[Question] চাকমাদের ভাষার নাম কি?
(ক) | চাঙমা |
(খ) | বাংলা |
(গ) | হিন্দি |
(ঘ) | উর্দু |
চাকমা
চাকমাদের রয়েছে একটি সমৃদ্ধ ভাষা, যা চাকমা ভাষা নামে পরিচিত। এটি একটি পৃথক ভাষা। চাকমাদের রয়েছে নিজস্ব বর্ণমালা, যা অঝাপাত নামে পরিচিতি। এ অঝাপাতে ৩৩টি বর্ণ রয়েছে। চাকমারা পার্বত্য চট্টগ্রামে দীর্ঘকাল ধরে বসবাস করে আসছে। চাকমাদের নিজেদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের বন্ধনও একই রকমের। চাকমা সমাজে কৃষিভিত্তিক অর্থনীতি বিদ্যমান। তাছাড়া বর্তমানে ব্যবসায়ী সমাজও গড়ে উঠেছে চাকমা সমাজে। চাকমাদের রয়েছে উঁচু মানের চিত্রকর্ম, নিজস্ব বাদ্যযন্ত্র, নৃত্য ও গান।
চাকমাদের শিক্ষা, সমাজব্যবস্থা, পারিবারিক গঠন, সামাজিক কাঠামো, সামাজিক রীতিনীতি, বাড়িঘর, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক সংগঠন ও জীবন, প্রগতিশীল যুবসমাজ, দেশে-বিদেশে উচ্চশিক্ষা, ধর্মীয় ঐতিহ্য ও প্রতিষ্ঠান, ৫৯টি বইয়ের (২৫ খণ্ডের) বিশাল আকারের মহামূল্যবান পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক, প্রতিষ্ঠান পরিচালনার দক্ষতা, রাষ্ট্র পরিচালনায় অবদান ইত্যাদি ৷