জেন সিমের নাম্বার চেক কোড | Zain Number Check KSA

জেন সিমের নাম্বার চেক কোড | Zain Number Check KSA

Zain Number Check : সৌদি আরবে নতুন, জেন সিমের নাম্বার চেক কোড খুজছেন, মাত্র একটি কোড ডায়াল করে দুই সেকেন্ডের মধ্যে জেইন সিমের নাম্বার চেক করতে পারবেন ৷ কোড ডায়াল ছাড়াও জেন সিমের নাম্বার দেখার জন্য আরও চারটি পদ্ধতি রয়েছে ৷ যেকোনো একটি পদ্ধতির মাধ্যমে নিজে নিজে জাইন সিমের নাম্বার দেখতে পারেন ৷ একনজরে পদ্ধতিগুলো দেখে নিন,,

  • 1. কোড ডায়াল করে ৷
  • 2. “Call Me” অনুরোধ করে ৷
  • 3. একটি SMS পাঠিয়ে ৷
  • 4. CITC ওয়েবসাটে ৷
  • 5. Helpline এ কল করে ৷

পদ্ধতি—১ : USSD কোড ডায়াল করে Zain Number Check

আপনি সৌদিতে নতুন হয়ে থাকলে, জেইন সিমের নাম্বার চেক করার জন্য আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে একটি কোড ডায়াল করে নিজের মোবাইল নাম্বার দেখে নিতে পারেন ৷ কোড ডায়াল করে জাইন সিমের নাম্বার দেখা অন্যসব পদ্ধতিগুলো থেকে সহজ এবং কম সময় লাগে ৷ আসুন জেনে নেই কিভাবে জেন সিমের নাম্বার চেক করবেন,,

  • ফোনের ডায়ালে চলে যান ৷
  • জেন সিমের নাম্বার চেক কোড *144# ডায়াল করুণ ৷
  • অথবা, *23# বা *34# ডায়াল করতে পারেন ৷
  • কিছুক্ষনের মধ্যে জেন মোবাইল নাম্বার দেখতে পারবেন ৷

আরও দেখুনঃ—

  1. সালাম সিমের নাম্বার চেক একটি কোড ডায়ালে ৷
  2. মোবাইলি সিমের নাম্বার চেক এক কোডে ৷
  3. STC নাম্বার চেক এক কোডে ৷

পদ্ধতি—২ : “Call Me” অনুরোধ করে জেন সিমের নাম্বার চেক

জাইন নাম্বার জানার দ্বিতীয় পদ্ধতি হলো আপনার বন্ধু অথবা অন্য যেকাউকে আপনাকে কল বা মেসেজের মাধ্যমে আপনার মোবাইল নাম্বার জানিয়ে দেওয়ার অনুরোধ করা ৷ মোবাইলের ডায়াল প্যাড থেকে আপনার বন্ধুর নাম্বারসহ একটি কোড ডায়াল করলে, অপরপ্রান্তে বন্ধুর মোবাইলে একটি SMS যাবে ৷ যেখানে লেখা থাকবে “আমাকে কল করুণ” ৷ তখন সে আপনাকে কল করে বা একটি SMS দিয়ে আপনার নাম্বারটি বলতে পারেন ৷ আসুন দেখে নেই কিভাবে কল করার জন্য অনুরোধ করবেন,,

  • ডায়াল অপশনে যান ৷
  • ডায়াল করুণ *123*05XXXXXXXX#( 05XXXXXXXX মানে যে নাম্বারে SMS পাঠাবেন )
  • কল বোতামে ক্লিক করুণ ৷
  • ডায়াল করার পর একটি সাকসেসফুল বার্তা পাবেন ৷
  • বন্ধু SMS টি রিসিপ্ট করবেন এবং আপনাকে কল করবেন ৷

এভাবে বন্ধুকে কল করার অনুরোধ করে আপনার জেইন নম্বর জানতে পারেন ৷ SMS টি সম্পূর্ন ফ্রি ৷ আপনার মোবাইলের কোনো টাকা কাটবেনা ৷

