[MCQ] দ্বিপদ নামকরণের জনক কে | Dipod namkoroner jonok k

Dipod namkoroner jonok k: প্রিয় ভিউয়ার, দ্বিপদ নামকরণের জনক কে? জীববিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “দ্বিপদ নামকরণের প্রবর্তক কে” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

[M.C.Q] দ্বিপদ নামকরণের জনক কে | Dipod namkoroner jonok k

Question: Who is the father of binomial nomenclature?

A.থ্রিয়াফ্রাস্টাস
B.ক্যারোলাস লিনিয়াস
C.মাইকেল অ্যাভানসান
D.জর্জ বেনথাম

উত্তরঃ B. ক্যারোলাস লিনিয়াস

দ্বিপদ নামকরণের জনক কে | Dipod namkoroner jonok k

ক্যারোলাস লিনিয়াস হলেন দ্বিপদ নামকরণের প্রবর্তক । তার জন্ম সুইডেনে । বহু উদ্ভিদ এবং প্রাণী সংগ্রহ করে তাদের শ্রেণীবিন্যাস ও নামকরণ করেন তিনি । তাকে শ্রেণীকরণবিদ্যার জনক বলা হয় । তাঁর লেখা গবেষণামূলক উদ্ভিদবিজ্ঞানের দুটি বিখ্যাত বই এর নাম Species Plantarum এবং Genera plantarum.

দ্বিপদ নামকরণ হল দুটি পদ ব্যবহার করে জীবের নামকরণের পদ্ধতি, প্রথম নামটি গণ এবং দ্বিতীয়টি প্রজাতিকে নির্দেশ করে । নামকরণে পদ ল্যাটিন ভাষায় করা হয় ৷ এই প্রক্রিয়াটি ১৮ শতকে সুইডিশ প্রকৃতিবিদ কার্ল লিনিয়াস দ্বারা বিকশিত হয়েছিল এবং আজও এটি বৈজ্ঞানিক সম্প্রদায়ের জীব যেমন উদ্ভিদ ও প্রাণী সনাক্তকরণ এবং নামকরণের আদর্শ উপায় হিসাবে ব্যবহৃত হচ্ছে। নামের প্রথম অংশ গণ বা জেনাস যা, সবসময় বড় হাতের লেখা হয় ৷ দ্বিতীয় অংশ প্রজাতি, সবসময় ছোট হাতের অক্ষরে লিখতে হয়। দ্বিপদ নামকরণের একটি উদাহরণ হল হোমো সেপিয়েন্স Homo sapiens, যা মানব প্রজাতির বৈজ্ঞানিক নাম।

  • দ্বিপদ নামকরণের জনক হলেন
  • দ্বিপদ নামকরণ কাকে বলে?

    উত্তর: দু’টি ল্যাটিন পদের সমন্বয়ে(গণ ও প্রজাতি) প্রাণীর নাম দেয়ার প্রক্রিয়াকে বলা হয় দ্বিপদ নামকরণ।

  • দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন কে?

    উত্তরঃ দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন ক্যারোলাস লিনিয়াস

  • কত সালে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তিত হয়?

    উত্তরঃ ১৭৫৩ সালে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তিত হয় ৷

4.9/5(33 votes)
Scroll to Top