[Question] চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক কোন জেলায়?
(ক) | খাগড়াছড়ি জেলায় |
(খ) | রাঙামাটি জেলায় |
(গ) | বান্দরবান জেলায় |
(ঘ) | সিলেট জেলায় |
চাকমা জনগোষ্ঠীর পরিচয়
চাকমাগণ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রধান সংখ্যাগরিষ্ট জনগোষ্ঠী। এখানে বসবাসরত অন্যান্য নৃগোষ্ঠীর মতো চাকমারাও মঙ্গোলীয় নৃগোষ্ঠীভুক্ত। এরা -বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ব্যতীত কক্সবাজার জেলার টেকনাফ সংরক্ষিত বনাঞ্চলে বসবাস করে। ২০১১ সালের আদমশুমারী অনুসারে পার্বত্য চট্টগ্রামে এদের জনসংখ্যা ৪,২৯,৮৪৫ জন। চাকমাদের সাধারণভাবে চাক্কা নামে অভিহিত করা হলেও তারা নিজেদের পরিচয়দেয় চাঙমা নামে। মারমাদের কাছে তারা সাক বা ঠেক্ এবং ত্রিপুরাদের কাছে চংমা ও কুরুমু নামে পরিচিত।