পদ্ধতি—৩ : একটি SMS পাঠিয়ে জেইন সিমের নাম্বার চেক

একটি ফ্রি এসএমএম(SMS) পাঠিয়ে জেন(Zain) সিমের নাম্বার চেক করতে পারেন ৷ তাদের পরিষেবা নাম্বারে একটি ফাকা SMS পাঠালে তাদের সিস্টেম আপনার ইকামার অধীনে নিবন্ধিত সকল সিমগুলোর লিষ্টদেখাবে ৷ সেখান থেকে মোবাইল সিমের নাম্বারটি জেনে নিতে পারেন ৷ আসুন স্টেপ বাই স্টেপ জেনে নেই,,

  • মেসেজ অ্যাপে যান ৷
  • একটি নতুন মেসেজ খুলুন ৷
  • মেসেজের ঘরটি খালি রাখুন ৷
  • 700123 নম্বরে মেসেজটি পাঠিয়ে দিন ৷
  • কিছুক্ষনের মধ্যে একটি SMS এ ইকামার অধীনে সবগুলো নাম্বার দেখতে পারবেন ৷

পদ্ধতি—৪ : CITC ওয়েবসাটের মাধ্যমে Zain সিমের নাম্বার চেক

মোবাইল নাম্বার জানা না থাকলে ইকামা নাম্বার দিয়ে খুব সহজে CITC ওয়েবসাটের মাধ্যমে জেন সিমের নাম্বার দেখতে পারেন ৷ এভাবে চেক করতে ইকামা নাম্বার লাগবে, জন্ম তারিখ লাগবে ৷ আসুন জেনে নেই কিভাবে ভুলে যাওয়া জেন সিমের নাম্বার দেখবেন,,

  • যেকোনো ব্রাউজার থেকে CITC ওয়েবসাটে প্রবেশ করুণ ৷
  • তাদের মোবাইল নাম্বার চেক পেইজে চলে যান ৷
  • ID অপশনে আপনার ইকামা নাম্বারটি বসান ৷
  • জন্ম তারিখ বসান ৷
  • আপনারকি মোবাইল নাম্বার রয়েছে, সেখানে “না” টিক দিন ৷
  • ক্যাপচা পূরণ করুণ ৷
  • সাবমিটে ক্লিক করুণ ৷
  • সাথে সাথে আপনার ইকামা নাম্বারে যতোগুলো সিম রেজিষ্টার্ট রয়েছে জানতে পারবেন ৷

পদ্ধতি—৫ : Helpline এ কল করে জেন সিমের নাম্বার জানার উপায়

আপনি যদি কোনোভাবেই জেন সিমের নাম্বার জানতে না পারেন, তাহলে তাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে জেনে নিতে পারেন ৷ কথা বলার জন্য আপনার সিম একাউন্টে টাকা(সৌদি রিয়েল) থাকতে হবে ৷ তবে এভাবে নতুনদের ক্ষেত্রে জামেলা হতে পারে ৷ কারণ তাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে আরবি বা ইংরেজিতে কথা বলতে হবে ৷ আসুন জেনে নেই কিভাবে হেল্পলাইনে কল করে সিমের নাম্বার জানবেন,,

  • মোবাইলের ডায়াল অপশনে যান ৷
  • জেন হেল্পলাইন নাম্বার 959 এ কল করুণ ৷
  • ভাষা নির্বাচন করুন ৷
  • তাদের প্রোম্পটগুলো অনুসরণ করে কাষ্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলুন ৷
  • তাকে জিজ্ঞেস করুণ আপনার সিম নাম্বারটি মুখে এবং SMS জানিয়ে দিতে ৷

সবশেষ

প্রিয় প্রবাসি, আশা করি এখন থেকে যেকোনো একটি পদ্ধতির মাধ্যমে জেন সিমের নাম্বার চেক ( Zain Number Check ) করতে পারবেন একদম নিজে নিজে ৷ তাছাড়াও প্রিয়বিডি”র মাধ্যমে সৌদি আরবে সকল সিমের নাম্বার চেক, ব্যালেন্স, অফার চেক খুবসহজে করতে পারবেন ৷ সাইটটি ভিজিট করুণ এবং খুজুন ৷ ধন্যবাদ ৷

5/5(2 votes)
Scroll to Top