[Question] গরল এর বিপরীত শব্দ কি?
(ক) | মৃত |
(খ) | গরল |
(গ) | অমৃত |
(ঘ) | গরজ |
Explanation: গরল শব্দের অর্থ হলো বিষ বা বিষাক্ত পদার্থ। সুতরাং গরল শব্দের বিপরীত শব্দ অমৃত ৷ আর অমৃত অর্থ সুধা বা যা পান করলে মৃত্যু হয় না ৷
Also Read: বিষাদ এর বিপরীত শব্দ কি?
আরও পড়ুনঃ
- গঞ্জনা এর বিপরীত শব্দ- প্রশংসা ৷
- গণ্য এর বিপরীত শব্দ- নগণ্য ৷
- গতি এর বিপরীত শব্দ – স্থিতি ৷
- গদ্য এর বিপরীত শব্দ- পদ্য ৷
- গরল এর বিপরীত শব্দ – অমৃত ৷
- গরিমা এর বিপরীত শব্দ- লঘিমা ৷
- গরিষ্ঠ এর বিপরীত শব্দ – লঘিষ্ঠ ৷
- গাম্ভীর্য এর বিপরীত শব্দ- চাপল্য ৷
- গুপ্ত এর বিপরীত শব্দ- প্রকাশিত ৷
- গুরু এর বিপরীত শব্দ- লঘু ৷
- গুরু এর বিপরীত শব্দ- শিষ্য ৷
- গূঢ় এর বিপরীত শব্দ- ব্যক্ত ৷