আক্কেল দাঁত তুললে কি সমস্যা হয়

Dat tular por ki somossa hoi | আক্কেল দাঁত তুললে কি সমস্যা হয়ঃ আক্কেল দাঁতের যন্ত্রনাদায়ক ব্যথায় আমাদের অনেক সময় দাঁত তুলে ফেলতে হয় ৷ কিন্তু আমাদের একটি ভয় কাজ করে, আক্কেল দাঁত তুলার পর আমাদের কি সমস্যা হতে পারে ৷ প্রিয়োবিডির সাথে থাকুন এবং স্বাস্থ্য বিষয়ক টিপসগুলো ফলো করুন ৷

আক্কেল দাঁত তুললে কি সমস্যা হয়

আক্কেল দাঁত কেন তুলতে বা ফেলতে হয়

আক্কেল দাঁতের অসহনীয় যন্ত্রনা অনেকেরই জানা ৷ বিশেষ করে যাদের বয়স ১৭-২৫ বছর, তখন আক্কেল দাঁত উঠে থাকে ৷

যখন মাড়িতে দাঁত উঠার মতো পর্যাপ্ত জায়গা থাকে, তখন কোনো সমস্যা হয় না ৷ কিন্তু আক্কেল দাঁত উঠার মতো জায়গা যখন পায়না, তখন দাঁতটি অন্যান্য দাঁতগুলোকে ঠেলতে থাকে ৷ কখনও বা মাড়ি শক্ত হতে থাকে এবং মাড়ির টিস্যু ছিড়ে যেতে পারে ৷ তখন শুরু হয় যন্ত্রনাদায় ব্যথা ৷

আক্কেল দাঁতের অসহনীয় ব্যথা সহ্য করতে না পেরে একজন দাঁতের চিকিৎসকের কাছে যেতে হয় ৷ চিকিৎসক আপনার দাঁতের অবস্থা দেখে ভাববেন কি করতে হবে ৷ ডাক্তার যদি মনে করেন দাঁত না ফেলে ঔষধের দ্বারা কিংবা ঘরোয়া উপায় আক্কেল দাঁতের ব্যথা কমানো সম্ভব এবং এতে অন্যান্য দাঁতগুলোর কোনো ক্ষতি না হয় কিংবা মাড়িতে কোনো প্রদাহ সৃষ্টি না করে তখন ডাক্তার সে ব্যবস্থা নিবেন ৷

আর ডাক্তার সাব যদি মনে করেন যে, আক্কেল দাঁতটি অন্যান্য ভালো দাঁতগুলোতে প্রভাব ফেলছে এবং একই সাথে মাড়িতেও ৷ এক্ষেত্রে তিনি দাঁতটি অপারেশনের মাধ্যমে তুলে ফেলার সিদ্ধান্ত নেন ৷ এক্ষেত্রে ভয়ের কোনো কারন নেই, কেননা বর্তমানে অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে আক্কেল দাঁত তুলা যায় ৷ ফলে সামান্য ব্যথা ও ব্লাডিংয়ে আপনার যন্ত্রনাদায়ক দাঁতটি তুলে ফেলা সম্ভব হবে ৷

আরও পড়ুনঃ

আক্কেল দাঁত তুললে কি সমস্যা হয় | Dat tular por ki somossa hoi

আক্কেল দাঁতের যন্ত্রনাদায়ক ব্যথার এক পর্যায় যখন সিদ্ধান্ত নেন যে, আক্কেল দাঁত তুলে ফেলবেন ৷ তখন একটা ভয় মাথায় কাজ করতে থাকে যে, আক্কেল দাঁত তুললে কি সমস্যা হয়? অর্থাৎ আক্কেল দাঁত তুলার পর কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় ৷

যখন আপনার দাঁতটি এলোমেলোভাবে উঠবে এবং পাশের দাঁতগুলোকে ঠেলতে থাকবে একই সাথে মাড়িতে প্রদাহ সৃষ্টি করবে, তখন আপনার উচিৎ দাঁতটি ফেলে দেওয়ার ৷ আধুনি চিকিৎসা এবং ডাক্তার বলে থাকেন, মুখের অন্যান্য সুস্থ্য দাঁতগুলোকে ভালো রাখার জন্য দাঁত তুলে ফেলাই উত্তম ৷

