[Question] সরল এর বিপরীত শব্দ কি?
(ক) | কুটিল |
(খ) | কষ্টসাধ্য |
(গ) | দুষ্কৃতি |
(ঘ) | দুর্লভ |
Explanation: সরল অর্থ হলো সোজা । তাই সরল শব্দের বিপরীত শব্দ হলো কুটিল/জটিল ৷
Also Read: ধ্বনি এর বিপরীত শব্দ কি?
আরও পড়ুনঃ
- সংহত এর বিপরীত শব্দ- বিভক্ত ৷
- সকর্মক এর বিপরীত শব্দ- অকর্মক ৷
- সকাল এর বিপরীত শব্দ- বিকাল ৷
- সক্রিয় এর বিপরীত শব্দ- নিষ্ক্রিয় ৷
- সক্ষম এর বিপরীত শব্দ- অক্ষম ৷
- সচল এর বিপরীত শব্দ – নিশ্চল ৷
- সচেতন এর বিপরীত শব্দ- অচেতন ৷
- সচেষ্ট এর বিপরীত শব্দ- নিশ্চেষ্ট ৷
- সচ্চরিত্র এর বিপরীত শব্দ- দুশ্চরিত্র ৷
- সজাগ এর বিপরীত শব্দ- নিদ্রিত ৷
- সজ্জন এর বিপরীত শব্দ- দুর্জন ৷
- সজ্ঞান এর বিপরীত শব্দ- অজ্ঞান ৷
- সঞ্চয় এর বিপরীত শব্দ- অপচয় ৷
- সতী এর বিপরীত শব্দ- অসতী ৷
- সত্বর এর বিপরীত শব্দ- ধীর ৷
- সদয় এর বিপরীত শব্দ- নির্দয় ৷
- সদর এর বিপরীত শব্দ- অন্দর ৷