বহিপীর নাটক MCQ বা বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
1. বহিপীর নাটকের লেখক কে?
(ক) সৈয়দ ওয়ালীউল্লাহ
(খ) মানোজ মিত্র
(গ) বাদল সরকার
(ঘ) শওলত ওসমান
2. বহিপীর নাটক কত সালে প্রকাশিত হয়?
(ক) ১৯৫৭ সালে
(খ) ১৯৫৮ সালে
(গ) ১৯৫৯ সালে
(ঘ) ১৯৬০ সালে
3. বহিপীরের বাড়ি কোথায়?
(ক) রেশমপুর
(খ) সুনামগঞ্জ
(গ) রাজশাহী
(ঘ) হবিগঞ্জ
4. বহিপীর নাটকের শেষ সংলাপ কার?
(ক) তাহেরা
(খ) হাতেম আলি
(গ) হাশেম
(ঘ) বহিপীর
5. বহিপীর নাটকের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
(ক) হাশেম
(খ) বহিপীর
(গ) হাতেম
(ঘ) তাহেরা
6. বহিপীর নাটকের প্রথম সংলাপ কার?
(ক) তাহেরার
(খ) হাশেম আলির
(গ) খোদেজার
(ঘ) বহিপীরের
7. বহিপীরের প্রথম স্ত্রী কত বছর আগে মারা যায়?
(ক) চৌদ্দ
(খ) পনের
(গ) ষোল
(ঘ) সতের
8. বহিপীর নাটকে কোন ঋতুর উল্লেখ আছে?
(ক) শীত
(খ) শীত
(গ) হেমন্ত
(ঘ) বসন্ত
9. বহিপীরের বয়স কত বছর?
(ক) একপঞ্চাশৎ
(খ) পঞ্চাশোর্ধ
(গ) দ্বিপঞ্চাশৎ
(ঘ) ত্রিপঞ্চাশৎ
10. বহিপীর নাটকে হাতেম আলীর বয়স কত?
(ক) চল্লিশের মতো
(খ) পঞ্চাশের মতো
(গ) ষাটের মতো
(ঘ) সত্তরের মতো
11. বুঝেছি কিস্তিমাত করা চাল বহিপীর নাটকে এ উক্তিটি কার?
(ক) হাতেম আলি
(খ) হাশেম আলি
(গ) তাহেরা
(ঘ) বহিপীর
12. শহরে বহিপীরের কয়জন ধনী মুরিদ আছেন?
(ক) দুই জন
(খ) তিন জন
(গ) চার জন
(ঘ) পাঁচ জন
13. বহিপীর নাটকে তুলে ধরা হয়েছে?
(ক) জমিদারি প্রথা
(খ) যৌতুক প্রথা
(গ) জমিদারি প্রথা ও পীরভক্তি
(ঘ) তিনটিই
14. বহিপীর নাটকের তাহেরা কীসের প্রতীক?
(ক) নারী অধিকারের
(খ) ধৈর্যশীলতার
(গ) অস্থিরতার
(ঘ) মানবিকতার
15. বহিপীর নাটকের অপ্রধান চরিত্র কয়টি?
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) ৪টি
16. বহিপীর নাটকের অপ্রধান চরিত্র কোনটি?
(ক) তাহেরা
(খ) হাতেম আলি
(গ) হকিকুল্লাহ
(ঘ) হাশেম আলি
17. বহিপীর কোন ভাষায় কথা বলে?
(ক) বাংলা ভাষায়
(খ) সাধু ভাষায়
(গ) বইয়ের ভাষায়
(ঘ) আঞ্চলিক ভাষায়
18. বহিপীর নাটকে অনমনীয় চরিত্র কোনটি?
(ক) তাহেরা
(খ) হাতেম আলী
(গ) খোদেজা
(ঘ) হাশেম আলী
19.বহিপীর নাটকের কোন কালের কথা উল্লেখ আছে?
(ক) গ্রীষ্ম
(খ) বর্ষা
(গ) হেমন্ত
(ঘ) শরৎ
20. বহিপীর নাটকের অংক কয়টি?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
21. বহিপীর নাটকে হঠাৎ আশাতীত কাজ কে করেছে?
(ক) হাশেম
(খ) হাতেম
(গ) তাহেরা
(ঘ) বহিপীর
22. বহিপীর নাটকের নতুন দিনের প্রতীক কে?
(ক) খোদেজা
(খ) বহিপীর
(গ) তাহেরা
(ঘ) হাশেম আলি
23. বহিপীর কাকে পুলিশ ডেকে আনতে বলল?
(ক) হাশেম
(খ) হকিকুল্লাহ
(গ) হাতেম
(ঘ) বহিপীর
24. বহিপীরের মতে কোনটি নেশার মত?
(ক) কৃতজ্ঞতার
(খ) ভালোবাসার
(গ) জেদের
(ঘ) সততার
25. তাহেরার বিয়ে হয়েছিল কার সঙ্গে?
(ক) হাশেম
(খ) বৃদ্ধ পীর
(গ) এক উকিল
(ঘ) এক শিক্ষক
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বহিপীর নাটক mcq বহুনির্বাচনি প্রশ্ন উত্তর শিখেছেন ৷ এরকম আরও গুরুত্বপূর্ণ টপিকস, এমসিকিউ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ৷