[MCQ] কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে | Father of Artificial Intelligence

Who is the father of artificial intelligence? | প্রিয় ভিউয়ার, কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “টেলিভিশন আবিষ্কার করেন কে” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে | Father of Artificial Intelligence

✍️ 200+ বিভিন্ন বিষয়ের জনক

[MCQ] প্রশ্নঃ কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে | Who is the father of artificial intelligence?

  • জন ম্যাকার্থি
  • ফ্যারাডে
  • এফ বি মোর্স
  • জন এল বেয়ার্ড

উত্তরঃ জন ম্যাকার্থি

জন ম্যাকার্থি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয় । John McCarthy is the father of artificial intelligence.

  • ভার্চুয়াল রিয়েলিটির মূল বিষয় হলো শব্দ, দৃষ্টি, মস্তিস্ক, স্পর্শ, টেলিপ্রেজেন্স ৷
  • ১৯৩০ সালে ভার্চুয়াল রিয়েলিটি ধারণার সৃষ্টি হয় ৷
  • কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে বুঝায় মূলত যন্ত্রাংশের বুদ্ধিমত্তাকে বোঝায়।
  • জন ম্যাকার্থি কৃত্রিম বুদ্ধিমত্তার জনক ৷
  • ১৯৫৬ সালে সর্বপ্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন ঘটে ৷
  • কৃত্রিম বুদ্ধিমত্তা মূলত রোবটিক্সে ব্যবহৃত হয় ।
  • কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ৷
  • কৃত্রিম উপায়ে মানুষের চিন্তাভাবনাগুলো কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে ৷
  • কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে পঞ্চম প্রজন্মের কম্পিউটারে ৷
  • ‘আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স’ শব্দটির সঙ্গে সর্বপ্রথম সবাইকে পরিচয় করিয়ে দেন John McCarthy.
  • কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় PROLOG.

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা Artificial intelligence, বাংলায় যাকে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা । মানুষের যেমন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য ক্রিটিক্যাল থিংকিং এবং অ্যানালাইসিসের ক্ষমতা থাকে , সে – ধরনের কিছু কিন্তু সাধারণত কম্পিউটার করতে পারার কথা নয় । কিন্তু কম্পিউটার ডিসিশন মেকিংয়ের জন্য পূর্বের ডেটা অ্যানালাইসিস করে প্রপার ডিসিশন নিয়ে থাকে । এ পদ্ধতিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয় ।

অন্যভাবে বলা যায় , আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একপ্রকার সিমুলেশন , যা মানুষের মতো করে কোনো কিছু চিন্তা এবং জটিল সমস্যা সমাধান করে থাকে । এটি একই সাথে নতুন কিছু শিখতে পারে এবং লব্ধজ্ঞান ব্যবহার করে পরবর্তী সমস্যা সমাধান করতে পারে — কৃত্রিম বুদ্ধিমত্তা শেখা , যুক্তিসঙ্গত চিন্তা , সমস্যা সমাধান , উপলব্ধি এবং অন্যান্য ভাষা ব্যবহার — এই কয়েকটি উপাদানের ওপর নির্ভর করে ।

কৃত্রিম বুদ্ধিমত্তা কি?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে আমরা সাধারণত বুঝি সৃজনশীলতা সম্বন্ধীয় কম্পিউটার বিজ্ঞানের শাখা যেখানে কম্পিউটার সিস্টেমের নিয়মবদ্ধ রীতিতে বুদ্ধিমত্তার কিছু নমুনা উপস্থাপন করা হয় ; সিস্টেমকে নতুন ধারণা এবং যুক্তি শেখানো হয় যেন দৃশ্যমান জ্ঞান উপলদ্ধি করে আমাদের চারপাশের পৃথিবী সম্বন্ধীয় প্রয়োজনীয় ও ফলপ্রসু সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা সে অর্জন করতে পারে । কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষকেরা অনেকভাবেই একে সংজ্ঞায়িত করেছেন । আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জনক John McCarthy.

  • কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় ব্যবহৃত হয়?

    উত্তর: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয়—রোবোটিক্স ৷

  • কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত ব্যবহৃত হয় কোনটি?

    উত্তরঃ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত ব্যবহৃত হয় PROLOG.

5/5(24 votes)
Scroll to Top