কাকতাড়ুয়া উপন্যাসে বুধা সম্পর্কে MCQ(৯ম-১০ম শ্রেণির বাংলা ১মপত্র)

কাকতাড়ুয়া উপন্যাসে বুধা সম্পর্কে MCQ

নবম-দশম শ্রেণীর বাংলা ১মপত্র কাকতাড়ুয়া উপন্যাসে বুধা সম্পর্কে গুরুত্বপূর্ণ MCQ

1. বুধা বুকের ভিতর কি ধরে রেখেছে?

(ক) প্রতিশোধ
(খ) মুক্তিযুদ্ধ
(গ) আত্মবিশ্বাস
(ঘ) দেশপ্রেম

উত্তরঃ (খ) মুক্তিযুদ্ধ

2. বুধাকে হরিকাকু কি নামে ডাকত?

(ক) কাকতাড়ুয়া
(খ) খোকা বাবু
(গ) মানিক রতন
(ঘ) ছন্নছাড়া

উত্তরঃ (গ) মানিক রতন

3. মতিউর মনে মনে বুধার প্রশংসা না করে পারে না কেন?

(ক) সৈন্যদের পেয়ারা খাইয়েছে বলে
(খ) গ্রামের সকলের স্নেহভাজন হওয়ায়
(গ) দৃঢ়চেতা স্বভাবের পরিচয় পেয়ে
(ঘ) মাটি কাটার কাজে চটপটে ভঙ্গি দেখে

উত্তরঃ (ঘ) মাটি কাটার কাজে চটপটে ভঙ্গি দেখে ৷

4. কি খেলে বুধার মগজ ভরে?

(ক) জোছনা
(খ) রোদ
(গ) বাতাস
(ঘ) পানি

উত্তরঃ (গ) বাতাস

5. বুধার কয় ভাইবোন কলেরায় মারা যায়?

(ক) ৩ জন
(খ) ৪ জন
(গ) ৫ জন
(ঘ) ৬ জন

উত্তরঃ (খ) ৪ জন

6. বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দেয় কেন?

(ক) প্রতিহিংসায়
(খ) প্রতিশোধ নিতে
(গ) দেশ রক্ষায়
(ঘ) অন্যের প্ররোচনায়

উত্তরঃ (খ) প্রতিশোধ নিতে

7. চোখ লাল হলে বুধার ভিতর কী জাগে?

(ক) কিছু করার ইচ্ছা
(খ) কান্নার আবেগ
(গ) স্মৃতিকাতরতা
(ঘ) ঘৃণা

উত্তরঃ (ক) কিছু করার ইচ্ছা

8. কে বুধাকে মানিকরতন বলে ডাকত?

(ক) হরিকাকু
(খ) তালেব
(গ) নোলক বুয়া
(ঘ) কুন্তি

উত্তরঃ (ক) হরিকাকু

9. বুধা কাকে স্যালুট করে?

(ক) কুদ্দুসকে
(খ) শাহাবুদ্দিনকে
(গ) মতিউরকে
(ঘ) মিলিটারিকে

উত্তরঃ (খ) শাহাবুদ্দিনকে

10. বুধা স্কুলের স্মৃতি মনে করতে চায় না কেন?

(ক) লজ্জায়
(খ) কষ্টে
(গ) রাগে
(ঘ) ভালো লাগে না

উত্তরঃ (খ) কষ্টে

11. বুধাকে রেকি করার কাজ কে দিয়েছিল?

(ক) শাহাবুদ্দিন আর্মিক্যাম্প
(খ) মিলিটারি
(গ) কুদ্দুস
(ঘ) মতিউর

উত্তরঃ (ক) শাহাবুদ্দিন আর্মিক্যাম্প

12. কাকতাড়ুয়া উপন্যাসে বুধার চরিত্র নিচের কোনটি লক্ষ করা যায়?

(ক) দেশের প্রতি কৃতজ্ঞতা
(খ) মিলিটারিদের প্রতি ঘৃণা
(গ) চাচির প্রতি শ্রদ্ধা
(ঘ) দেশের মানুষের প্রতি মমত্ববোধ

উত্তরঃ (খ) মিলিটারিদের প্রতি ঘৃণা

13. বুধার কয় ভাই বোন ছিল?

