python

১৬. নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়?

  • ক) Page Maker
  • খ) Photoshop
  • গ) Paint
  • ঘ) Windows NT

উত্তরঃ ঘ) Windows NT

১৭. নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার?

  • ক) উইন্ডোজ
  • খ) লিনাক্স
  • গ) এমএস ওয়ার্ড
  • ঘ) ডস

উত্তরঃ গ) এমএস ওয়ার্ড

১৮. কম্পিউটারের গতি বজায় রাখার জন্য ব্যবহৃত সফটওয়্যার কোনটি?

  • ক) ডিস্ক ব্যাকআপ
  • খ) ডিস্ক ক্লিনআপ
  • গ) মিডিয়া প্লেয়ার
  • ঘ) পিডিএফ রিডার

উত্তরঃ খ) ডিস্ক ক্লিনআপ

১৯. সফটওয়্যার এর সাথে কোন প্রোগ্রামটি সংযুক্ত থাকে?

  • ক) রেজিস্ট্রি ক্লিনআপ
  • খ) ডিস্ক ডিফ্র্যাগমেন্টর
  • গ) Auto run প্রোগ্রাম
  • ঘ) টেম্পোরারি ফাইল

উত্তরঃ গ) Auto run প্রোগ্রাম

২০. কোন সফট্ওয়ারটির ইনস্টল প্রক্রিয়া ভিন্ন রকমের?

  • ক) ইন্টারনেট ব্রাউজার
  • খ) অপারেটিং সিস্টেম
  • গ) মিডিয়া প্লেয়ার
  • ঘ) ফটো ভিউয়ার

উত্তরঃ খ) অপারেটিং সিস্টেম ৷

২১. কোনো সফট্ওয়‍্যারটির ইনস্টল করার পূর্বে কি কি লক্ষ রাখা প্রয়োজন?

  • ক) হার্ডওয়্যার সার্পোট করে কিনা
  • খ) এন্টি ভাইরাস বন্ধ আছে কিনা
  • গ) এডমিনিস্ট্রেটররে অনুমতি আছে কিনা
  • ঘ) উপরের সবগুলো

উত্তরঃ ঘ) উপরের সবগুলো

২২. অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ম্যাকাফি এর জনক কে?

  • ক) জন নিয়াম্বু
  • খ) জন ম্যাকাফি
  • গ) বিল গেটস
  • ঘ) মার্ক জাকারবার্গ

উত্তরঃ খ) জন ম্যাকাফি

প্রিয় ভিউয়ার, আপনারা যারা কম্পিউটার সফটওয়্যার MCQ প্রশ্নের উত্তর অনলাইনে খুজছেন বিভিন্ন পরিক্ষার জন্য, তাদের বেশ উপকারে আসবে ৷ এরকম গুরুত্বপূর্ণ টপিকসগুলো MCQ আকারে পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

5/5(1 vote)
Scroll to Top