Jeddah to Makkah Distance: জেদ্দা থেকে মক্কা কত কিলোমিটার অথবা জেদ্দা থেকে মক্কা বাস ভাড়া, ট্যাক্সি ভাড়া, ট্রেন ভাড়া কত? এমন প্রশ্নের উত্তর অনেকেই গুগুলে খুজে থাকেন ৷ এই পোষ্টেসকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্ঠা করেছি ৷ সম্পূর্ণ পোষ্টটি পড়ুন, আশা করি উত্তর পেয়ে যাবেন ৷
মক্কা—Makkah
মক্কা এক অনন্য পবিত্র নগরী। পৃথিবীর প্রাচীনতম এক জনপদ। সৃষ্টিকর্তার প্রিয়তম ভূমি। পৃথিবী সৃষ্টির প্রক্রিয়ায় প্রথম ভূ-স্তর হল মক্কার ভূমি। মক্কার কা’বা ঘরের নিচের ভূ-স্তর হল পৃথিবীর ভূ-স্তরের সেই সূচনাস্থল। আর কা’বা ঘর হল পৃথিবীর প্রাচীনতম ইবাদতগাহ। পৃথিবীর প্রথম অবকাঠামো। এই গৃহটি ‘বায়তুল্লাহ’ বা আল্লাহর ঘর নামে সেই আদি থেকে পরিচিত। আর এটি হল পৃথিবীর সবচেয়ে সম্মানিত উপাসনাগার। মক্কাকে স্বয়ং স্রষ্টা ঘোষণা করেছেন সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে।
জেদ্দা—Jeddah
জেদ্দা সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর এবং এই শহরকে মক্কা মদিনার প্রবেশদ্বার বলা হয় ৷ মক্কা শহরে কোনো বিমানবন্দর না থাকায়, মক্কার নিকটবর্তী শহর জেদ্দায় রয়েছে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি অন্যান্য দেশ থেকে সরসরি বিমান ল্যান্ড করে ৷ এ শহর লোহিত সাগরের তীরে অবস্থিত হওয়ায় এর দৃশ্য বহুগুন বেড়ে গিয়েছে ৷ জেদ্দার বিখ্যাত কিছু আকর্ষণ এবং ল্যান্ডমার্ক এর মধ্যে রয়েছে
- কিং ফাহদ ঝর্ণা
- আল-বালাদ
- জেদ্দা টাওয়ার
- ফাকিহ অ্যাকোয়ারিয়াম
- আল রাহমা মসজিদ(ভাসমান মসজিদ)
জেদ্দা থেকে মক্কা দূরত্ব | Jeddah to Makkah Distance
হজ্জ বা উমরাহ উদ্দেশ্যে হোক অথবা প্রবাসি হোক অনেকেই জানতে চান জেদ্দা থেকে মক্কা দূরত্ব কত? জেদ্দা হলো মক্কার প্রবেশপথ ৷ জেদ্দা বিমানবন্দর হয়ে যাত্রীরা নামার পর মক্কা যেতে বাস, ট্যাক্সি অথবা ট্রেন ব্যবহার করে থাকেন ৷ জেদ্দা শহর মক্কার খুব কাছাকাছি ৷ জেদ্দা থেকে মক্কা দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার অথবা ৫০ মাইল । SAPTCO বাসে যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ৷ ট্যাক্সিতে যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা ৷ আর ট্রেনে (হারামাইন হাই-স্পিড রেলওয়ে) যেতে মাত্র ৩০-৪০ মিনিট সময় লাগে ৷ সুতরাং জেদ্দা ও মক্কা খুব কাছাকাছি হওয়ায় জেদ্দা অন্যান্য শহর থেকে গুরুত্বপূর্ণ ৷
আরও পড়ুনঃ
- রিয়াদ থেকে মক্কার দূরত্ব কত কিলোমিটার?
