ইংল্যান্ডের রাজধানীর নাম কি | Capital of England

ইংল্যান্ডের রাজধানীর নাম কি? প্রিয় ভিউয়ার, আপনারা অনেকেই অনলাইনে খুজে থাকেন ইংল্যান্ডের রাজধানীর নাম কি | Capital of England. বিভিন্ন দেশের রাজধানীর নাম চাকুরি পরিক্ষাসহ, অন্যান্য পরিক্ষায় প্রায় এসে থাকে ৷ কোন দেশের রাজধানীর নাম কি, তা যদি জানা না থাকে তাহলে আমাদের সমস্যায় পড়তে হয় ৷ আশা করি আপনি ইংল্যান্ডের রাজধানীর নামসহ অন্যান্য দেশের রাজধানীর নামগুলো শিখে রাখবেন ৷ এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতে আমাদের সাথেই থাকুন ৷

আপনারা খুজে থাকেন,,

1. ইংল্যান্ডের রাজধানীর নাম কি

2. ইংল্যান্ডের রাজধানী কোথায়

3. ইংল্যান্ডের রাজধানী কি

4. ইংল্যান্ডের রাজধানী নাম কি

ইংল্যান্ডের রাজধানীর নাম কি | Capital of England

ইংল্যান্ডের রাজধানীর নাম কি | Capital of England

উত্তরঃ ইংল্যান্ডের রাজধানীর নাম হলো লন্ডন

ইংল্যান্ডের দেশ থেকে গুরুত্ত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

1. ইংল্যান্ডের আয়তন কত?

উত্তরঃ ইংল্যান্ডের আয়তন হলো প্রায় ১,৩০,২৭৯ বর্গকিলোমিটার ৷ Wikipedia source

2. ইংল্যান্ডের মুদ্রার নাম কি?

উত্তরঃ ইংল্যান্ডের মুদ্রার নাম হলো পাউন্ড ৷ বিস্তারিত…

3. ইংল্যান্ডের সংবিধান বিচারকের তৈরি সংবিধান উক্তিটি কার?

উত্তরঃ ইংল্যান্ডের সংবিধান বিচারকের তৈরি সংবিধান উক্তিটি হলো ডাইসির ৷

4. ইংল্যান্ডের বসতি আইন কত সালে প্রণীত হয়?

উত্তরঃ ইংল্যান্ডের বসতি আইন ১৬৬২ সালে প্রণীত হয় ৷

5. ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব যে বছর সংঘটিত হয়?

উত্তরঃ ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সংঘটিত হয় ১৬৮৮ সালে ৷

Rate this post
Scroll to Top