প্রাচীন গণনাযন্ত্র অ্যাবাকাস MCQ প্রশ্ন উত্তর
১. অ্যাবাকাস কী?
- ক) এক প্রকার গণনা যন্ত্র
- খ) এক প্রকার সুমিষ্ট ফল
- গ) ল্যাটিন আমেরিকার একটি ক্ষুদ্র দেশ
- ঘ) হাঁস-মুরগীর ভাইরাস জনিত একটি রোগ
২. অ্যাবাকাস দিয়ে কি করা হয়?
- ক) রোগ নির্ণয়
- খ) ওজন মাপা
- গ) জ্বর মাপা
- ঘ) গানিতিক হিসাব
৩. প্রথম গণনাকারী যন্ত্রের নাম কি?
- ক) মার্ক-১
- খ) ইউনিভ্যাক
- গ) এডভ্যাক
- ঘ) এ্যাবাকাস
৪. অ্যাবাকাস কি ধরনের যন্ত্র?
- ক) নুড়ি ও পাথরের তৈরি গণনাকারী যন্ত্র
- খ) কাঠের তৈরি গণনাকারী যন্ত্র
- গ) ল্যাটিন আমেরিকার একটি ক্ষুদ্র দেশ
- ঘ) পাথরের তৈরি গণনাকারী যন্ত্র
৫. অ্যাবাকাস কোন দেশে আবিষ্কৃত হয়?
- ক) চীন
- খ) আমেরিকা
- গ) কোরিয়া
- ঘ) জাপান
৬. জাপানে এ্যাবাকাসকে কী বলা হয়?
- ক) সারোবান
- খ) নেপিয়ার হার
- গ) ডিফারেন্স ইঞ্জিন
- ঘ) স্কোটিয়া
৭. রাশিয়ায় এ্যাবাকাসকে কী বলা হয়?
- ক) সারোবান
- খ) স্কোসিয়া
- গ) ইনকা
- ঘ) উপরের সবগুলো
৮. একটি স্ট্যান্ডার্ড অ্যাবাকাসে সাধারণত প্রতিটি রডে কতগুলো পুতি থাকে?
- ক) ৫টি
- খ) ১০টি
- গ) ১৫টি
- ঘ) ২০টি
৯. একটি ঐতিহ্যবাহী অ্যাবাকাসে সাধারণত কয়টি রড থাকে?
- ক) ৫টি
- খ) ১০টি
- গ) ১৫টি
- ঘ) ২০টি
১০. অ্যাবাকাসের উপরের অংশের নাম কী যেখানে পুঁতিগুলি রাখা হয়? [MCQ]
- ক) রাক
- খ) ফ্রেম
- গ) বার
- ঘ) লুপ
১১. অ্যাবাকাসে সংখ্যা যোগ করতে পুঁতিগুলিকে কোন দিকে নিতে হয়?
- ক) বাম
- খ) ডান
- গ) উপরে
- ঘ) নিচে
১২. অ্যাবাকাসের উপরের এবং নীচের অংশকে কোন অনুভূমিক দণ্ড দ্বারা পৃথক করা হয়?
- ক) ডিভাইডার
- খ) সেপারেটর
- গ) সেন্টার বার
- ঘ) কানেক্টর
১৩. অ্যাবাকাসের নীচের অংশে (কেন্দ্র দণ্ডের সবচেয়ে কাছে) একটি পুঁতির মান কত?
- ক) ১
- খ) ৫
- গ) ১০
- ঘ) ৫০
১৪. অ্যাবাকাসের উপরের অংশে (কেন্দ্রের বার থেকে দূরে) স্থাপিত পুঁতির মান কী?
- ক) ১
- খ) ৫
- গ) ১০
- ঘ) ৫০
১৫. ক্যালকুলেটর ব্যবহারের আগে অ্যাবাকাস সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহৃত হত?
- ক) মেডিসিন
- খ) প্রকৌশল
- গ) হিসাব বিজ্ঞান
- ঘ) স্থাপত্য
১৬. অ্যাবাকাস ব্যবহার করে গণনা পদ্ধতির নাম কী?
- ক) Abacusology
- খ) Abacusonomy
- গ) Abacusology
- ঘ) Abacusment
১৭. কোন শতকে অ্যাবাকাস ইউরোপে ব্যাপকভাবে ব্যবহার হয়?
- ক) ১০ শতকে
- খ) ১২ শতকে
- গ) ১৪ শতকে
- ঘ) ১৫ শতকে
১৮. অ্যাবাকাসের উপর ৫নং পুঁতির নাম কী?
- ক) পাওয়ার পুঁতি
- খ) দশক পুঁতি
- গ) ক্যারি পুঁতি
- ঘ) মান পুঁতি
১৯. স্ট্যান্ডার্ড অ্যাবাকাসের উপরের সারিতে থাকা পুঁতির মানের সমষ্টি কত?
- ক) ৪৫
- খ) ৫০
- গ) ৫৫
- ঘ) ৬০
২০. অ্যাবাকাসের সংখ্যা বিয়োগ করার জন্য পুঁতিগুলিকে কোন দিকে নিতে হয়?
