সূর্যের সমার্থক শব্দ কি [MCQ]

[Question] সূর্যের সমার্থক শব্দ কি?

(ক)অর্ণব
(খ)প্রসূন
(গ)পল্লব
(ঘ)অর্ক

উত্তরঃ (ঘ) অর্ক


Explanation: এখানে সূর্যের সমার্থক শব্দ হলো অর্ক ৷ সূর্য শব্দের অন্যান্য সমার্থক বা প্রতিশব্দ গুলো হলোঃ—রবি, ভানু, আফতাব, ভাস্কর, আদিত্য, দিবাকর, তপন, দিনমণি, মার্তণ্ড, অর্ঘমা, অংশুমালী, অর্ক, পুষা, সবিতা, সুর, প্রভাকর, বিভাবসু, বিবস্বান, মিহির, অরুণ, দিনেশ, দিননাথ, কিরণমালী, ময়ূখমালী, বিভাকর, বালার্ক, দিবাবসু, হরিদশ্ব ।

অর্ণব- সমুদ্র শব্দের সমার্থক শব্দ হলো অর্ণব ৷
প্রসূন- পুষ্প শব্দের সমার্থক শব্দ হলো প্রসূন ৷
পল্লব- পাতা শব্দের সমার্থক শব্দ হলো পল্লব ৷

সম্পর্কিত অন্যান্য অপশনগুলোর সমার্থকশব্দঃ

সমুদ্র এর সমার্থক শব্দঃ(অর্ণব)
সিন্দু, সাগর,অর্ণব, রত্নাকর, জলদি, উদধি, পয়োধি, বারিধি,বারীশ, বারীন্দ্র, অম্বুধি, অম্বুনিধি, জলনিধি,পয়োনিধি, তোয়নিধি, বারিনিধি, পাথার, জলধর, পারাবার, নীলাম্বু, সিন্ধু প্রভৃতি ।
পুষ্প এর সমার্থক শব্দঃ(প্রসূন)
ফুল, প্রসূন, কুসুম, মঞ্জরি, রঙ্গন, সুমন, পুষ্পক ৷
পাতা এর সমার্থক শব্দঃ(পল্লব)
পাতা, পত্র, কিশলয়, পর্ণ, নবপত্র ৷
5/5(3 votes)
Scroll to Top