মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা [MCQ]

[Question] মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা?

(ক)রাশিয়া
(খ)ইরাক
(গ)ইরান
(ঘ)ইসরাইল

উত্তরঃ (ঘ) ইসরাইল


Explanation: মোসাদ ইসরাইলের গোয়েন্দা সংস্থার নাম৷

ইসরায়েলের অন্যতম ৩টি প্রধান ইন্টেলিজেন্স এজেন্সির মধ্যে মোসাদ অন্যতম। মোসাদের কাজ হলো ইন্টেলিজেন্স সংগ্রহ, ইন্টেলিজেন্স বিশ্লেষণ, ইসরায়েলের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার সমর্থনে Covert Operation পরিচালনা এবং বিশ্বব্যাপী ইহুদিদের সুরক্ষা (Covert Operation হলো একপ্রকার সামরিক অভিযান, যে অভিযানের উদ্দেশ্য হলো অপারেশনে প্ররোচনাকারী পার্টির পরিচয় গোপন করা)। Human Intelligence ও Signal Intelligence-র মাধ্যমে EEI (Essential Elements of Information) পূরণ করাও মোসাদের দায়িত্ব (EEI হলো ইন্টেলিজেন্স অফিসারদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স তথ্য, যা মিশন সম্পন্নে ব্যবহৃত হয়)।

ব্যক্তিপর্যায়ের কনটাক্টের মাধ্যমে Human Intelligence সংগ্রহ করা হয়। আর সিগনাল ইন্টারসেপশনের মাধ্যমে Signal Intelligence সংগ্রহ করা হয়। যেমন: মানুষজন ও ডিভাইসের মধ্যকার রাডার বা ইলেকট্রনিক কমিউনিকেশন। এমনিতেই মোসাদ স্বীকার করে, ইন্টেলিজেন্স সংগ্রহের জন্য মোসাদ অপারেটিভরা অন্যান্য পদ্ধতিও ব্যবহার করেন। মোসাদ অপারেটিভরা উল্লেখ করেন, “যথার্থ কারণেই সেগুলো প্রকাশ্যে আনা হয় না।”

দৃশ্যত ব্রিটিশ সিক্রেট সার্ভিস MI-6 (Military Intelligence, Section-6) ও সিআইএ-র আদলে মোসাদ গঠিত কিন্তু মোসাদ অন্যদের চেয়ে একদম আলাদা। কারণ ধারণা করা হয়, যুদ্ধের সময় গুপ্তহত্যা ও Covert Operation পরিচালনায় মোসাদ বেশ চৌকস। আর নন-ইসরায়েলি ইহুদি নাগরিকদের নিরাপত্তায়ও মোসাদ ভূমিকা পালন করে। MI-6, সিআইএ ও NSA (National Security Agency) নিজ নিজ দেশের জন্য একই ধরনের কার্যক্রমে যুক্ত থাকে।

কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত এসব এজেন্সি জনসম্মুখে কার্যক্রম প্রকাশ করে বা এমন ধরনের অপারেশনের প্রসার করে, যেগুলো মোসাদের অপারেশনের চেয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। এছাড়াও ইসরায়েলের প্রাথমিক দিন থেকেই মোসাদ ও মোসাদের পূর্বসূরিদের নীতি প্রণয়নে মারাত্মক প্রভাব ছিল। তাই গোয়েন্দা সংস্থা মোসাদ সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে এবং পশ্চিমা ইন্টেলিজেন্স এজেন্সির চেয়ে শক্তিশালী প্রভাব রয়েছে মোসাদের।

👉 20+ বারবার পরিক্ষায় আসা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার নাম

👉 20+ বারবার পরিক্ষায় আসা বিভিন্ন দেশের সংবাদ সংস্থার নাম

5/5(3 votes)
Scroll to Top