Who is the father of microbiology? অর্থ্যাৎ Anujib Bigganer jonok k: প্রিয় ভিউয়ার, অনুজীব বিজ্ঞানের জনক কে? জীববিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “আধুনিক অনুজীব বিজ্ঞানের জনক কে” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
[M.C.Q] অনুজীব বিজ্ঞানের জনক কে | Anujib Bigganer jonok k
Question: Who is the father of microbiology?
A. | রবার্ট হুক |
B. | গ্রেগর জোহান মেন্ডেল |
C. | অ্যান্টনি ভ্যান লিউয়েনহোক |
D. | ক্যারোলাস লিনিয়াস |
অণুজীবের অদৃশ্য জগতকে সর্বপ্রথম নিজ চোখে দেখতে পান এন্টনি ভন লিউয়েনহুক । অথচ তিনি কিন্তু বিজ্ঞানী ছিলেন না । তিনি ছিলেন একজন বস্ত্র ব্যবসায়ী । কাপড়, সুতা ইত্যাদির মান খুব সূক্ষ্ণভাবে যাচাই করার জন্য তিনি সেগুলোকে আতশি কাঁচ ব্যবহার করে বড় আকারে দেখতেন । এই আতশি কাঁচগুলো তিনি নিজেই তৈরি করে নিতেন এবং সেগুলো ছিল তার সমসাময়িক অন্য আতশি কাঁচ নির্মাতার চেয়ে অনেক উন্নতমানের । ফলে সেগুলো দিয়ে তিনি খুব ভালোভাবে কাপড়ের মান যাচাই করতে পারতেন ।
মজার ব্যাপার হলো তিনি তার এই কাজের ফাঁকে সেই আতশি কাঁচগুলো দিয়ে নিজ হাতে বানানো ছোট্ট অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে হাতের সামনে যা পেতেন তা- ই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন । তার এই খুঁটিয়ে দেখার আগ্রহের কারণে তিনি পোকামাকড় থেকে শুরু করে বৃষ্টির পানি, কুপের পানি , চুল, চামড়া, রক্ত এমনকি নিজের দাঁতের ময়লা পর্যন্ত পর্যবেক্ষণ করা শুরু করলেন এবং এক সময় সেগুলোতে নানা রকমের অদ্ভুত বস্তুর উপস্থিতি দেখতে পেলেন ।
তিনি দেখলেন, এসব বস্তু জ্যান্ত প্রাণীর মতো নড়াচড়াও করে । তিনি এদের নাম দিলেন এনিম্যালকিউলস (Animalcules) ।
লিউয়েনহুক খুব যত্ন সহকারে এসব এনিম্যালকিউলসের ছবি নিজ হাতে কাগজে এঁকে রাখলেন এবং পরবর্তীতে তৎকালীন বিজ্ঞান মহল ‘রয়েল সোসাইটি’তে সেই ছবিসহ তার পর্যবেক্ষণগুলো চিঠি আকারে লিখে পাঠালেন । এর পর থেকেই বিজ্ঞান মহলও অণুজীবের উপস্থিতি সম্পর্কে জানতে পারলো আর এভাবেই অণুজীবের এক সুবিশাল জগত সকলের নিকট দৃশ্যমান হলো ।
সুতরাং বলা যায়, অনুজীব সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন ওলন্দাজ বিজ্ঞানী এন্টনি ভন লিউয়েনহুক(Antonie Van Leeuwenhoek) ৷ যার ফলে তাকে অনুজীব বিজ্ঞানের জনক বলা হয় ৷
পরবর্তীতে অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর অনুজীবের পরিচিতি, গঠন, কাজ এবং উপকার-অপকার সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া গেছে ৷
- অ্যামিবা ঘটিত আমাশয় অথ্যাৎ এমিবিক আমাশয় এন্টামিবা হিস্টোলাইটিকা নামক অনুজীবের কারণে হয় ৷
- প্যাথোজনিক: যে সব অনুজীব রোগ সৃষ্টি করে ৷ অর্থ্যাৎ রোগ সৃষ্টিকারী অনুজীব কে প্যাথোজনিক বলা হয় ৷
- অনুজীব এককোষী প্রাণী, যাদের খালিচোখে দেখা যায় না ৷ দেখার জন্য অণুবীক্ষণযন্ত্র বা মাইক্রোস্কোপ প্রয়োজন ৷
- পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অণুজীব হলো ব্যাকটেরিয়া ৷
-
অনুজীব কাকে বলে?
উত্তর: অণুজীব হলো ক্ষুদ্র এককোষী জীব যাদেরকে খালি চোখে দেখা যায় না। এদের কিছু ভালো এবং কিছু ক্ষতিকর রয়েছে ।
-
এমিবিক আমাশয় কোন অনুজীবের কারণে হয়?
উত্তরঃ এমিবিক আমাশয় এন্ট্যামিবা হিস্টোলাইটিকা নামক অণুজীবের কারণে হয় ৷
-
রোগ সৃষ্টিকারী অনুজীব কে কি বলা হয়?
উত্তরঃ রোগ সৃষ্টিকারী অনুজীব কে বলা হয় প্যাথজেনিক ৷