আক্কেল দাঁত তুললে হয়তো কিছুদিন একটু ব্যথার সৃষ্টি হতে পারে এবং একটু ব্লাডিং হতে পারে একই সাথে মুখ ফুলে যেতে পারে ৷ কিন্তু এটি অল্প সময়ের জন্য ৷ তবে আপনি যদি এটি এভাবে রেখে দেন তাহলে সবসময় ব্যথার সম্মুখীন হতে হবে ৷ ধীরে ধীরে অন্যান্য দাঁতগুলোতে এর প্রভাব ফেলবে ৷

তাই দেরি না করে, যতো তাড়াতাড়ি সম্ভব একজন দক্ষ ডেন্টিস্ট শরণাপন্ন হোন ৷ ওনিই আপনার দাঁতের জন্য কি করণীয় সেটা বুজতে পারবে ৷

আসুন জেনে নেই, আক্কেল দাঁত তুললে কি কি সমস্যা হয় বা হতে পারে ৷ কয়েকটি সমস্যা তুলে ধরা হলোঃ

  • ব্যথা এবং ফোলা— অস্ত্রোপচারের পরে ব্যথা, ফোলাভাব এবং অস্বস্তি অনুভব হওয়া একটি সাধারণ ব্যপার, যা বেশ কয়েক দিন স্থায়ী হতে পারে। সাধারনত যেকোনো দাঁত ফেলার পূর্বে জায়গাটি প্রথমে অবস করে নিতে হয় ৷ তাই দাঁত ফেলার সময় ব্যথা পাওয়ার সম্ভাবনা খুবুই কম ৷ কিন্তু এক থেকে দেড়ঘন্টা পর একটু ব্যথার সম্মুখীন হতে পারেন ৷ সেক্ষেত্রে চিন্তার কারন নেই, ডাক্তার সে ব্যবস্থা অনুযায়ী ঔষধ দিয়ে থাকেন ৷
  • সংক্রমণ— অস্ত্রোপচারের জায়গায় সংক্রমণের ঝুঁকি থাকতে পারে, যার জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ঠিকমতো ঔষধ সেবন করতে হবে ৷ তাহলে খব তাড়াতাড়ি অস্ত্রোপচারের জায়গা শুকাতে শুরু করবে এবং সংক্রামণ হবে না ৷
  • স্নায়ু ক্ষতি— স্নায়ু টিস্যু ক্ষতির একটি সামান্য ঝুঁকি আছে, যা নীচের ঠোঁট, জিহ্বা বা চিবুকের অসাড়তা বা ঝাঁকুনি হতে পারে। এটি প্রায়ই অস্থায়ী কিন্তু বিরল ক্ষেত্রে স্থায়ী হতে পারে। এমনটি হলে অবশ্যই ডাক্তারের শরনাপন্য হবেন ৷
  • মুখ খুলতে অসুবিধা— আক্কেল দাঁত ব্যথা বা ফুলে যাওয়ার কারনে কিছু লোকের মুখ খুলতে সাময়িক অসুবিধা অনুভব হতে পারে ।

এসকল সমস্যাগুলো স্বাভাবিক এবং অধিকাংশ ক্ষেত্রেই ঔষধের দ্বারা সমাধান করা যায় ৷ ডাক্তার এসকল সমস্যার ঔষধ প্রেসক্রিপশন করে থাকেন ৷ আপনার উচিৎ সঠিক সময়ে ঠিকমতো ঔষধ সেবন করা ৷ আশা করা যায় খুব তাড়াতাড়ি সমস্যা থেকে পরিত্রান পাবেন ৷

আর যদি দেখা যায়, দাঁত তুলার পর অন্যান্য সমস্যাগুলো প্রকট আকার ধারণ করে, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ৷

DISCLAIMER: আর্টিকেলটি শুধু মাত্র পরামর্শ ও তথ্য প্রদানের উদ্দেশ্যে ৷ এটা কোনোভাবেই যোগ্য চিকিৎসার বিকল্প হতে পারে না । দাঁতের যেকোনো সমস্যায় প্রথমে একজন দক্ষ ডেন্টিস্টের পরামর্শ নিন ৷ ধন্যবাদ ৷

5/5(1 vote)
Scroll to Top