সৌদি আরবের জেদ্দায় দর্শনীয় স্থান, শপিং সেন্টার, পার্ক, মসজিদ, রিসোর্ট হোটেল

জেদ্দায় দর্শনীয় স্থান, শপিং সেন্টার, পার্ক, মসজিদ, রিসোর্ট হোটেল ও বিশ্ববিদ্যালয়ের নাম অনেক প্রবাসিরা জানতে চান ৷ জেদ্দা সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় বৃহত্তম শহর ৷ জেদ্দা সৌদি আরবের অন্যান্য শহর থেকে আলাদা দুটি কারনে ৷

এক. মক্কা শহরের সবচেয়ে নিকটবর্তী শহর এই জেদ্দা, যেখানে রয়েছে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর (KAIA) ৷ মক্কা শহরে কোনো বিমানবন্দর না থাকায় দেশ-বিদেশ থেকে বিমান এই জেদ্দা বিমানবন্দরেই ল্যান্ড করতে হয় ৷ প্রতি বছর হজ্জ ও উমরাহ করতে এই জেদ্দা শহর দিয়েই মক্কাতে যেতে হয় ৷ জেদ্দা থেকে মক্কার দূরত্ব মাত্র ৭০-৮০ কিলোমিটার দূরে ৷ জেদ্দাকে বলা হয় মক্কা মদিনা যাওয়ার প্রবেশদ্বার ৷
দুই. জেদ্দা লোহিত সাগরের তীরে অবস্থিত ৷ জেদ্দা কর্নিচ ৩০ কিলোমিটার দীর্ঘ এই উপকূলীয় রাস্তা যা লোহিত সাগরের অপূরুপ দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে ৷ এই কুর্নিচ রাস্তায় গড়ে উঠেছে পার্ক, বিনোদনমূলক এলাকা, রেস্তোরাঁ, মিউজিয়াম, মসজিদ ইত্যাদি ৷ তাছাড়া এখানে প্রধান আকর্ষন গুলোর মধ্যে একটি হচ্ছে কিং ফাহদ ফাউন্টেন, যা বিশ্বের সবচেয়ে লম্বা ঝর্ণা ৷ এটি বাতাসে ৩১২ মিটার উচ্চতায় পানি নিয়ে যেতে পারে ৷

সৌদি আরবের জেদ্দায় দর্শনীয় স্থান, শপিং সেন্টার, পার্ক, মসজিদ, রিসোর্ট হোটেল

জেদ্দায় দর্শনীয় স্থান, শপিং সেন্টার, পার্ক, মসজিদ, রিসোর্ট হোটেল ও বিশ্ববিদ্যালয়ের নাম

1. সৌদি আরবের জেদ্দায় দর্শনীয় স্থান

  • আল-বালাদ—সেন্ট্রাল জেদ্দায় ৷
  • বাদশাহ ফাহদের ফোয়ারা—কর্নিশে, কেন্দ্রীয় জেদ্দা ৷
  • জেদ্দা কর্নিশে—পশ্চিম জেদ্দা, লোহিত সাগর উপকূল বরাবর ৷
  • জেদ্দা ওয়াটারফ্রন্ট—উত্তর কর্নিশে, পশ্চিম জেদ্দা ৷
  • ভাসমান মসজিদ (আল রাহমা মসজিদ)—উত্তর কর্নিশে ৷
  • জেদ্দা টাওয়ার (নির্মাণাধীন)—উত্তর ওভুর জেলা, জেদ্দা ৷
  • নাসিফ হাউস—আল-বালাদ ৷
  • ফাকিহ অ্যাকোয়ারিয়াম—কর্নিচ রোড, আল কুরনায়েশ জেলা ৷

2. জেদ্দায় শপিং সেন্টার

  • মল অফ আরাবিয়া—মদিনা রোড, কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ৷
  • রেড সি মল—কিং আব্দুল আজিজ রোড, আশ শাটি জেলা ৷
  • আল সালাম মল—প্রিন্স মাজেদ রোড, আল নাঈম জেলা ৷
  • লে শ্যাতু—তাহলিয়া স্ট্রিট ৷
  • আজিজ মল—প্রিন্স মাজেদ রোড, আল ফয়সালিয়া জেলা ৷
  • জেদ্দা আন্তর্জাতিক বাজার—মদিনা রোড ৷
  • সেরাফি মেগা মল—তাহলিয়া স্ট্রিট ৷

3. জেদ্দায় জাদুঘর

  • জেদ্দা রিজিওনাল মিউজিয়াম অফ আর্কিওলজি অ্যান্ড এথনোগ্রাফি—কিং আব্দুল আজিজ স্ট্রিট, আল-বালাদ ৷
  • আব্দুর রউফ খলিল জাদুঘর—আল আন্দালুস জেলা, তাহলিয়া স্ট্রিটের কাছে ৷
  • নাসিফ হাউস মিউজিয়াম—আল-বালাদ ৷
  • দারাত সাফেয়া বিনজাগর—আল রাওদাহ জেলা ৷
  • আল তায়েবাত ইন্টারন্যাশনাল সিটি মিউজিয়াম—আল ফয়সালিয়া জেলা, সেন্ট্রাল জেদ্দা ৷

