Computer RAM MCQ in Bengali | কম্পিউটার র‍্যাম MCQ(১০০%)

Computer ram mcq in Bengali

Computer ram mcq in Bengali

বিভিন্ন পরিক্ষায় আসা গুরুত্বপূর্ণ কম্পিউটার র‍্যাম MCQ প্রশ্ন উত্তর গুলো একনজর পড়ে নিন ৷ আশা করি উপকারে আসবে ৷

01
কোনটি প্রধান স্মৃতি বা প্রাথমিক স্মৃতি?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (C) RAM ৷

02
RAM এর পূর্ণরূপ কী?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (D) Random Access Memory ৷

03
RAM, ROM শব্দগুলো কিসের সাথে সম্পৃক্ত?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (B) কম্পিউটার ৷

04
RAM ও ROM এর মধ্যে মৌলিক পার্থক্য কি?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (B) অস্থায়ী বনাম স্থায়ী তথ্য সংরক্ষন ৷

05
RAM-কে কী বলা হয়?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (D) উপরের সবগুলো ৷

06
কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে কি বলা হয়?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (B) RAM ৷

07
র‍্যাম কম্পিউটারের কোথায় বসানো থাকে?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (B) মাদারবোর্ডের নির্ধারিত স্লটে ৷

08
কোর স্টোরেজ (Core storage) হিসেবে কাকে চিহ্নিত করা হয়?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (B) RAM ৷

09
কিসের সাহায্যে RAM-এর ধারণ ক্ষমতা বাড়ানো যায়?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (C) RAM Chips ৷

10
র‍্যাম এর ধারণ ক্ষমতা-

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (C) বাড়ানো যায় ৷

11
কম্পিউটারের অস্থায়ী মেমোরি কোনটি?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (B) RAM ৷

12
কম্পিউটারের কর্ম এলাকা কোনটি?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (B) RAM ৷

13
কোনটি সহায়ক মেমোরি নয়?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (D) RAM ৷

14
নিচের কোনটি যোগ করে র‍্যামের ধারণ ক্ষমতা বাড়ানো যায়?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (A) অতিরিক্ত র‍্যাম চিপ যোগ করে ৷

15
ইনপুট হিসেবে আসা তথ্যগুলো জমা হয় কোথায়?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (D) র‍্যামে ৷

16
RAM Cache-এর কাজ কী?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (B) কাজের গতি বৃদ্ধি করা ৷

17
র‍্যাম-এর গতি বাড়ানোর জন্য কী ব্যবহার করা হয়?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (B) র‍্যাম ক্যাশ ৷

18
র‍্যামের নির্দেশানাগুলোকে অনেক সময় কি হিসাবে অভিহিত করা হয়?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (D) ফার্মওয়্যার ৷

19
র‍্যাম স্লটকে কী দিয়ে পরিষ্কার করতে হবে?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (C) শক্ত ব্রাশ ৷

20
র‍্যাম এর connector সমূহকে কীভাবে পরিষ্কার করতে হবে?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (A) ইরেজার দিয়ে ৷

21
র‍্যাম সমস্যাযুক্ত হলে কোন সমস্যাটি দেখা দেয়?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (A) মনিটরে কিছু দেখা যায় না ৷

22
নিচের কোন যন্রাংশটি কম্পিউটার বানানোর জন্য অত্যাবশ্যক?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (C) RAM ৷

প্রিয় ভিউয়ার, আপনারা যারা অনলাইনে কম্পিউটার র‍্যাম সম্পর্কিত এমসিকিউ(Computer ram mcq) খুজছেন, আপনারা এই বিভিন্ন পরিক্ষায় আশা কমন বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো পড়তে পারেন ৷ আরও নতুন কিছু জানতে প্রিয়বিডি’র সাথেই থাকুন ৷

5/5(1 vote)
Scroll to Top