নবম-দশম শ্রেণীর বাংলা ১মপত্র বাংলা সহপাঠ কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর অনেক শিক্ষার্থী অনলাইনে খুজে থাকেন ৷ আপনাদের পড়ার সুবিধার্থে খুবুই গুরুত্বপূর্ণ পরিক্ষায় বারবার আসা কাকতাড়ুয়া উপন্যাসের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে ৷ তাছাড়াও ইচ্ছা হলে কাকতাড়ুয়া উপন্যাস mcq পড়ে নিতে পারেন ৷
পরিক্ষায় আসা গুরুত্বপূর্ণ কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
০১. কাকতাড়ুয়া উপন্যাসের লেখক কে?
উত্তরঃ কাকতাড়ুয়া উপন্যাসের লেখক সেলিনা হোসেন ৷
০২. কাকতাড়ুয়া উপন্যাস কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ কাকতাড়ুয়া উপন্যাস ১৯৯৬ সালে প্রকাশিত হয় ৷
০৩. মুক্তিবাহিনীর কমান্ডার কে?
উত্তরঃ মুক্তিবাহিনীর কমান্ডার হলেন শাহাবুদ্দিন ৷
০৪. কার নির্দেশনায় বুধা মিলিটারি ক্যাম্পে মাইন পুঁতে এসেছিল?
উত্তরঃ শাহাবুদ্দিনের নির্দেশে বুধা মিলিটারি ক্যাম্পে মাইন পুঁতে এসেছিল।
০৫. ‘হাঙ্গর নদী গ্রেনেড’ উপন্যাসটি কার লেখা?
উত্তরঃ ‘হাঙ্গর নদী গ্রেনেট’ উপন্যাসটি সেলিনা হোসেনের লেখা।
০৬. গাঁয়ের লোকেরা বুধার নাম কী রেখেছে?
উত্তরঃ গাঁয়ের লোকেরা বুধার নাম রেখেছে- কাকতাড়ুয়া।
০৭. চাচির মুখে কোন শব্দটি শুনে বুধা হোঁচট খায়?
উত্তরঃ চাচির মুখে ‘মুক্তি’ শব্দটি শুনে বুধা হোঁচট খায় ৷
০৮. বুধার ছোট বোনের বয়স কত ছিল?
উত্তরঃ বুধার ছোট বোনের বয়স ছিল দেড় বছর।
০৯. কে রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দিয়েছিল?
উত্তরঃ বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দিয়েছিল।
১০. অপূর্ব চোখ ছিল কার?
উত্তরঃ অপূর্ব চোখ ছিল বিনুর ৷
১১. গেরস্তের উঠোনে কী আছে?
উত্তরঃ গেরস্তের উঠোনে খড়ের গাদা আছে।
১২. ফুলকলি বুধাকে কী নামে ডাকতে চায়?
উত্তরঃ ফুলকলি বুধাকে যুদ্ধ নামে ডাকতে চায়।
১৩. বুধা কয়টি মশাল বানিয়েছিল?
উত্তরঃ বুধা চারটি মশাল বানিয়েছিল।
১৪. নিজের নিয়মে বড় হয়েছে কে?
উত্তরঃ নিজের নিয়মে বড় হয়েছে বুধা।
১৫. ‘মেশিনগান বল, আমার নাম মেশিনগান’ বুধা কাকে এ কথা বলেছে?
উত্তরঃ ‘মেশিনগান বল, আমার নাম মেশিনগান’- বুধা রাজাকার কুদ্দুসকে এ কথা বলেছে।
১৬. বাঙ্কারের তদারকি করছিল কে?
উত্তরঃ আহাদ মুন্সির বড় ছেলে মতিউর বাংকারের তদারকি করছিল।
১৭. গ্রাম থেকে কয় দিনের মাথায় কলেরা চলে যায়?
উত্তরঃ গ্রাম থেকে সাত দিনের মাথায় কলেরা চলে যায়।
১৮. বড় জামগাছটার নিচে কার সঙ্গে বুধার দেখা হয়?
উত্তরঃ বড় জামগাছটার নিচে হরিকাকুর সঙ্গে বুধার দেখা হয়।
১৯. আহাদ মুন্সির সাথে কয়জন রাজাকার ছিল?
উত্তরঃ আহাদ মুন্সির সঙ্গে দুইজন রাজাকার ছিল।
২০. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে আর্ট কলেজের ছাত্রটি কে?
উত্তরঃ ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের আর্ট কলেজের ছাত্রটি শাহাবুদ্দিন।
২১. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে মিঠুর ভাইয়ের নাম কী?
