How many time Argentina Won World Cup | আর্জেন্টিনা কতবার বিশ্বকাপ জিতেছে: ফিফা বিশ্বকাপ চার বছর পর পর একবার অনুষ্ঠিত হয় ৷ তখন থেকেই শুরু হয় খেলার যতো খবরাখবর ৷ অনেকে জানতে চান কোন দেশ কতবার ফিফা বিশ্বকাপ জিতেছে ৷ এদের মধ্যে সবথেকে বেশি যে প্রশ্নের সম্মুখীন হতে হয় সেটি হলো আর্জেন্টিনা বিশ্বকাপ কতবার নিয়েছে? আজকের আর্টিকেলের মাধ্যেমে বিস্তারিত জানতে পারবেন ৷ প্রিয়োবিডির সাথেই থাকুন ৷
আর্জেন্টিনা ১৯৩০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১৮ বার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে ৷ যেখানে দলটি ৫ বার ফিফা বিশ্বকাপ ফাইনালে উঠেছে এবং তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং বাকি দুই বার রানার আপ হয়েছে ।
সাল | দল | গোল | ফলাফল |
---|---|---|---|
১৯৩০ | আর্জেন্টিনা VS উরুগুয়ে | ২-৪ | রানার আপ |
১৯৭৮ | আর্জেন্টিনা VS নেডারল্যান্ডাস | ৩-১ | চ্যাম্পিয়ন |
১৯৮৬ | আর্জেন্টিনা VS জার্মানি | ৩-২ | চ্যাম্পিয়ন |
২০১৪ | আর্জেন্টিনা VS জার্মানি | 0-1 | রানার আপ |
২০২২ | আর্জেন্টিনা VS ফ্রান্স | ৩-৩ পেনাল্টি (৪-২) | চ্যাম্পিয়ন |
2022— FIFA Argentina Won World Cup
২০২২— ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা VS ফ্রান্স (আর্জেন্টিনার তৃতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়) :—
কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফাইনালে জিতেছে আর্জেন্টিনা। রোববার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে আর্জেন্টিনা। এর মাধ্যমে লিওনেল মেসি বিশ্ব চ্যাম্পিয়ন হন ৷
বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফ্রান্স ও আর্জেন্টিনার স্কোর ছিল ৩-৩ । পরে ম্যাচ পেনাল্টি শুটআউটের মাধ্যমে বিজয় আসে এবং আর্জেন্টিনা ৪-২ গোলে জিতে যায়।
এর আগে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও নেদারলেন্ডের দুই দুই গোলে সমতায় থাকলেও পরে পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে জিতে আর্জেন্টিনা ৷ পরে সেমি ফাইনালে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া(৩:০) গোলে জিতে আর্জেন্টিনা ৷
2022 FIFA Argentina Team—(2022 ফিফা ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা সেরা একাদশ)
জার্সি নং | খেলোয়ার | পজিশন |
---|---|---|
23 | Emiliano Martínez (এমিলিয়ানো মার্টিনেজ) | Goalkeeper |
26 | Nahuel Molina (নাহুয়েল মোলিনা) | Defender |
13 | Cristian Romero (ক্রিশ্চিয়ান রোমেরো) | Defender |
19 | Nicolás Otamendi (নিকোলাস ওটামেন্ডি) | Defender |
3 | Nicolás Tagliafico (নিকোলাস ট্যাগলিয়াফিকো) | Defender |
24 | Enzo Fernández (এনজো ফার্নান্দেজ) | Midfielder |
7 | Rodrigo De Paul (রদ্রিগো ডি পল) | Midfielder |
20 | Alexis Mac Allister (অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার) | Midfielder |
10 | Lionel Messi (লিওনেল মেসি) | Forward |
9 | Julián Álvarez (জুলিয়ান আলভারেজ) | Forward |
11 | Ángel Di María (অ্যাঞ্জেল ডি মারিয়া) | Forward |
1986— FIFA Argentina Won World Cup
১৯৮৬— ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা VS পশ্চিম জার্মানি (আর্জেন্টিনার দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়) :—
১৯৮৬ সালের ফিফা বিশ্বকাপে খেলোয়ার হিসেবে প্রধান আকর্ষণ ছিলেন দিয়েগো ম্যারাডোনা(Diego Maradona), যার জার্সি নং ছিলো-১০ ৷ মেক্সিকোতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনা শীর্ষ ফর্মে ছিলেন। তিনি আর্জেন্টিনাকে তিনটি সংস্করণে দ্বিতীয় ফিফা বিশ্বকাপ শিরোপা জিততে নেতৃত্ব দেন এবং খেলোয়াড় হিসেবে দলের মুখ্য ভূমিকা পালন করেন।
ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা এই টুর্নামেন্টে একটি ম্যাচও হারেনি। কোনো পরাজয় ছাড়াই আর্জেন্টিনা ফাইনালে শিরোপা জয় করেন ৷
প্রথমে, আর্জেন্টিনা দক্ষিণ কোরিয়াকে (৩-১) গোলে এবং বুলগেরিয়ার বিপক্ষে (২-০) গোলে জয়লাভ করে ৷ তারপরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত ইতালির সাথে ড্র করে গ্রুপ পর্বের শীর্ষে উঠে।
ফাইনালে পশ্চিম জার্মানির(West Germany) মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা লা আলবিসেলেস্তে নকআউট রাউন্ডে উরুগুয়েকে (১-০) গোলে, ইংল্যান্ডকে (২-১) গোলে এবং বেলজিয়ামকে (২-০) গোলে পরাজিত করে। ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ড অফ গড’ গোল এবং গোল অফ দ্য সেঞ্চুরিও করেন ম্যারাডোনা।