- জেদ্দায় দর্শনীয় স্থান, পার্ক, হোটেল, বিশ্ববিদ্যালয়, জাদুঘর ৷
- জেদ্দায় অবস্থিত সেরা মসজিদ ৷
- সৌদি আরবের ভালো কোম্পানিগুলোর নাম ৷
জেদ্দা থেকে মক্কা বাস ভাড়া, ট্যাক্সি ভাড়া, ট্রেন ভাড়া
জেদ্দা থেকে মক্কা বাস ভাড়া
জেদ্দা শহর থেকে মক্কা যেতে কম টাকায় এবং বেশিরভাগ মানুষ যে যানবাহন ব্যবহার করে তাহলো বাস ৷ বাস জেদ্দা টু মক্কা যাওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম ৷ হজ্জ ও উমরাহ পালনকারী তীর্থযাত্রীরা বেশিরভাগ সময় বাসে করে যান ৷ এতে অল্প টাকায় মক্কা পৌছানো যায় ৷
জেদ্দা টু মক্কা যাওয়ার জনপ্রিয় একটি বাস কোম্পানি হলো SAPTCO বাস ৷ সৌদি পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানি (SAPTCO) জেদ্দা থেকে মক্কা পর্যন্ত নিয়মিত বাস যাওয়া আসা করে ৷ SAPTCO বাসগুলি জেদ্দার প্রধান বাস টার্মিনাল এবং বিমানবন্দর থেকে রওনা করে ৷ জেদ্দা থেকে মক্কা বাস ভাড়া ১৫-২৫ সৌদি রিয়েল পর্যন্ত খরচ করতে হয় ৷ তবে এই ভাড়া সময়তো কম বেশি হতে পারে, আপনারা সরাসরি টিকেট কাউন্টার থেকে অথবা তাদের অনলাইন পেইজ থেকে জেনে নিতে পারেন ৷ জেদ্দা থেকে মক্কা যেতে একঘন্টা দেকে দেড়ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে ৷
জেদ্দা টু মক্কা ট্যাক্সি ভাড়া
জেদ্দা থেকে মক্কা যাওয়ার জন্য ট্যাক্সিও বেশ জনপ্রিয় ৷ ট্যাক্সিগুলো জেদ্দার প্রধান শহর এবং বিমানবন্দরে পাওয়া যায় ৷ ফ্যামিলি হলে কিংবা ট্যাক্সি রিজার্ব করে মক্কা যেতে পারেন ৷ আপনি সরাসরি রাইডশেয়ার অ্যাপস যেমন উবার এবং কারিমের মতো অ্যাপ ব্যবহার করে এই ট্যাক্সিগুলো ভাড়া করতে পারেন ৷ জেদ্দা থেকে মক্কা ট্যাক্সি ভাড়া দিনের বেলা ১৫০-৩০০ সৌদি রিয়েল পর্যন্ত লাগতে পারে ৷ তবে এর কমবেশিও হতে পারে ৷ জেদ্দা শহর থেকে মক্কা যেতে ট্যাক্সি দিয়ে প্রায় একঘন্টা সময় লাগতে পারে ৷
জেদ্দা টু মক্কা ট্রেন ভাড়া
জেদ্দা মক্কার সবচেয়ে কাছের শহর ৷ হজ্জ ও উমরাহ করার উদ্দেশ্যে আসা তীর্থযাত্রীদের সুবিধার্থে সৌদি সরকার ট্রেন (হারামাইন হাই-স্পিড রেলওয়ে) ব্যবস্থা চালু করেছেন ৷ হারামাইন হাই-স্পীড রেলওয়ে হল জেদ্দা থেকে মক্কা যাবার সবচেয়ে দ্রুততম মাধ্যম ৷ ট্রেনটি জেদ্দা স্টেশন (আল-সুলাইমানিয়াতে) বা জেদ্দা বিমানবন্দর স্টেশন থেকে ছাড়া হয় ৷ ট্রেনে যেতে আপনাকে সরাসরি টিকিট কাউন্টার থেকে অথবা অনলাইনে টিকিট ক্রয় করে নিতে হবে ৷ আপনারা অনেকেই জানতে চান জেদ্দা টু মক্কা বুলেট ট্রেন ভাড়া কত? অথবা হারামাইন ট্রেনের টিকেট কত?
