অলস এর বিপরীত শব্দ কি [MCQ]

[Question] অলস এর বিপরীত শব্দ কি?

(ক)কর্ম
(খ)পরিশ্রমী/কর্মঠ
(গ)তিরোভাব
(ঘ)চিরন্তন

উত্তরঃ (খ) পরিশ্রমী/কর্মঠ


Explanation: অলস অর্থ হলো কর্মবিমূখতা । অলস শব্দের সমার্থক শব্দ হলো অকর্মা, অকেজো, অকর্মণ্য, কুঁড়ে, নিস্ক্রিয়, নিষ্কর্মা, শ্রমবিমুখ, শ্রমকাতর, নিরুদাম, জড়প্রকৃতি, জড়ভরত, ঢিলে, আলসে, আলস্যপরায়ণ ৷ তাই অলস শব্দের বিপরীত শব্দ হলো পরিশ্রমী/কর্মঠ ৷ অলস ইংরেজি হলো Lazy. অলস এর বিশেষ্য পদ আলস্য ৷ ‘আলস্য’ শব্দটি-র পদান্তর করলে হবে ‘অলস‘। বিশ্ব অলস দিবস ১০ আগস্ট ৷

Also Read: আকস্মিক এর বিপরীত শব্দ কি?

আরও পড়ুনঃ

  • অংশ এর বিপরীত শব্দ – পূর্ণ ৷
  • অকর্মক এর বিপরীত শব্দ – সকর্মক ৷
  • অক্ষম এর বিপরীত শব্দ – সক্ষম ৷
  • অগ্র এর বিপরীত শব্দ – পশ্চাৎ ৷
  • অগ্রগামী এর বিপরীত শব্দ- পশ্চাত্‍গামী ৷
  • অগ্রজ এর বিপরীত শব্দ – অনুজ ৷
  • অচল এর বিপরীত শব্দ – সচল ৷
  • অচলায়তন এর বিপরীত শব্দ- সচলায়তন ৷
  • অচেতন এর বিপরীত শব্দ- সচেতন ৷
  • অজ্ঞ এর বিপরীত শব্দ – প্রাজ্ঞ ৷
  • অণু এর বিপরীত শব্দ- বৃহৎ ৷
  • অতিকায় এর বিপরীত শব্দ- ক্ষুদ্রকায় ৷
  • অতিবৃষ্টি এর বিপরীত শব্দ- অনাবৃষ্টি ৷
  • অতীত এর বিপরীত শব্দ- ভবিষ্যত ৷
  • অদ্য এর বিপরীত শব্দ – কল্য ৷
5/5(3 votes)
Scroll to Top