কম্পিউটার CIH ভাইরাস সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর (সিআইএইচ)

CIH ভাইরাস সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর

১. CIH ভাইরাসের আবিষ্কারক কে?

  • ক) জন ম্যাকাফি
  • খ) চেন ইং-হাউ
  • গ) লিনাস টরভাল্ডস
  • ঘ) বিল গেটস

উত্তরঃ খ) চেন ইং-হাউ

২. CIH এর পূর্ণরূপ কি?

  • ক) Cybersecurity and Internet Hygiene
  • খ) Chernobyl Intelligence Hub
  • গ) Chen Ing-Hau
  • ঘ) Computer Infection Hazard

উত্তরঃ গ) Chen Ing-Hau

৩. CIH কি ধরনের ভাইরাস?

  • ক) ট্রোজান
  • খ) কৃমি
  • গ) ফাইল ইনফেক্টর
  • ঘ) স্পাইওয়্যার

উত্তরঃ গ) ফাইল ইনফেক্টর

৪. CIH ভাইরাস প্রথম কত সালে আবিষ্কৃত হয়?

  • ক) ১৯৮৫ সালে
  • খ) ১৯৯৮ সালে
  • গ) ২০০৫ সালে
  • ঘ) ২০১০ সালে

উত্তরঃ খ) ১৯৯৮ সালে

৫. CIH ভাইরাস কোন অপারেটিং সিস্টেমকে লক্ষ্য করে?

  • ক) macOS
  • খ) লিনাক্স
  • গ) উইন্ডোজ ৯৫, ৯৮, ME
  • ঘ) অ্যান্ড্রয়েড

উত্তরঃ গ) উইন্ডোজ ৯৫, ৯৮, ME

৬. নিচের কোনটি CIH ভাইরাসের নাম নয়?

  • ক) চেরনোবিল ভাইরাস
  • খ) স্পেসফিলার ভাইরাস
  • গ) ILOVEYOU ভাইরাস
  • ঘ) উপরের সবগুলো

উত্তরঃ গ) ILOVEYOU ভাইরাস

৭. CIH ভাইরাস কিভাবে ছড়ায়?

  • ক) USB ড্রাইভের মাধ্যমে
  • খ) ইমেইল এটাচমেন্ট
  • গ) সংক্রমিত এক্সিকিউটেবল ফাইল
  • ঘ) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম

উত্তরঃ গ) সংক্রমিত এক্সিকিউটেবল ফাইল ৷

৮. CIH ভাইরাস কম্পিউটারের কী ক্ষতি করতো?

  • ক) অপারেটিং সিস্টেম
  • খ) সফটওয়্যার
  • গ) হার্ডডিস্ক
  • ঘ) র‍্যাম

উত্তরঃ গ) হার্ডডিস্কবিস্তারিত

৯. CIH ভাইরাসের পেলোড কি?

  • ক) সিস্টেম ফাইল মুছে ফেলা
  • খ) ফাইল এনক্রিপ্ট করা
  • গ) ডেটা ওভাররাইট এবং BIOS ফার্মওয়্যারকে দূষিত করা
  • ঘ) পপ-আপ বিজ্ঞাপন প্রদর্শন করা

উত্তরঃ গ) ডেটা ওভাররাইট এবং BIOS ফার্মওয়্যারকে দূষিত করা

১০. CIH ভাইরাস থেকে কম্পিউটারকে রক্ষা করার জন্য ব্যবহারকারীরা কী সতর্কতা অবলম্বন করতে পারে?

  • ক) ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা
  • খ) নিয়মিত অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপডেট করা
  • গ) ইউএসবি ড্রাইভ এড়িয়ে চলা
  • ঘ) ইমেল অ্যাক্সেস নিষ্ক্রিয় করা

উত্তরঃ খ) নিয়মিত অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপডেট করা

১১. কেউ CIH ভাইরাস দ্বারা অ্যাটাক হলে তাকে তাকে অবিলম্বে কি করা উচিৎ?

  • ক) উপেক্ষা করুন
  • খ) সিস্টেম ব্যবহার চালিয়ে যাওয়া
  • গ) আইটি ডেভেলপার এর সাহায্য নেওয়া
  • ঘ) হার্ড ড্রাইভ ফরম্যাট দেওয়া

উত্তরঃ গ) আইটি ডেভেলপার এর সাহায্য নেওয়া

১২. কিভাবে CIH ভাইরাস হার্ডডিস্কের ক্ষতি করে?

  • ক) ফাইল এনক্রিপ্ট করে
  • খ) ডেটা ওভাররাইট করে
  • গ) ডেটা হাইড করে
  • ঘ) কোনটিই নয়

উত্তরঃ খ) ডেটা ওভাররাইট করে

১৩. বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী ‘CIH’ ভাইরাস কত তারিখে কম্পিউটার আক্রমণ করে?

  • ক) ২৬ এপ্রিল, ৯৮
  • খ) ২৬ এপ্রিল ৯৯
  • গ) ২৬ মে , ৯৮
  • ঘ) ২৬ মে, ৯৯

উত্তরঃ খ) ২৬ এপ্রিল ৯৯

১৪. CIH ভাইরাস প্রতি বছর কত তারিখে সক্রিয় হতো?

  • ক) ২৬ এপ্রিল
  • খ) ২১ এপ্রিল
  • গ) ১৬ এপ্রিল
  • ঘ) ৬ এপ্রিল

উত্তরঃ ক) ২৬ এপ্রিলবিস্তারিত..

প্রিয় ভিউয়ার, আপনারা যারা কম্পিউটার CIH ভাইরাস সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর অনলাইনে খুজছেন বিভিন্ন পরিক্ষার জন্য, তাদের বেশ উপকারে আসবে ৷ এরকম গুরুত্বপূর্ণ টপিকসগুলো MCQ আকারে পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

5/5(1 vote)
Scroll to Top