[MCQ] মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেন | Inventor of the Microscope

Who invented the Microscope? | প্রিয় ভিউয়ার, মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেন? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “মাইক্রোস্কোপের আবিষ্কারক কে” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেন | Inventor of the Microscope

✍️ 200+ বিভিন্ন বিষয়ের জনক

[MCQ] প্রশ্নঃ মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেন | Who invented the Microscope?

  • জ্যানসেন
  • ডগলাস
  • পাঙ্কেল
  • থমসন

উত্তরঃ জ্যানসেন

আমাদের চোখের দেখা এ বিরাট পৃথিবীর বাইরে এমন আরেক জগৎ রয়েছে , যেখানে খালি চোখে কিছুই দেখা যায় না । খালি চোখে সে জগতের দৃশ্য দেখার ইচ্ছা করাটাও এক রকম বোকামীরই শামিল । তবু আমাদের সে জগতে যেতে হয় । দেখতে হয় সে জগতের বাসিন্দাদের । কেমন তাদের আচার – ব্যবহার , আর কেমনই বা চালচলন । আরো দেখতে হয় সেখানকার রীতি – নীতি , আইন – কানুন , পরিবেশ । কান পেতে শুনতে হয় ওদের কথা , হৃদস্পন্দন । সে এক অপূর্ব জগৎ । অপরূপ তার সৌন্দর্য । আর অবাক করা দৃশ্য । সেখানেও জীবন আছে । জীবিকার তাগিদে ওরাও আমাদের মতোই সংগ্রাম মুখর । ওদের কেউ আমাদের বন্ধু আর কেউবা শত্রু ।

সে জগতের বাসিন্দারাও আমাদের মতো খায় – দায় , ঘুরে – ফিরে , আর প্রয়োজনে বংশ বাড়ায় । ওদের জীবনেও জয় – পরাজয়ের এক বিরাট প্রশ্ন এসে দাঁড়ায় । ওরা অনুভূতিশীল । উদ্দীপনায় সাড়া দেয় । প্রতিকূলতায় পালিয়ে বাঁচে । কে একজন প্রথম সেই অদেখা – অচিনপুরীর সিংহ ফটকে পৌঁছতে পেরেছিলেন , উনি খুব সম্ভব হল্যান্ড নামক দেশের এক আধ পাগলা মুদি লেভন হুক । চোখের সীমানা পেরিয়ে আমাদের পৌঁছতে হয় সে পুরীতে । খালি চোখ সেখানে অচল , সেখানে সে জ্যোতিহীন , সম্পূর্ণ অন্ধ । এমন জগতের নাম অণুর জগৎ । আর যে যন্ত্র দিয়ে দেখতে হয় একে তার নাম অণুবীক্ষণ যন্ত্র , ইংরেজীতে যাকে বলে মাইক্রোস্কোপ ( Microscope ) |

জাকারিয়াস জেনসেনকে মাইক্রোস্কোপের জনক বা আবিষ্কারক বলা হয় ৷ Zacharias Jensen is called the father or inventor of the microscope.

  • অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?

    উত্তর: অণুবীক্ষণ যন্ত্র হল্যান্ডের বিজ্ঞানী লিউয়েন হোয়েক আবিষ্কার করেন ৷

  • দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?

    উত্তরঃ দূরবীক্ষণ যন্ত্র গ্যালিলিও আবিষ্কার করেন

4.9/5(23 votes)
Scroll to Top