- ক) বাম
- খ) ডান
- গ) উপরে
- ঘ) নিচে
২১. ২৪০০ খ্রিস্টপূর্বাব্দে কোন প্রাচীন সভ্যতা অ্যাবাকাস আবিষ্কার করেছিল বলে ধারণা করা হয়?
- ক) মিশরীয়
- খ) চীনা
- গ) গ্রীক
- ঘ) ব্যাবিলনীয়
২২. উপরের অংশে দুটি পুঁতি এবং নীচের অংশে পাঁচটি পুঁতি বিশিষ্ট চীনা অ্যাবাকাসের নাম কী?
- ক) Suanpan
- খ) Soroban
- গ) Schoty
- ঘ) Salamander
২৩. অ্যাবাকাসে গুণ ও ভাগ করতে ব্যবহৃত কৌশলটির নাম কী?
- ক) Abacusarithm
- খ) Abacusology
- গ) Abacusometry
- ঘ) Abacusology
২৪. নিচের কোনটি অ্যাবাকাস নয়?
- ক) Soroban
- খ) Suanpan
- গ) Slide rule
- ঘ) Schoty
২৫. অ্যাবাকাস দ্বারা ব্যবহৃত গণনা পদ্ধতির নাম কী?
- ক) বেস-৫
- খ) বেস-১০
- গ) বেস-১৬
- ঘ) বেস-২০
প্রিয় ভিউয়ার, আপনারা যারা প্রাচীন গণনাযন্ত্র অ্যাবাকাস MCQ প্রশ্ন উত্তর অনলাইনে খুজছেন বিভিন্ন পরিক্ষার জন্য, তাদের বেশ উপকারে আসবে ৷ এরকম গুরুত্বপূর্ণ টপিকসগুলো MCQ আকারে পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
প্রাচীন গণনাযন্ত্র অ্যাবাকাস
এ্যাবাকাস (Abacus) নামক গণনাযন্ত্রকে কম্পিউটারের ইতিহাসে প্রথম যন্ত্র হিসেবে ধরা হয়। অর্থাৎ এ্যাবাকাস থেকেই কম্পিউটারের ইতিহাস শুরু। এ্যাবাকাস ছিল একটি ফ্রেমে সাজান অনেকগুলো পুঁটির স্থান পরিবর্তন করে গণনা করার যন্ত্র। যদিও এ্যাবাকাস কবে আবিষ্কৃত হয় সঠিকভাবে বলা যায় না। অনেকেই একে ব্যাবিলনীয় সভ্যতার তৈরি বলে মনে করেন।
খ্রিস্টপূর্ব ৪৫০/৫০০ অব্দে মিশর ও চীন দেশে গণনাযন্ত্র হিসেবে এ্যাবাকাস যন্ত্র তৈরি করা হয় বলে মনে করা হয়। বর্তমানের ইলেকট্রনিক প্রযুক্তির যুগান্তকারী বিকাশের যুগেও চীন, জাপান, রাশিয়া ইত্যাদি দেশে, বিশেষ বিশেষ ক্ষেত্রে, এখনও এ্যাবাকাস যন্ত্র ব্যবহার করা হয়। ঐতিহ্যের স্বাক্ষর হিসেবে এখনও তারা কয়েক হাজার বছরের পুরনো এ্যাবাকাস যন্ত্রের প্রচলন অব্যাহত রেখেছে।
এ্যাবাকাস প্রাচীন সমাজের চাহিদা মেটাতে সক্ষম হলেও মধ্যযুগে এসে গণনা কাজের জন্য আরও উন্নততর যন্ত্রের প্রয়োজনীয়তা দেখা দেয়। জীবনের প্রয়োজন ও চাহিদার ভিত্তিতে তা এতটাই বদলে যায় যে, স্বয়ংক্রিয় যন্ত্রের প্রয়োজন দেখা দেয়। গণনার কাজকে সহজতর করার লক্ষ্য সামনে রেখে স্কটিশ গণিতবিদ জন নেপিয়ার ১৬১৪ সালে এলগরিদম পদ্ধতির আবিষ্কার করেন। এই পদ্ধতিকে নেপিয়ারের হাড়ও বলা হয়ে থাকে। এই পদ্ধতি ব্যবহার করে জার্মানির উইলিয়াম আউটরেট বৃত্তাকার স্লাইড বুল আবিষ্কার করেন। সেটি ছিল ১৬২২ সাল। এর পরের বছর উইলিয়াম শিকার্ড নামক আরেকজন জার্মান একাধিক অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণ করার জন্য চাকা বা গিয়ার চালিত একটি যন্ত্র তৈরি করেন।
১৬৪২ সালে ব্লেইজ প্যাস্কাল (Blaise Pascal) নামের এক ফরাসী যুবক এই যান্ত্রিক গণনা যন্ত্রটি তৈরি করেন। এই যন্ত্রটির নাম ছিল প্যাস্কালেন। পরবর্তীতে তাঁর সম্মানে কম্পিউটারের একটি আধুনিক প্রোগ্রামিংয়ের ভাষা (Programming Language)-এর নাম দেওয়া হয়েছে প্যাস্কাল (Pascal)।