সিপিইউ বা প্রসেসর MCQ প্রশ্ন উত্তর | Computer CPU MCQ

সিপিইউ বা প্রসেসর MCQ প্রশ্ন উত্তর | Computer CPU MCQ

কম্পিউটারের প্রসেসর বা সিপিইউ | Computer CPU MCQ

১. সিপিইউ এর পূর্ণরূপ বা পুরো নাম কী?

  • ক) Computer Processing Unit
  • খ) Central Processing Unit
  • গ) Control Processing Unit
  • ঘ) Core Processing Unit

উত্তরঃ খ) Central Processing Unitবিস্তারিত..

২. কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে?

  • ক) মনিটর
  • খ) কীবোর্ড
  • গ) সিপিইউ
  • ঘ) মাউস

উত্তরঃ গ) সিপিইউ বিস্তারিত..

৩. কম্পিউটারের সিপিইউ কোনটিকে বলা হয়?

  • ক) মাদার বোর্ড
  • খ) প্রসেসর
  • গ) এজিপি
  • ঘ) র‍্যাম

উত্তরঃ খ) প্রসেসরবিস্তারিত..

৪. কম্পিউটারের প্রসেসর কোথায় থাকে?

  • ক) র‍্যামে
  • খ) মাদারবোর্ডে
  • গ) রমে
  • ঘ) হার্ডডিস্কে

উত্তরঃ খ) মাদারবোর্ডেবিস্তারিত..

৫. কম্পিউটার সিপিইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?

  • ক) কন্ট্রোল ইউনিট (control unit)
  • খ) রেজিস্টার সেট (Register set)
  • গ) এ. এল. ইউ (ALU)
  • ঘ) কোনোটিই নয়

উত্তরঃ গ) এ. এল. ইউ (ALU)বিস্তারিত..

৬. একটি কম্পিউটারে একাধিক প্রসেসরকে কি বলা হয়?

  • ক) ইউনিপ্রসেসর
  • খ) মাল্টিপ্রসেসর
  • গ) মাল্টিথ্রেডেড
  • ঘ) মাল্টিমিটার

উত্তরঃ খ) মাল্টিপ্রসেসরবিস্তারিত..

৭. মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়?

  • ক) ১৯৭১ সালে
  • খ) ১৯৭২ সালে
  • গ) ১৯৭৩ সালে
  • ঘ) ১৯৭৪ সালে

উত্তরঃ ক) ১৯৭১ সালে বিস্তারিত..

৮. প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন কোম্পানি?

  • ক) ইনটেল
  • খ) আই বি এম
  • গ) অ্যাপল
  • ঘ) জেরোক্স

উত্তরঃ ক) ইনটেলবিস্তারিত..

৯. ইনটেল ITANIUM কত বিট মাইক্রোপ্রসেসর?

  • ক) ৩২
  • খ) ৬৪
  • গ) ১২৮
  • ঘ) ২৫৬

উত্তরঃ খ) ৬৪

১০. প্রথম মাইক্রোপ্রসেসর এর নাম কি? [MCQ]

  • ক) ইনটেল ৪০৪
  • খ) ইনটেল-৪০০৪
  • গ) ডিডিএম
  • ঘ) এ এমডি

উত্তরঃ খ) ইনটেল-৪০০৪বিস্তারিত..

১১. মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং এ ব্যবহৃত হয়?

  • ক) ALU
  • খ) Control Unit
  • গ) Register Array
  • ঘ) Accumulator

উত্তরঃ ক) ALUবিস্তারিত..

১২. ইনটেল ৮০৮৬ কত বিটের মাইক্রোপ্রসেসর?

  • ক) ৮ বিটের
  • খ) ১৬ বিটের
  • গ) ৩২ বিটের
  • ঘ) ৬৪ বিটের

উত্তরঃ খ) ১৬ বিটের বিস্তারিত..

১৩. 8086 মাইক্রোপ্রসেসর কয়টি মোডস অফ অপারেশন সমর্থন করে?

  • ক)
  • খ)
  • গ) ১০
  • ঘ) ৫০

উত্তরঃ ক)

১৪. মাইক্রোপ্রসেসরের সবচেয়ে নিকটবর্তী মেমরি এর নাম কী?

  • ক) সেকেন্ডারী মেমরি
  • খ) মেইন মেমরি
  • গ) রেজিস্টার
  • ঘ) ক্যাশ

উত্তরঃ ঘ) ক্যাশ

১৫. CPU এর কোনটি পাটিগণিত ও যৌক্তিক কাজ সম্পাদন করে?

  • ক) RAM
  • খ) GPU
  • গ) ALU
  • ঘ) ROM

উত্তরঃ গ) ALU

১৬. নিচের কোনটি সিপিইউ তৈরি করে না?

  • ক) Intel
  • খ) AMD
  • গ) NVIDIA
  • ঘ) ARM

উত্তরঃ গ) NVIDIA

প্রিয় ভিউয়ার, আপনারা যারা কম্পিউটারের প্রসেসর বা সিপিইউ বা Computer CPU MCQ প্রশ্ন উত্তর অনলাইনে খুজছেন বিভিন্ন পরিক্ষার জন্য, তাদের বেশ উপকারে আসবে ৷ এরকম গুরুত্বপূর্ণ টপিকসগুলো MCQ আকারে পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

5/5(1 vote)
Scroll to Top