জোসে লুইস ব্রাউন(José Luis Brown), জর্জ ভালদানো(Jorge Valdano) এবং জর্জ বুরুচাগা(Jorge Burruchaga) এর গোলে আর্জেন্টিনা পশ্চিম জার্মানির বিপক্ষে ১৯৮৬ সালে ফিফা বিশ্বকাপের ফাইনালে ৩-২ ব্যবধানে জিতেছিল।
দিয়াগো ম্যারাডোনা তার পাঁচটি গোল এবং পাঁচটি অ্যাসিস্টের জন্য গোল্ডেন বল পেয়েছিলেন।
জার্সি নং | খেলোয়ার | পজিশন |
---|---|---|
18 | Nery Pumpido (নেরি পাম্পিডো) | Goalkeeper |
5 | José Luis Brown (জোসে লুইস ব্রাউন) | Sweeper |
9 | José Luis Cuciuffo (হোসে লুইস কুসিউফো) | Center Back |
19 | Oscar Ruggeri (অস্কার রুগেরি) | Center Back |
14 | Ricardo Giusti (রিকার্ডো জিউস্টি) | Right Wing Back |
16 | Julio Olarticoechea (জুলিও ওলার্টিকোচিয়া) | Left Wing Back |
2 | Sergio Batista (সার্জিও বাতিস্তা) | Defensive Midfielder |
7 | Jorge Burruchaga (জর্জ বুরুচাগা) | Center Midfielder |
12 | Héctor Enrique (হেক্টর এনরিক) | Center Midfielder |
10 | Diego Maradona (দিয়েগো ম্যারাডোনা) | Center Forward |
11 | Jorge Valdano (জর্জ ভালদানো) | Center Forward |
1978— FIFA Argentina Won World Cup
১৯৭৮—ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা VS নেদারল্যান্ডস (আর্জেন্টিনার প্রথমবার বিশ্বকাপ শিরোপা জয়) :—
ড্যানিয়েল পাসেরেলার নেতৃত্বে ১৯৭৮ সালে আর্জেন্টিনা প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি জয় লাভ করে । এই সময়ে দলের কোর্চ ছিলেন সিজার লুইস(Caesar Lewis)।
ঐ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন এল মাতাদোর মারিও কেম্পেস(Mario Kempes) ১০ নম্বর জার্সি ।
মারিও কেম্পেসের চমৎকার সব স্কোরিং ক্ষমতা এবং শক্তিশালী হোম সাপোর্টের জন্য আর্জেন্টিনা গ্রুপ-১ এ দ্বিতীয় হয়ে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেন । পরে আর্জেন্টিনা হাঙ্গেরি এবং ফ্রান্সকে ২-১ গোল ব্যবধানে পরাজিত করলেও ইতালির কাছে ১-০ গোলে হেরে যায়।
দ্বিতীয় রাউন্ডে, আর্জেন্টিনা পোল্যান্ডকে (২-০) গোলে এবং পেরুকে (৬-০) গোলে পরাজিত করে কিন্তু ব্রাজিলের বিপক্ষে গোলশূন্য ড্র করে। এরপর দুটি জয় এবং একটি ড্রই আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যায় ৷ ফাইনালে খেলা হয় আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস ৷
আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের মধ্যে ১৯৭৮ ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলাটি ছিলো খুবই উত্তেজনাপূর্ণ । খেলাটিতে উভয় দল খুব ভালো খেলে এবং (১-১) গোলে সমতায় যায় ৷
এরপর অতিরিক্ত সময়ে সবচেয়ে ভালো খেলোয়ার অর্থাৎ জার্সি নং ১০ মারিও কেম্পেস(Mario Kempes) ও রিকার্ডো বার্তোনি উভয় একটি একটি গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন ৷ খেলাটি হয় বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে।
আর্জেন্টিনা নেদারল্যান্ডসকে (৩-১) গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। মারিও কেম্পেস ১৯৭৮ ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার জন্য গোল্ডেন বুট পেয়েছিলেন। সেই টুর্নামেন্টে মারিও কেম্পেস সর্বোচ্চ ৬টি গোল করেছিলেন । এছাড়া সেরা খেলোয়ার হিসেবে গোল্ডেন বল পুরস্কারও জিতেছেন মারিও কেম্পেস ।
জার্সি নং | খেলোয়ার | পজিশন |
---|---|---|
5 | Ubaldo Fillol (উবালডো ফিলল) | Goalkeeper |
15 | Jorge Olguín (জর্জ ওলগুইন) | Right Back |
7 | Luis Galván (লুইস গালভান) | Center Back |
19 | Daniel Passarella (ড্যানিয়েল প্যাসারেলা) | Center Back |
20 | Alberto Tarantini (আলবার্তো ট্যারান্টিনি) | Left Back |
6 | Américo Gallego (আমেরিকো গ্যালেগো) | Defensive Midfielder |
2 | Osvaldo Ardiles (অসভালদো আরদিলেস) | Center Midfielder |
10 | Mario Kempes (মারিও কেম্পেস) | Attacking Midfielder |
4 | Daniel Bertoni (ড্যানিয়েল বার্টোনি) | Right Midfielder |
16 | Oscar Alberto Ortiz (অস্কার আলবার্তো অর্টিজ) | Left Midfielder |
14 | Leopoldo Luque (লিওপোল্ডো লুক) | Center Forward |
সবশেষে, বলতে চাই যে, আর্জেন্টিনা কতবার বিশ্বকাপ জিতেছে? এ প্রশ্নের সঠিক উত্তর পেয়েছেন ৷ আর্টিকেলটি পড়ে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ৷ Argentina Won World Cup List