[Question] কৃপণ এর বিপরীত শব্দ কি?
(ক) | মহাজন |
(খ) | বদান্য |
(গ) | গ্রহীতা |
(ঘ) | অপচয় |
Explanation: এখানে কৃপণ বিপরীত শব্দ হলো বদান্য ৷ অন্যান্য অপশন গুলোর উত্তর হলোঃ
শব্দ | বিপরীত শব্দ |
---|---|
খাতক — | মহাজন |
দাতা — | গ্রহীতা |
উপচয় — | অপচয় |
Also Read: সরু এর বিপরীত শব্দ কি?
আরও পড়ুনঃ
- ১. কচি এর বিপরীত শব্দ – ঝুনা ৷
- ৩. কদাচার এর বিপরীত শব্দ – সদাচার ৷
- ৪. কনিষ্ঠ এর বিপরীত শব্দ- জোষ্ঠ ৷
- ৫. কপট এর বিপরীত শব্দ – সরল/অকপট ৷
- ৬. করাল এর বিপরীত শব্দ – সৌম্য ৷
- ৭. কর্কশ এর বিপরীত শব্দ – কোমল ৷
- ৮. কর্মঠ এর বিপরীত শব্দ- অকর্মণ্য ৷
- ৯. কলঙ্ক এর বিপরীত শব্দ – প্রসংশা ৷
- ১০. কলুষ এর বিপরীত শব্দ- পুণ্য ৷
- ১১. কল্পনা এর বিপরীত শব্দ – বাস্তব ৷
- ১২. কাজ এর বিপরীত শব্দ – অকাজ ৷
- ১৩. কান্না এর বিপরীত শব্দ – হাসি ৷
- ১৪. কাপুরুষ এর বিপরীত শব্দ – বীরপুরুষ ৷
- ১৫. কিরণ এর বিপরীত শব্দ – অংশু ৷
- ১৬. কুঞ্চন এর বিপরীত শব্দ – প্রসারণ ৷
- ১৭. কুটিল এর বিপরীত শব্দ – সরল ৷
- ১৮. কুৎসা এর বিপরীত শব্দ – প্রশংসা ৷
- ১৯. কুতসিত এর বিপরীত শব্দ – সুন্দর ৷
কৃপণ শব্দ দিয়ে অন্যান্য প্রশ্নঃ (বারবার পরিক্ষায় আসা)
-
কৃপণ শব্দের অর্থ কি?
উত্তরঃ কৃপণ শব্দের অর্থ হলো সঞ্চয়প্রিয় অর্থাৎ যে অনর্থক জমাইতে চায় ৷
-
কৃপণ এর সমার্থক শব্দ কি কি?
উত্তরঃ কৃপণ এর সমার্থক শব্দগুলো হলোঃ সঞ্চয়প্রিয়, যে অনর্থক জমাইতে চায়, ব্যয়কুন্ঠ, কিপ্টে; অনুদার।
-
লোকটি ধনী কিন্তু কৃপণ কোন ধরনের বাক্য?
উত্তরঃ যৌগিক বাক্য।
-
কৃপণ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তরঃ ফরাসি ভাষা ৷
-
‘কৃপণ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
উত্তরঃ কৃপ + অন ৷
-
যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে- এক কথায় প্রকাশ কি?
উত্তরঃ কৃপণ ৷