(ক) দুই জন
(খ) তিন জন
(গ) চার জন
(ঘ) পাঁচ জন

উত্তরঃ(ঘ) পাঁচ জন

14. বুধা বোলতার ডাককে কিসের সঙ্গে তুলনা করে?

(ক) চাচির কণ্ঠস্বর
(খ) কুস্তির মধুর বচন
(গ) মাইন বিস্ফোরণের শব্দ
(ঘ) আহাদ মুন্সির হুংকার

উত্তরঃ (ক) চাচির কণ্ঠস্বর

15. হরিকাকুর সঙ্গে বুধার কোথায় দেখা হয়েছিল?

(ক) ফসলের মাঠে
(খ) জামতলায়
(গ) রাস্তায়
(ঘ) বাজারে

উত্তরঃ (খ) জামতলায়

16. কে বুধাকে মানিক রতন বলে ডাকত?

(ক) হরি কাকু
(খ) ফুলকলি
(গ) নোলক বুয়া
(ঘ) জয়নাল চাচা

উত্তরঃ (ক) হরি কাকু

17. কাদের চেহারা বুধার বুকের ভেতর গেঁথে আছে?

(ক) যারা ভারতে চলে গেছে
(খ) যারা মিলিটারির গুলিতে মারা গেছে
(গ) যারা যুদ্ধে গেছে
(ঘ) যারা কলেরায় মারা গেছে

উত্তরঃ (খ) যারা মিলিটারির গুলিতে মারা গেছে ৷

18. কে বুধাকে জয় বাংলা বলে ডাকে?

(ক) আলি
(খ) কুন্তি
(গ) মিঠু
(ঘ) ফুলকলি

উত্তরঃ (ক) আলি

19. নোলক বুয়া বুধাকে কী নামে ডাকে?

(ক) মানিকরতন
(খ) গোবররাজা
(গ) ছন্নছাড়া
(ঘ) সোনাবাবা

উত্তরঃ (গ) ছন্নছাড়া

20. ফুলকলি বুধাকে কী বলে ডাকে?

(ক) যুদ্ধ
(খ) মানিকরতন
(গ) কাকতাড়ুয়া
(ঘ) বঙ্গাবন্ধু

উত্তরঃ (ক) যুদ্ধ

21. বুধা কিসে বুক উজাড় করে দেয়?

(ক) গানে
(খ) কান্নায়
(গ) প্রতিরোধে
(ঘ) শোকে

উত্তরঃ (ক) গানে

22. মাটি কাটার দলে বুধাকে কে নিয়েছিল?

(ক) মতিউর
(খ) আহাদ মুন্সি
(গ) ফজু মিয়া
(ঘ) কুদ্দুস

উত্তরঃ (গ) ফজু মিয়া

23. বুধা ধান খেতের কাদায় মিশে গিয়েছিল কেন?

(ক) হতাশায়
(খ) ভয়ে
(গ) আনন্দে
(ঘ) বিস্ময়ে

উত্তরঃ (খ) ভয়ে

24. হাশেম মিয়া বুধাকে কি নামে ডাকে?

(ক) খোকন বাবু
(খ) ছন্নছাড়া
(গ) বঙ্গবন্ধু
(ঘ) মানিকরতন

উত্তরঃ (ক) খোকন বাবু

25. বুধাকে স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন কে দিয়েছে?

(ক) হরিকাকু
(খ) চাচি
(গ) শাহাবুদ্দিন
(ঘ) মতিউর

উত্তরঃ (খ) চাচি

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি কাকতাড়ুয়া উপন্যাসে বুধা চরিত্র নিয়ে সকল গুরুত্বপূর্ণ MCQ শিখেছেন ৷ এরকম আরও গুরুত্বপূর্ণ টপিকস, এমসিকিউ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ৷

আরও দেখুনঃ কাকতাড়ুয়া উপন্যাস MCQ প্রশ্ন উত্তর(১০০% কমন উপযোগী)

5/5(1 vote)
Scroll to Top