জেদ্দা টু মক্কা ট্রেন ভাড়া ৪০-১১০ সৌদি রিয়েল প্রয়োজন হতে পারে অথবা এর থেকে কম বেশি হতে পারে ৷ ট্রেনে যেতে জেদ্দা থেকে মক্কা প্রায় ২০-৩০ মিনিট সময় লাগে ৷ আপনি ট্রেনের মাধ্যমে সবচেয়ে কম সময়ে মক্কা পৌছতে পারেন ৷
জেদ্দা থেকে মক্কা ট্রেনে কিভাবে যাবেন?
জেদ্দা থেকে মক্কা হারামাইন বুলেট ট্রেন যাওয়া আসা করে ৷ সবচেয়ে কম সময়ে এবং দ্রুততম যাওয়ার জন্য ট্রেনে যেতে পারেন ৷ ট্রেনটি জেদ্দা স্টেশন বা জেদ্দা বিমানবন্দর স্টেশন থেকে ছাড়া হয় ৷ মাত্র ২০-৩০ মিনিটের মধ্যে ৪০-১১০ সৌদি রিয়েল পর্যন্ত খরচ করে ট্রেনে করে মক্কা পৌছতে পারেন ৷
জেদ্দা থেকে মক্কা ট্রেনের গতি কত?
হারামাইন হাই-স্পীড রেলওয়ে (HHR) , যা জেদ্দা এবং মক্কার যাওয়া আসার জন্য ট্রেন সার্বিস ৷ হারামাইন হাই-স্পিড ট্রেনের গতি সর্বোচ্চ ৩০০ কিমি/ঘন্টা (১৮৬ মাইল প্রতি ঘণ্টা) ৷ এর গড় গতি ২০০-৩০০ কিমি/ঘন্টা ৷ উচ্চ গতির এই ট্রেনটি জেদ্দা এবং মক্কার মধ্যে (প্রায় ৮০ কিলোমিটার বা ৫০ মাইল) দূরত্ব যা মাত্র ৩০-৪০ মিনিটে অতিক্রম করতে পারে ৷ এতো উচ্চগতি সম্পন্ন ট্রেন নূন্যতম শব্দে, যাত্রীদের আরামদায়ক ভাবে খুব দ্রুত সময়ে পৌছে দিতে পারে ৷
জেদ্দা বিমানবন্দর থেকে মক্কা যাওয়ার বাস আছে কি?
SAPTCO হল জেদ্দা বিমানবন্দর এবং মক্কার মধ্যে পরিচালিত প্রধান পাবলিক বাস সার্ভিস । বাসটি জেদ্দার কিং আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর (KAIA) থেকে মক্কা পর্যন্ত যাত্রীদের পরিষেবা দিয়ে থাকে ৷ বাসগুলো জেদ্দার দক্ষিণ টার্মিনাল এবং উত্তর টার্মিনালের বাস স্টেশন থেকে ছাড়া হয় ৷ আল হারাম (গ্র্যান্ড মসজিদ) এর কাছে অবস্থিত মক্কার
SAPTCO বাস স্টেশনে যাত্রীদের নামিয়ে দেয় ৷ মাত্র এক থেকে দেড় ঘন্টা সময় লাগে জেদ্দা থেকে মক্কা যেতে ৷ বাসগুলো ৩০ মিনিট থেকে এক ঘন্টা পরপর ছাড়া হয় ৷
জেদ্দা বিমানবন্দর থেকে মক্কা ফ্রি শাটল কিভাবে পাওয়া যায়?
প্রতি বছর বিভিন্ন দেশ থেকে হজ্জ ও উমরাহ উদ্দেশ্যে হজযাত্রীরা পবিত্র মক্কা নগরিতে যায় ৷ হজ্জ মৌসমে হজযাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জেদ্দার বাদশাহ আবদুল আজিজ এ ঘোষণা দেয়। তবে এই সেবা নিতে রয়েছে কিছু শর্ত ৷
১/ ইহরামের পোশাক পরিহিত থাকা ৷
২/ সৌদি নাগরিক হলে জাতীয় পরিচয়পত্র দেখানো ৷
৩/ বিদেশি হলে পাসপোর্ট দেখানো ৷
এই শাটল সার্ভিস জেদ্দা বিমানবন্দর থেকে মক্কা প্রতিদিন সকাল ১০টা থেকে চলাচল শুরু করবে এবং রাত ১১টা পর্যন্ত চলবে। দুই ঘন্টা অন্তর অন্তর চলবে ৷