[MCQ] IBM এর পূর্ণরূপ কি | ibm full form

What is the full form of IBM? | প্রিয় ভিউয়ার, IBM এর পূর্ণরূপ কি? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “আইবিএম এর পূর্ণরূপ কি” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

IBM এর পূর্ণরূপ কি  | ibm full form

✍️ 200+ বিভিন্ন বিষয়ের জনক

[MCQ] প্রশ্নঃ IBM এর পূর্ণরূপ কি | What is the full form of IBM?

  • International Business Machine
  • Indian Beta Machine
  • Integral Business Machine
  • Internal Beta Machine

উত্তরঃ International Business Machine

  • আইবিএম (IBM) এর পূর্ণরূপ বা ibm full form হচ্ছে International Business Machine Corporation .
  • আইবিএম (IBM) হচ্ছে আমেরিকার বৃহত্তম ও বহুজাতিক কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান যা 170 টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে ।
  • 1911 সালে কম্পিউটিং টেবুলেটিং রেকর্ডিং (Computing Tabulating Recording CTR) কোম্পানি নামে এ কোম্পানি যাত্রা শুরু করে ।
  • 1924 সালে CTR এর নাম পরিবর্তন করে IBM রাখা হয় ।
  • আইবিএম (IBM) এর প্রতিষ্ঠাতা হচ্ছেন টমাস জন ওয়াটসন (Thomas John Watson) ও চাল্‌ল্স রেনলেট ফ্লিন্ট ( Charles Renlett Flint ) ।
  • আইবিএম (IBM) এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আর্মংক (Armonk) নামক স্থানে অবস্থিত ।
  • আইবিএম (IBM) কম্পিউটার সফটওয়্যার , হার্ডওয়্যার ও মিডলওয়্যার তৈরি , বাজারজাতকরণ এবং হোস্টিং কনসাল্টিং সেবা প্রদান করে ।
  • আইবিএম (IBM) 1954 সালে IBM – 701 কম্পিউটারের মাধ্যমে এর ব্যবসা শুরু করে ।
  • আইবিএম (IBM) কে বিগ ব্লু (Big Blue) বলা হয়ে থাকে ।
  • আইবিএম কোন দেশের কোম্পানি?

    উত্তর: আইবিএম আমেরিকার কোম্পানি ৷ এটি একটি বহুজাতিক কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ৷

  • আইবিএম কোম্পানি সর্বপ্রথম কোন কম্পিউটার তৈরি করে?

    উত্তরঃ আইবিএম কোম্পানি সর্বপ্রথম মেইনফ্রেম কম্পিউটার তৈরি করে

  • আইবিএম এর প্রতিষ্ঠাতা কে?

    উত্তরঃ আইবিএম এর প্রতিষ্ঠাতা Charles Renault Flint.

  • কত সালে আইবিএম কোম্পানি পার্সোনাল কম্পিউটার তৈরি করে?

    উত্তরঃ ১৯৮১ সালে আইবিএম কোম্পানি পার্সোনাল কম্পিউটার তৈরি করে ৷

5/5(27 votes)
Scroll to Top