Published: September 21, 2023 Last Updated: September 21, 2023
[Question] নদীর সমার্থক শব্দ কি?
(ক)
বারিধি
(খ)
সরিৎ
(গ)
উদক
(ঘ)
অম্বু
উত্তরঃ (খ) সরিৎ ৷
Explanation: এখানে নদীর সমার্থক শব্দ হলো সরিৎ ৷ নদী শব্দের অন্যান্য সমার্থক বা প্রতিশব্দ গুলো হলোঃ—স্রোতস্বিনী, স্রোতস্বতী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবলিনী, কলম্বিনী, কল্লোলিনী, গাঙ, পয়স্বিনী, নির্ঝরিণী, সরিৎ।
তুষার শব্দের সমার্থক শব্দ— বরফ, হিম, হিমানী, তুহীন, নীহার ৷
তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ— পিপাসা, তেষ্টা, পিয়াসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা ৷
কূল শব্দের সমার্থক শব্দ— তীর, তট, কিনারা, ধার, পার, পাড় ৷
ঢেউ শব্দের সমার্থক শব্দ— ঊর্মি, তরঙ্গ, কলল, হিলল, জোয়ার ৷
পানি শব্দের সমার্থক শব্দ— জল, বারি, সলিল, নীর, পয়ঃ ৷