[Question] চাঁদ এর সমার্থক শব্দ কোনটি?
(ক) | রজনীকান্ত |
(খ) | কোমলাকান্ত |
(গ) | ভানু |
(ঘ) | নিশীথিনী |
Explanation: এখানে চাঁদ এর সমার্থক শব্দ হলো রজনীকান্ত ৷ চাঁদ শব্দের অন্যান্য সমার্থক বা প্রতিশব্দ গুলো হলোঃ—চন্দ্ৰ, চন্দ্রমা, ইন্দু, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, হিমকর, বিধু, নিশাপতি, নিশাকর, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, সোম, মৃগাঙ্ক, দ্বিজরাজ, রজনীকান্ত, সিতকর, কলানাথ, কলানিধি, কুমুদনাথ, রাকেশ, সুধাময়।
চাঁদ শব্দ দিয়ে অন্যান্য প্রশ্নগুলোঃ
- চাঁদ অর্থ—চাঁদের বাংলা অর্থ চাঁদ ৷ শব্দটি সংস্কৃত শব্দ চন্দ্র থেকে এসেছে।
- অমাবস্যার চাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে দুর্লভ ব্যক্তি বা বস্তু।
- চাঁদ এর ইংরেজি কি—Moon.
- চাঁদ এর বিপরীত শব্দ—সূর্য ৷
- চাঁদ এর আরবি শব্দ— قمر