[Question] সাকার এর বিপরীত শব্দ কি?
(ক) | পেশাদার |
(খ) | নিরাকার |
(গ) | নির্ভীক |
(ঘ) | খাতক |
Explanation: সাকার শব্দটি বিশেষণ পদ ৷ সাকার অর্থ হলো আকৃতিবিশিষ্ট; যার আকার আছে এরূপ। ফলে সাকার শব্দের বিপরীত শব্দ নিরাকার ৷ নিরাকার অর্থ আকারহীন। ‘নিরাকার’ শব্দের সন্ধিবিচ্ছেদ নিঃ + আকার ৷
Also Read: গোছানো এর বিপরীত শব্দ কি?
আরও পড়ুনঃ
- সাঁঝ এর বিপরীত শব্দ – সকাল ৷
- সাকার এর বিপরীত শব্দ – নিরাকার ৷
- সাক্ষর এর বিপরীত শব্দ- নিরক্ষর ৷
- সাদৃশ্য এর বিপরীত শব্দ- বৈসাদৃশ্য ৷
- সাফল্য এর বিপরীত শব্দ – ব্যর্থতা ৷
- সাবধান এর বিপরীত শব্দ – অসাবধান ৷
- সাবালক এর বিপরীত শব্দ – নাবালক ৷
- সাবালিকা এর বিপরীত শব্দ- নাবালিকা ৷
- সাম্য এর বিপরীত শব্দ – বৈষম্য ৷
- সার এর বিপরীত শব্দ – অপসার/অসার ৷
- সার্থক এর বিপরীত শব্দ – নিরর্থক/ ব্যর্থ ৷
- সাহসিকতা এর বিপরীত শব্দ- ভীরুতা ৷
- সাহসী এর বিপরীত শব্দ- ভীরু ৷