[MCQ] IP এর পূর্ণরূপ কি | Full Form of IP

What is the Full Form of IP? | প্রিয় ভিউয়ার, IP এর পূর্ণরূপ কি? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “আইপি(IP) এর পুরো নাম কি” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

IP এর পূর্ণরূপ কি | Full Form of IP

✍️ 200+ বিভিন্ন বিষয়ের জনক

[MCQ] প্রশ্নঃ IP এর পূর্ণরূপ কি | What is the Full Form of IP?

  • Internet printer
  • Individual Control Program
  • Internet programme
  • Internet protocol

উত্তরঃ Internet protocol.

আইপি এ্যাড্রেস ( IP Address )

টিসিপি/আইপি ( TCP / IP Transmission Control Protocol / Internet Protocol ) টিসিপি / আইপি হলো ইন্টারনেটে তথ্য আদান – প্রদানের জন্য কম্পিউটারে ব্যবহৃত একটি প্রচলিত ভাষা । ইন্টারনেটে যুক্ত হওয়ার জন্য কম্পিউটার টিসিপি / আইপি প্রোগ্রাম থাকতে হবে । ইন্টারনেটে যখন কোন তথ্য পাঠানো হয় তখন TCP / IP তথ্যগুলো ভেঙ্গে প্যাকেটে পরিণত করে প্রতি পৃষ্ঠা তথ্যকে এক একটি প্যাকেট তৈরি করা হয় । প্রতিটি প্যাকেট নির্দিষ্ট ঠিকানায় ইন্টারনেটের মাধ্যমে পাঠানো হয় । প্রতিটি প্যাকেটের জন্য আলাদা আলাদা পথ থাকে । প্যাকেট যখন আবার গন্তব্যে পৌঁছে যায় তখন TCP / IP এগুলোকে আবার পৃষ্ঠা হিসেবে প্রদর্শণ করে । যদি কোনো প্যাকেট নষ্ট হয়ে যায় তাহলে কম্পিউটার নতুন আর একটি কপি পাঠাতে বলে ।

ইন্টারনেটে যুক্ত প্রতিটি কমপিউটারের একটি ঠিকানা থাকে । এ ঠিকানাকে বলা হয় আইপি এ্যাড্রেস (IP Address) । একটি আইপি এ্যাড্রেস গড়ে উঠে ৩২ – বিট ব্যবহার করে । এই বিটগুলোর প্রতি আটটিকে নিয়ে গড়ে ওঠে একটি করে অকটেট । সুতরাং , আইপি এ্যাড্রেসে থাকছে চারটি অকটেট বা ৩২ – বিট । একটি আইপি এ্যাড্রেস তিনভাবে প্রকাশ করা যেতে পারে :

  • ডটেড ডেসিম্যাল- ২০৩.৯১.১৩৯.২
  • বাইনারি – ১১০০১০১১.১০১১০১১.১০০০১০১১.১০
  • হেক্সাডেসিম্যাল- CB : 5B : 8B : 2

এভাবে আইপি এ্যাড্রেসের জন্য সংখ্যা মনে রাখা কষ্টকর । তাই মনে রাখার জন্য ডোমেইন নেম ব্যবহার করা হয় । আইপি এ্যাড্রেসকে শহরের কোন বাড়ির ঠিকানার সাথে তুলনা করা চলে । যেমনঃ কোন এলাকার রাস্তার নাম্বার এবং বাড়ির নাম্বার থাকে । একটি রাস্তায় যত বাড়ি থাকে তাদের মধ্যে কোন দুটি বাড়ির নাম্বার কখনো এক হতে পারে না । ঠিক তেমনি নেটওয়ার্কে যুক্ত কোন দুটো কমপিউটারের আইপি এ্যাড্রেস এক হতে পারে না । বাড়ির ঠিকানায় যেমন – রাস্তার নাম্বার এবং বাড়ির নাম্বার থাকে , IP এ্যাড্রেসেও দুটি অংশ নেটওয়ার্ক এ্যাড্রেস এবং হোস্ট এ্যাড্রেস থাকে । ২০৩.৯১.১৩৯.২ ঠিকানায় ২০৩.৯১.১৩৯ হলো নেটওয়ার্ক এ্যাড্রেস এবং ২ হলো হোস্ট এ্যাড্রেস । IP এর পূর্ণরূপ ইন্টারনেট প্রোটোকল ৷ IP is the full form of Internet Protocol.

At A Glance:

  • GPRS এর পূর্ণরূপ হলো — General Packet Radio Service.
  • WAP এর পূর্ণরূপ হলো — Wireless Application Protocol.
  • ARPANET এর পূর্ণরূপ হলো — Advanced Research Project Agency Network.
  • IBM এর পূর্ণরূপ হলো — International Business Machines.
  • HP এর পূর্ণরূপ হলো — Hewlett Packard.
  • AM/FM এর পূর্ণরূপ হলো — Amplitude/ Frequency Modulation.
  • WLAN এর পূর্ণরূপ হলো — Wireless Local Area Network
  • USB এর পূর্ণরূপ হলো — Universal Serial Bus.
  • www এর জনক কে?

    উত্তর: www এর জনক টিম বার্নাস রি ৷

  • ISP এর পূর্ণরূপ কি?

    উত্তরঃ ISP এর পূর্ণরূপ হলো —Internet Service Provider.

5/5(25 votes)
Scroll to Top