জীববিজ্ঞানের বিভিন্ন শাখার জনক | Jib biggan er bivinno jonok

জীববিজ্ঞানের বিভিন্ন শাখার জনক: আসসালামু আলাইকুম, প্রিয় ভাই-বোনেরা আপনারা অবগত আছেন যে জীববিজ্ঞান বিষয়ের বিভিন্ন শাখা রয়েছে ৷ এ সকল শাখাগুলোর পিছনে একজনের অবদান বলা যাবে ৷ একএকটি শাখার পিছনে এক একজনের অবদান অসামান্য ৷ তাই তাদেরকে ঐশাখার জনক বলা হয়ে থাকে ৷ তাই আপনারা আজকে জানতে পারবেন জীববিজ্ঞানের বিভিন্ন শাখার জনক নাম ৷ বিভিন্ন পরিক্ষায় এখান থেকে প্রশ্ন থেকে থাকে ৷ এরকম আরও গুরুত্ত্বপূর্ণ তথ্য পেতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷

জীববিজ্ঞানের বিভিন্ন শাখার জনক | Jib biggan er bivinno jonok

1. জীববিজ্ঞানের জনক কে?

A.ডারউইন
B.মেন্ডেল
C.এরিস্টটল
D.লিনিয়াস

উত্তরঃ এরিস্টটল (C)

2. উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?

A.ডারউইন
B.জোহান মেন্ডেল
C.থিওফ্রাসটাস
D.ক্যারোলাস লিনিয়াস

উত্তরঃ থিওফ্রাসটাস (C)

3. চিকিৎসা বিজ্ঞানের জনক কে?

A.নিউটন
B.ইবনে সিনা
C.থ্যালিস
D.ক্যারোলাস লিনিয়াস

উত্তরঃ ইবনে সিনা (B)

4. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে?

A.Jack Williamson
B.Paul berg
C.Stanley Cohen
D.Marshal McLuhan

উত্তরঃ Paul berg (B)

5. প্রাণিবিদ্যার জনক কে?

A.লিনিয়াস
B.থিওফ্রাস্টাস
C.অ্যারিস্টটল
D.ডারউইন

উত্তরঃ অ্যারিস্টটল (C)

6. বংশগতি বিদ্যার জনক কে?

A.লুই পাস্তুর
B.হরগোবিন্দ খোরনা
C.অ্যারিস্টটল
D.মেন্ডেল

উত্তরঃ মেন্ডেল (D)

7. জীবাণু বিদ্যার জনক কে?

A.লুই পাস্তুর
B.লুকা প্যাসিওলী
C.অ্যারিস্টটল
D.মেন্ডেল

উত্তরঃ লুই পাস্তুর (A)

8. শ্রেণীবিন্যাসের জনক কে?

A.আইচলার
B.লুকা প্যাসিওলী
C.ক্যারোলাস লিনিয়াস
D.বেন্থাম এবং হুকার

উত্তরঃ ক্যারোলাস লিনিয়াস (C)

9. অ্যানাটমির জনক কে?

A.ভেসালিয়াস
B.উইলিয়াম হার্ভে
C.রাসেল ওয়ালেস
D.জন ফ্লেমিং

উত্তরঃ ভেসালিয়াস (A)

10. শারীরবিদ্যার জনক কে?

A.লুই পাস্তুর
B.উইলিয়াম হার্ভে
C.হিপোক্রাটাস
D.এরিস্টটল

উত্তরঃ উইলিয়াম হার্ভে (B)

জীববিজ্ঞানের বিভিন্ন শাখার জনক MCQ

11. আয়ুর্বেদ এর জনক কে?

A.সুশ্রুত
B.বৌধায়ন
C.আর্যভট্ট
D.চরক

উত্তরঃ চরক (D)

12. মেডিসিনের জনক কে?

A.ইবনে সিনা
B.হিপোক্রেটিস
C.কার্ল মার্কস
D.থিওফ্রাস্টাস

উত্তরঃ হিপোক্রেটিস (B)

13. ট্যাক্সোনমির জনক কে?

A.ইবনে সিনা
B.হিপোক্রেটিস
C.ক্যারোলাস লিনিয়াস
D.ইউক্লিড

উত্তরঃ ক্যারোলাস লিনিয়াস (C)

14. আধুনিক কোষবিদ্যার জনক কে?

A.রবার্ট হুক
B.অ্যান্টনি ভন লিউয়েনহুক
C.কার্ল পি সোয়ানসন
D.আলেকজান্ডার ফ্লেমিং

উত্তরঃ কার্ল পি সোয়ানসন (C)

15. কোষবিদ্যার জনক কে?

A.রবার্ট হুক
B.অ্যান্টনি ভন লিউয়েনহুক
C.কার্ল পি সোয়ানসন
D.আলেকজান্ডার ফ্লেমিং

উত্তরঃ রবার্ট হুক (A)

16. বিবর্তন বিদ্যার জনক কে?

A.চার্লস ডারউইন
B.উইলিয়াম গিলবার্ট
C.রুডলফ ডিজেল
D.জেমস ওয়াট

উত্তরঃ চার্লস ডারউইন (A)

প্রিয় দর্শক, কেমন লাগলো জীববিজ্ঞানের বিভিন্ন শাখার জনক নামগুলো যেনে ৷ আশা করি উপকৃত হবেন ৷ উপকারে আশলে শেয়ার করতে ভুলবেন না ৷ ধন্যবাদ ৷

4.5/5(17 votes)
Scroll to Top