আর রাহীকুল মাখতুম PDF হযরত মুহাম্মদ সাঃ এর জীবনী বই

আর রাহীকুল মাখতুম(Ar Rahikul Makhtum) রাবেতায়ে আলামে ইসলামী আয়োজিত বিশ্বব্যাপী সীরাতুন্নবী (স.) প্রতিযোগিতায় ১১৮২টি পান্ডুলিপির মধ্যে প্রথম পুরস্কার বিজয়ী রসুলুল্লাহ (স.)-এর সর্বশ্রেষ্ঠ জীবনী গ্রন্থ ৷ হযরত মুহাম্মদ সাঃ এর জীবনীমূলক এই বইটি অনেকেই হার্ডকপি এবং আর রাহীকুল মাখতুম PDF আকারে খুজে থাকেন ৷

আর রাহীকুল মাখতুম PDF হযরত মুহাম্মদ সাঃ এর জীবনী বই

বইটির বিবরণঃ

  • বইয়ের নামঃ আর রাহীকুল মাখতুম ৷
  • লেখকঃ মাওলানা সফিউর রহমান মুবারকপুরী রহ. ৷
  • ক্যাটাগরিঃ নবীজীর জীবনীমূলক বই ৷

মূল বইটি বিভিন্ন অনুবাদক এবং প্রকাশনী দ্বারা প্রকাশিত হয়েছে ৷ নিচে একটি লিষ্ট দেওয়া হয়েছে,,(বই-অনুবাদক-প্রকাশনী)

  1. রাসূল (স.) এর শ্রেষ্ঠ সীরাত গ্রন্থ: আর রাহীকুল মাখতূম-মীযান হারুন (অনুবাদক)-দারুল হুদা কুতুবখানা ৷
  2. আর রাহীকুল মাখতূম বা মোহরাঙ্কিত জান্নাতী সুধা-আব্দুল খালেক রহমানী (অনুবাদক)-তাওহীদ পাবলিকেশন্স ৷
  3. আর রাহীকুল মাখতূম-খাদিজা আখতার রেজায়ী (অনুবাদক)-আল কোরআন একাডেমী পাবলিকেশন্স ৷
  4. আর রাহীকুল মাখতুম-ওবায়দুর রহমান ইবনে আবদুল্লাহ (অনুবাদক)-মীনা বুক হাউস ৷
  5. আর রাহীকুল মাখতুম-মাওলানা যাইনুল আবেদীন (অনুবাদক)-কওমী লাইব্রেরী ৷
  6. আর রাহীকুল মাখতুম-মাওলানা শফিকুল ইসলাম (অনুবাদক)-MAKTABATUL HARAMAIN.
  7. আর রাহিকুল মাখতুম-আবুল হাসানাত কাসিম (অনুবাদক)-সমকালীন প্রকাশন ৷
  8. আর-রাহিকুল মাখতুম(২টি খন্ড)-সাবেত চৌধুরী (অনুবাদক)-কাতেবিন প্রকাশন ৷
  9. আর রাহীকুল মাখতুম-মুফতি আশেক হাসান কাসেমী (অনুবাদক)-অনুভূতি প্রকাশনী ৷
  10. মুহাম্মাদ (সা.) এর জীবনী আর রাহীকুল মাখতূম-মুহাম্মদ ইউসুফ আলী শেখ (অনুবাদক)-দারুস সালাম বাংলাদেশ ৷

সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.)

আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনিই সর্বশেষ নবি ও রাসুল। সমগ্র মানবজাতির কল্যাণ ও মুক্তির জন্য এই দুনিয়ার বুকে তার আগমন ঘটেছে। নিকষ কালো আঁধারে নিমজ্জিত মানুষগুলোকে তিনি পবিত্র কুরআনের আলোয় আলোকিত করেছেন। মূর্তিপূজায় লিপ্ত এক মূর্খ জাতিকে তিনি পৌঁছে দিয়েছেন সাফল্যের স্বর্ণশিখরে।

বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহর আদেশ-নিষেধ অনুসারে তিনি সাজিয়ে দিয়েছেন প্রতিটি সাহাবির জীবন। রিসালাতের যে সুমহান বাণী নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার চারপাশের মানুষদের কাছে প্রচার করেছিলেন, তা আমাদের সামনে হাজির হয়েছে সিরাতুন-নবি (নবিজির জীবনী) আকারে।

লেখক পরিচিতি

আর রাহীকুল মাখতুম এর লেখক মাওলানা সফিউর রহমান মুবারকপুরী রহ. জন্ম গ্রহণ করেছিলেন ভারতের উত্তর প্রদেশের মুবারকপূরের হুসাইনাবাদ নামক গ্রামে ১৯৪৩ সনের ৬ জুনে । কথিত আছে, তিনি ছিলেন ছাহাবী আবু আইয়ুব আনসারী রা. এর বংশধর।

আপন পল্লী গাঁয়ে কুরআনে কারীমের মাধ্যমে তার শিক্ষা জীবনের অভিষেক হয়েছিল। পরবর্তীতে এক সুদীর্ঘ কাল পরে ১৯৭৬ সনে আরবি সাহিত্যে সর্বোচ্চ ডিগ্রী লাভ করার মধ্য দিয়ে উপসংহার টেনেছিলেন।

এরই মাঝে ১৯৭৬ সনের মার্চ মাসে রাবেতায়ে আলমে ইসলামীর উদ্দ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সীরাত প্রতিযোগিতায় ‘আর রাহীকুল মাখতুম’ নিয়ে তিনি বিশ্বের নাট্য মঞ্চে আবির্ভূত হন। এরপর জীবনে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। দাওয়াত, তাবলীগ ও তাসনীফাতের মধ্য দিয়ে খুব দ্রুতই অতিক্রম করে গিয়েছেন জীবনের প্রতিটি মনযিল। আরবি ও উর্দু ভাষায় তাঁর রচিত গ্রন্থ সংখ্যা ত্রিশোর্ধ্ব। কর্মজীবনে তিনি মদীনা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও সর্বশেষ রিয়াদের মাকতাবায়ে দারুস সালামে গবেষণার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

আর রাহীকুল মাখতুম PDF মাওলানা সফিউর রহমান মোবারকপুরী বই

       
3/5(2 votes)
Scroll to Top