কৃত্রিম এর বিপরীত শব্দ কি [MCQ]

[Question] কৃত্রিম এর বিপরীত শব্দ কি?

(ক)আসল
(খ)অকৃত্রিম
(গ)স্বাভাবিক
(ঘ)নকল

উত্তরঃ (গ) স্বাভাবিক


Explanation: কৃত্রিম অর্থ হলো যা প্রকৃত বা স্বাভাবিক নয়। কৃত্রিম শব্দেের সমার্থক শব্দ হলো অবাস্তব, অযথার্থ, অস্বাভাবিক, নকল ৷ তাাই কৃত্রিম শব্দের বিপরীত শব্দ হলো স্বাভাবিক ৷

Also Read: কপট এর বিপরীত শব্দ কি?

আরও পড়ুনঃ

  • কৃতজ্ঞ এর বিপরীত শব্দ – অকৃতজ্ঞ/ কৃতঘ্ন ৷
  • কৃত্রিম এর বিপরীত শব্দ – স্বাভাবিক ৷
  • কৃপণ এর বিপরীত শব্দ – বদান্য ৷
  • কৃশ এর বিপরীত শব্দ- স্থুল ৷
  • কৃশাঙ্গী এর বিপরীত শব্দ – স্থূলাঙ্গী ৷
  • কৃষ্ণ এর বিপরীত শব্দ – শুক্ল , শুভ্র, গৌর ৷
  • কৃষ্ণাঙ্গ এর বিপরীত শব্দ- শ্বেতাঙ্গ ৷
  • কেজো এর বিপরীত শব্দ- অকেজো ৷
  • কোমল এর বিপরীত শব্দ – কঠিন ৷
  • ক্রন্দন এর বিপরীত শব্দ- হাস্য ৷
  • ক্রয় এর বিপরীত শব্দ – বিক্রয় ৷
  • ক্রোধ এর বিপরীত শব্দ- প্রীতি ৷
  • ক্ষণস্থায়ী এর বিপরীত শব্দ – দীর্ঘস্থায়ী ৷
5/5(3 votes)
Scroll to Top