মেঘ এর সমার্থক শব্দ কোনটি [MCQ]

[Question] মেঘ এর সমার্থক শব্দ কোনটি?

(ক)নীর
(খ)অম্বুদ
(গ)ভু-ধর
(ঘ)শূন্য

উত্তরঃ (খ) অম্বুদ


Explanation: এখানে মেঘ এর সমার্থক শব্দ হলো অম্বুদ ৷ মেঘ শব্দের অন্যান্য সমার্থক বা প্রতিশব্দ গুলো হলোঃ—বারিদ, নীরদ, জলদ, পয়োদ, পয়োধর, তোয়দ, পর্জন, তোয়ধর, অভ্র, মাহতাব, সুধাকর, হিমকর, নিশাপতি, কুমুদনাথ, কাদম্বিনী, জীমূত, অম্বুবাহ, অম্বুবাহী,বারিবাহ, নীরধর। জ

সম্পর্কিত অন্যান্য সমার্থকশব্দঃ

পানি বা জল এর সমার্থক শব্দঃ(নীর)
অন্তরীক্ষ, অম্বর, অভ্র, অনন্ত, আসমান, গগন, ব্যোম, নীলিমা, দ্যুলোক, শূন্য, নভঃ
পাহাড় এর সমার্থক শব্দঃ(ভূূধর)
গিরি, শৈল, পর্বত, ভূধর, মহীধর, মৃঙ্গধর, অদ্রি, নগ, অচল, অগ, পৃথিবীধর, মেদিনীধর, ধরণীধর, বসুধাধর, ধরাধর, ক্ষিতিধর, পৃথ্বীধর, অবনীধর।
শূন্য এর সমার্থক শব্দঃ
ফাঁকা,অনস্তিত্ব,আকাশ,রিক্ত,রহিত,বিহীন,খালি।
5/5(3 votes)
Scroll to Top