উত্তরঃ ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে মিঠুর ভাইয়ের নাম ‘মধু’।
২২. আহাদ মুন্সির ছেলের নাম কী?
উত্তরঃ আহাদ মুন্সির ছেলের নাম মতিউর।
২৩. মুক্তিবাহিনীর কমান্ডার কে ছিলেন?
উত্তরঃ মুক্তিবাহিনীর কমান্ডার ছিলেন শাহাবুদিন।
২৪. বুধা কীভাবে গান শিখেছে?
উত্তরঃ বুধা আখড়ার গান শুনে গান শিখেছে।
২৫. বুধাকে কে ‘মানিকরতন’ নামে ডাকে?
উত্তরঃ বুধাকে হরিকাকু ‘মানিকরতন’ নামে ডাকে।
২৬. কারা পাখির মতো মানুষ মারে?
উত্তরঃ পাখির মতো মানুষ মারে পাকিস্তানি সেনারা।
২৭. নোলক বুয়া বুধাকে কী নামে ডাকত?
উত্তরঃ নোলক বুয়া বুধাকে ছন্নছাড়া’ নামে ডাকত।
২৮. শান্তি কমিটির চেয়ারম্যান কে ছিল?
উত্তরঃ শান্তি কমিটির চেয়ারম্যান ছিল আহাদ মুন্সি।
২৯. ‘নোলক’ বুয়া বুধাকে কী খেতে দেয়?
উত্তরঃ নোলক বুয়া বুধাকে মুড়ি খেতে দেয়।
৩০. বুধার চাচাতো ভাই-বোন কতজন?
উত্তরঃ বুধার চাচাতো ভাইবোন আটজন।
১০০% কমন উপযোগী কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
-
কাকতাড়ুয়া উপন্যাসের দ্রোহী চরিত্র কোনটি?
উত্তরঃ কাকতাড়ুয়া উপন্যাসের দ্রোহী চরিত্র সাহাবুদ্দিন ৷
-
কাকতাড়ুয়া উপন্যাসে কোন বিষয়টি বিশেষ ব্যঞ্জনাময় হয়ে উঠেছে?
উত্তরঃ কাকতাড়ুয়া উপন্যাসে বুধার দেশপ্রেম বিষয়টি বিশেষ ব্যঞ্জনাময় হয়ে উঠেছে ৷
-
কাকতাড়ুয়া উপন্যাসের মূল বক্তব্য কি?
উত্তরঃ কাকতাড়ুয়া উপন্যাসের মূল বক্তব্য বুধার কৃতিত্ব ৷
-
‘যাচ্ছি রে, কাকতাড়ুয়া।’- উক্তিটি কার?
উত্তরঃ যাচ্ছি রে কাকতাড়ুয়া উক্তিটি রানির ৷
-
কাকতাড়ুয়া উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
উত্তরঃ কাকতাড়ুয়া উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বুধা ৷
-
কাকতাড়ুয়া উপন্যাসে সোনার ঘর বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ কাকতাড়ুয়া উপন্যাসে সোনার ঘর বলতে আশ্রয়ের সংকট বোঝানো হয়েছে ৷
-
শান্তি কমিটির চেয়ারম্যান কে ছিল কাকতাড়ুয়া?
উত্তরঃ শান্তি কমিটির চেয়ারম্যান ছিল আহাদ মুন্সি ৷
-
কাকতাড়ুয়া উপন্যাসে তিনুর বয়স কত?
উত্তরঃ কাকতাড়ুয়া উপন্যাসে তিনুর বয়স দেড় বছর ৷
-
কাকতাড়ুয়া উপন্যাসে ছবি আকার মানুষ কে?
উত্তরঃ কাকতাড়ুয়া উপন্যাসে ছবি আকার মানুষ মুক্তিযােদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন ৷
-
কাকতাড়ুয়া উপন্যাসে মুক্তিবাহিনীর কমান্ডার কে ছিলেন?
উত্তরঃ কাকতাড়ুয়া উপন্যাসে মুক্তিবাহিনীর কমান্ডার ছিলেন শাহাবুদ্দিন ৷
-
কাকতাড়ুয়া উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম কি?
উত্তরঃ কাকতাড়ুয়া উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম মধু ৷
-
কাকতাড়ুয়া উপন্যাসে কার চোখ অপূর্ব ছিল?
উত্তরঃ কাকতাড়ুয়া উপন্যাসে বিনুর চোখ অপূর্ব ছিল ৷
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা পরিক্ষায় আসা কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শিখতে পেড়েছেন ৷ এরকম গুরুত্বপূর্ণ টপিকসগুলো পেতে আমাদের সাথেই থাকুন ৷