কপট এর বিপরীত শব্দ কি [MCQ]

[Question] কপট এর বিপরীত শব্দ কি?

(ক)সাধু
(খ)মিত্র
(গ)সুহৃদ
(ঘ)হিতৈষী

উত্তরঃ (গ) সুহৃদ


Explanation: কপট অর্থ হলো চাতুরী, প্রতারণা, ছলনাময়। ফলে কপট শব্দের বিপরীত শব্দ হলো সুহৃদ, সরল/অকপট ৷

Also Read: কৃশ এর বিপরীত শব্দ কি?

আরও পড়ুনঃ

  • কচি এর বিপরীত শব্দ – ঝুনা ৷
  • কদাচার এর বিপরীত শব্দ- সদাচার ৷
  • কনিষ্ঠ এর বিপরীত শব্দ- জোষ্ঠ ৷
  • কপট এর বিপরীত শব্দ- সরল/অকপট ৷
  • করাল এর বিপরীত শব্দ – সৌম্য ৷
  • কর্কশ এর বিপরীত শব্দ- কোমল ৷
  • কর্মঠ এর বিপরীত শব্দ – অকর্মণ্য ৷
  • কলঙ্ক এর বিপরীত শব্দ- প্রসংশা ৷
  • কলুষ এর বিপরীত শব্দ- পুণ্য ৷
  • কল্পনা এর বিপরীত শব্দ- বাস্তব ৷
  • কাজ এর বিপরীত শব্দ- অকাজ ৷
  • কান্না এর বিপরীত শব্দ- হাসি ৷
  • কাপুরুষ এর বিপরীত শব্দ – বীরপুরুষ ৷
5/5(3 votes)
Scroll to Top