[Question] পরাস্ত এর বিপরীত শব্দ কি?
(ক) | বিজিত |
(খ) | পরাজিত |
(গ) | পরাভূত |
(ঘ) | জয়ী |
Explanation: পরাস্ত একটি বিশেষণ পদ ৷ পরাস্ত অর্থ হলো বিজিত, পরাজিত, পরাভূত, হেরে গেছে এমন ইত্যাদি । তাই পরাস্ত শব্দের বিপরীত শব্দ হলো জয়ী ৷ আর জয়ী শব্দের অর্থ – জয়লাভকারী; জয়যুক্ত; জয়শীল।
Also Read: সৌম্য এর বিপরীত শব্দ কি?
আরও পড়ুনঃ
- পক্ষ এর বিপরীত শব্দ – প্রতিপক্ষ/বিপক্ষ ৷
- পটু এর বিপরীত শব্দ- অপটু ৷
- পড়তি এর বিপরীত শব্দ- উঠতি ৷
- পণ্ডিত এর বিপরীত শব্দ- মূর্খ ৷
- পতন এর বিপরীত শব্দ- উত্থান ৷
- পতি এর বিপরীত শব্দ- পত্নী ৷
- পথ এর বিপরীত শব্দ- বিপথ ৷
- পদস্ত এর বিপরীত শব্দ- অপদস্ত/নিম্নস্থ ৷
- পবিত্র এর বিপরীত শব্দ- অপবিত্র ৷
- পরকীয় এর বিপরীত শব্দ- স্বকীয় ৷
- পরার্থ এর বিপরীত শব্দ- স্বার্থ ৷
- পরিকল্পিত এর বিপরীত শব্দ- অপরিকল্পিত ৷
- পরিশোধিত এর বিপরীত শব্দ- অপরিশোধিত ৷
- পরিশ্রমী এর বিপরীত শব্দ- অলস ৷
- পাপ এর বিপরীত শব্দ- পুণ্য ৷