অনুগ্রহ এর বিপরীত শব্দ কি [MCQ]

[Question] অনুগ্রহ এর বিপরীত শব্দ কি?

(ক)নিগ্রহ
(খ)বিগ্রহ
(গ)প্রতিগ্রহ
(ঘ)দয়া

উত্তরঃ (ক) নিগ্রহ


Explanation: অনুগ্রহ একটি বিশেষ্য পদ, যার অর্থ আনুকূল্য, উপকার করণ, কৃপা, প্রসাদ, সহায়তা, দয়া। অনুগ্রহ শব্দের সমার্থক শব্দ দয়া, করুণা, অনুকম্পা, কৃপা, বদান্যতা ইত্যাদি ৷ ফলে  অনুগ্রহ শব্দের বিপরীত শব্দ নিগ্রহ ৷ নিগ্রহ শব্দের অর্থ শাসন, দমন, পীড়ন ৷

Also Read: প্রাচীন এর বিপরীত শব্দ কি?

আরও পড়ুনঃ

  • অতিকায় এর বিপরীত শব্দ – ক্ষুদ্রকায় ৷
  • অতিবৃষ্টি এর বিপরীত শব্দ – অনাবৃষ্টি ৷
  • অতীত এর বিপরীত শব্দ – ভবিষ্যত ৷
  • অদ্য এর বিপরীত শব্দ – কল্য ৷
  • অধঃ এর বিপরীত শব্দ – ঊর্ধ্ব ৷
  • অধম এর বিপরীত শব্দ – উত্তম ৷
  • অধমর্ণ এর বিপরীত শব্দ – উত্তমর্ণ ৷
  • অধিত্যকা এর বিপরীত শব্দ- উপত্যকা ৷
  • অনন্ত এর বিপরীত শব্দ – শান্ত ৷
  • অনশন এর বিপরীত শব্দ – অশন ৷
  • অনাবিল এর বিপরীত শব্দ – আবিল ৷
  • অনির্বাণ এর বিপরীত শব্দ – নির্বাণ ৷
  • অনুকূল এর বিপরীত শব্দ- প্রতিকুল ৷
  • অনুগ্রহ এর বিপরীত শব্দ – নিগ্রহ ৷
  • অনুজ এর বিপরীত শব্দ – অগ্রজ ৷
5/5(3 votes)
Scroll to Top