[Question] আকাশ এর সমার্থক শব্দ কোনটি?
(ক) | সুধাকর |
(খ) | অন্তরীক্ষ |
(গ) | বিভু |
(ঘ) | প্রভাকর |
Explanation: এখানে আকাশ এর সমার্থক শব্দ হলো অন্তরীক্ষ ৷ আকাশ শব্দের অন্যান্য সমার্থক বা প্রতিশব্দ গুলো হলোঃ—অন্তরীক্ষ, অম্বর, অভ্র, অনন্ত, আসমান, গগন, ব্যোম, নীলিমা, দ্যুলোক, শূন্য, নভঃ ৷
সম্পর্কিত অন্যান্য সমার্থকশব্দঃ
সূর্য এর সমার্থক শব্দঃ |
---|
রবি, ভানু, আফতাব, ভাস্কর, আদিত্য, দিবাকর, তপন, দিনমণি, মার্তণ্ড, অর্যমা, অংশুমালী, অর্ক, পুষা, সবিতা, সুর, প্রভাকর, বিভাবসু, বিবস্বান, মিহির, অরুণ, দিনেশ, দিননাথ, কিরণমালী, ময়ূখমালী, বিভাকর, বালার্ক, দিবাবসু, হরিদশ্ব । |
রাত্রি এর সমার্থক শব্দঃ |
---|
নিশি, রাত, নিশা, রজনী, শর্বরী, যামিনী, বিভাবরী, ক্ষণদা, নিশীথিনী, ত্রিযামা। |