২৮+ বিভিন্ন সংস্থা সম্পর্কিত তথ্য MCQ

বিভিন্ন সংস্থা সম্পর্কিত তথ্য MCQ: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাজ এবং অন্যান্য যাবতীয় তথ্য এম.সি.কিউ(MCQ) আকারে দেওয়া হলো, আশা করি উপকার হবে ৷ এসকল সংস্থা বিষয়ক প্রশ্ন প্রায় বিভিন্ন পরিক্ষায় এসে থাকে ৷ এরকম আরও গুরুত্ত্বপূর্ণ প্রশ্নউত্তর পেতে আমাদের সাথেই থাকুন ৷

বিভিন্ন সংস্থা সম্পর্কিত তথ্য MCQ

বিভিন্ন সংস্থা সম্পর্কিত তথ্য MCQ

1. ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কোন সংস্থা?

A.UNESCO
B.WHO
C.UNICEF
D.ILO

উত্তরঃ A. UNESCO

2. বাংলাদেশ সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে?

A.এফএও
B.কমনওয়েলথ
C.ওআইসি
D.ন্যাম

উত্তরঃ B. কমনওয়েলথ

3. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?

A.এ, ডি, বি
B.জাইকা
C.আই, এম, এফ
D.বিশ্বব্যাংক

উত্তরঃ D. বিশ্বব্যাংক

4. বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক দেয় কোন সংস্থা?

A.ইউনেস্কো
B.কমনওয়েলথ
C.বিশ্ব শান্তি সংস্থা
D.ওআইসি

উত্তরঃ C. বিশ্ব শান্তি সংস্থা

5. বাংলাদেশের শেয়ারবাজারের কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে?

A.প্রধানমন্ত্রীর কার্যালয়
B.সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন
C.অর্থ মন্ত্রণালয়
D.বাংলাদেশ ব্যাংক

উত্তরঃ B. সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন

6. রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে?

A.UNCTAD
B.UNHCR
C.UNICEF
D.UNFPA

উত্তরঃ B. UNHCR

7. বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়?

A.ASEAN
B.IMF
C.OIC
D.NAM

উত্তরঃ A. ASEAN

8. জিআই পণ্য স্বীকৃতি দেয় কোন সংস্থা?

A.ইউনিসেফ
B.ইউনেস্কো
C.ওয়াইআইপিও
D.ইউএনডিপি

উত্তরঃ C. ওয়াইআইপিও

9. বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা?

A.UNFPA
B.OIC
C.IMF
D.UNHCR

উত্তরঃ A. UNFPA

10. সুশাসন ধারণাটি কোন সংস্থা কর্তৃক উদ্ভাবিত?

A.আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা
B.বিশ্ব ব্যাংক
C.এশীয় উন্নয়ন ব্যাংক
D.আফ্রিকান উন্নয়ন ব্যাংক

উত্তরঃ B. বিশ্ব ব্যাংক

11. ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা?

A.BRTA
B.BTRC
C.BRTC
D.BSTI

উত্তরঃ A. BRTA

12. কোন সংস্থার সদর দপ্তর নেই?

A.EU
B.NATO
C.NAM
D.ASEAN

উত্তরঃ C. NAM

13. বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিব বর্ষ পালন করে কোন সংস্থা?

A.ওয়াইআইপিও
B.ইউনেসকো
C.ইউনিসেফ
D.ইউএনডিপি

উত্তরঃ B. ইউনেসকো

14. পাইরেসি নজরদারি করে কোন সংস্থা?

A.BSTI
B.BRTA
C.BSA
D.UNFPA

উত্তরঃ C. BSA

15. বিশ্ব জলবায়ু সম্মেলন আয়োজন করে কোন সংস্থা?

A.UNEP
B.WMO
C.EEP
D.UNFCCC

উত্তরঃ B. WMO

16. বাংলাদেশকে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য দেয় কোন সংস্থা?

A.বিশ্বব্যাংক
B.ইউনেসকো
C.আইএমএফ
D.ইউনেসকো

উত্তরঃ A. বিশ্বব্যাংক

17. world development report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?

A.UNDP
B.IMF
C.UNDP
D.World Bank

উত্তরঃ D. World Bank

18. আদমশুমারি পরিচালনা করে কোন সংস্থা?

A.BSC
B.BBC
C.BBS
D.BCB

উত্তরঃ C. BBS

19. কোন সংস্থাটি শিশুদের জন্য কাজ করে?

A.IOM
B.FAO
C.OXfam
D.UNICEF

উত্তরঃ D. UNICEF

20. বাংলাদেশের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা?

A.অর্থ মন্ত্রণালয়
B.বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
C.তথ্য মন্ত্রণালয়
D.বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা

উত্তরঃ B. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

21. কোন সংস্থা স্টারলিংক স্যাটেলাইট দ্বারা উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করে?

A.রসকসমস
B.স্পেসএক্স
C.নাসা
D.অরিজিন

উত্তরঃ B. স্পেসএক্স

22. বাংলাদেশ চিনিকল কোন সংস্থার অন্তর্ভুক্ত?

A.বিএসএফআইসি্
B.বিসিআইসি
C.বিএিএমসি
D.বিএফএআইসি্

উত্তরঃ A. বিএসএফআইসি্

23. কোন সংস্থা পরিবার পরিকল্পনা সেবা প্রদান করে?

A.UNFPA
B.UNDBA
C.UNICEF
D.IDB

উত্তরঃ A. UNFPA.

24. লিসবন চুক্তি জড়িত কোন সংস্থার সাথে?

A.EU
B.ASEAN
C.UNICEF
D.IDB

উত্তরঃ A. EU.

25. আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করতে পারে কোন সংস্থা?

A.ইউনেসকো
B.জাতিসংঘ
C.আইএমএফ
D.বিশ্বব্যাংক

উত্তরঃ B. জাতিসংঘ

26. HDI ধারণাটি কোন সংস্থার উদ্ভাবন?

A.UNDP
B.FAO
C.WHO
D.বিশ্বব্যাংক

উত্তরঃ A. UNDP.

27. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?

A.World Bank
B.UNCTAD
C.MIGA
D.WTO

উত্তরঃ B UNCTAD.

5/5(1 vote)
Scroll to Top