[Question] কোন প্রাণী ঘুমালে মারা যায়?
(ক) | উকুন |
(খ) | মাকড়সা |
(গ) | পিপড়া |
(ঘ) | তেলাপোকা |
Explanation: আপনি কি যানেন, কোন প্রাণী ঘুমায় না৷ উত্তর হল- পিপড়া৷ পিপড়া প্রাণী ঘুমালে মারা যায়৷ পিপড়া ঘুমায় না, যখন ঘুমায় তখন ধরে নেওয়া হয় এটি মারা গেছে৷ সব প্রাণীই কম বেশি ঘুমায়, পিপড়া ছাড়া৷ এ প্রাণীটি অনেক পরিশ্রমী ৷ সমস্ত পোকামাকড়ের মধ্যে পিঁপড়া সবচেয়ে উন্নত মস্তিষ্কের অধিকারী। পিপড়ার ২ টি পাকস্থলী রয়েছে৷ পিঁপড়ার কোন ফুসফুস নেই। পিঁপড়া তাদের দেহের চেয়ে ২০ গুণ ওজন বহন করতে সক্ষম।