4. জেদ্দায় পার্ক

  • আতাল্লাহ হ্যাপি ল্যান্ড পার্ক—নর্থ কর্নিচ রোড ৷
  • আল শাল্লাল থিম পার্ক—কর্নিচ রোড, আশ শাটি জেলা ৷
  • প্রিন্স মাজেদ পার্ক—প্রিন্স মাজেদ রোড, আল মারওয়াহ জেলা ৷
  • আল নাহদা পার্ক—আল নাহদা জেলা, আল আন্দালুসের কাছে ৷
  • আল আমির মজিদ পার্ক—আল নুজলাহ আল ইয়ামানিয়া জেলা ৷

5. জেদ্দায় মসজিদ

  • কিং সৌদ মসজিদ—আল-মদিনা আল-মুনাওয়ারাহ রোড, আল শরাফেয়া, জেদ্দা ৷
  • আল রাহমা মসজিদ (ভাসমান মসজিদ)—ওয়াটারফ্রন্টের উত্তর প্রান্তে, কর্নিশ রোড, জেদ্দা ৷
  • আল-আনানি মসজিদ—কর্নিচ রোড, জেদ্দা ৷
  • আব্দুল আজিজ আবদুল্লাহ শরবতলী মসজিদ (প্রথম থ্রিডি প্রিন্টেড মসজিদ)—কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, জেদ্দা ৷
  • সাইয়িদা আয়েশা মসজিদ—আল রাওদাহ জেলা, জেদ্দা ৷
  • আল মালিক ফাহদ মসজিদ—কিং আব্দুল আজিজ রোড, আল শাতি জেলা, জেদ্দা ৷

দেখুনঃ সৌদি জেদ্দা শহরের সুন্দর সুন্দর মসজিদগুলো ৷

6. জেদ্দায় রিসোর্ট হোটেল

  • রিটজ-কার্লটন জেদ্দা—কর্নিচ রোড, আল হামরা জেলা ৷
  • ওয়াল্ডর্ফ অ্যাস্টোরিয়া জেদ্দা – কাসর আল শরক—উত্তর কর্নিশে ৷
  • রোজউড জেদ্দা—কর্নিশে, আশ শাটি জেলা ৷
  • জেদ্দা হিলটন—কর্নিশে, উত্তর ওভুর কাছে ৷
  • মুভেনপিক রিসোর্ট আল নওরাস জেদ্দা—কর্নিশে, দক্ষিণ ওভুর ৷

7. জেদ্দায় বিশ্ববিদ্যালয়

  • কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় (KAU)—আল জামিয়া জেলা, জেদ্দা ৷
  • জেদ্দা বিশ্ববিদ্যালয়—আসফান, জেদ্দা ৷
  • এফাত বিশ্ববিদ্যালয়—কাসর খুজাম স্ট্রিট, জেদ্দা ৷
  • দার আল-হেকমা বিশ্ববিদ্যালয়—আল-মুহাম্মাদিয়া জেলা, জেদ্দা ৷
  • জেদ্দা ইন্টারন্যাশনাল কলেজ—প্রিন্স সুলতান স্ট্রিট, জেদ্দা ৷
  • সৌদি ইলেকট্রনিক বিশ্ববিদ্যালয় (জেদ্দা শাখা)—আল-নুজা জেলা, জেদ্দা ৷
  • ইবনে সিনা ন্যাশনাল কলেজ ফর মেডিকেল স্টাডিজ—আল-মাহজার জেলা, জেদ্দা ৷
  • কলেজ অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (CBA)—আল-আন্দালুস জেলা, জেদ্দা ৷
  • প্রিন্স সুলতান কলেজ ফর ট্যুরিজম অ্যান্ড বিজনেস (PSCTB)—আল-রাওদাহ জেলা, জেদ্দা ৷
  • আলফাইসাল ইন্টারন্যাশনাল একাডেমী (AIA)—আল-খালিদিয়া জেলা, জেদ্দা ৷

সবশেষ

প্রিয় সৌদি প্রবাসি জেদ্দায় দর্শনীয় স্থান, শপিং সেন্টার, পার্ক, মসজিদ, রিসোর্ট হোটেল ও বিশ্ববিদ্যালয়ের নামগুলো আশা করি আপনাদের উপকারে আসবে ৷ এই পৌষ্টে প্রতিটি লোকেশন আকারে দেওয়া হয়েছে, যেন যেতে আপনাদের সহজ হয় ৷ এই রকম পোষ্টগুলো পেতে প্রিয়বিডি’র সাথেই থাকুন ৷ আর এই পোষ্টে কোথাও ভুল থেকে থাকলে দয়া করে আমাদের কন্টাক্ট পেইজ থেকে ভুলটি দরিয়ে দিবেন ৷ ধন্যবাদ সবাইকে ৷

5/5(1 vote)
Scroll to Top