ঘাতক এর বিপরীত শব্দ কি [MCQ]

[Question] ঘাতক এর বিপরীত শব্দ কি?

(ক)নগণ্য
(খ)পালক
(গ)নিখোঁজ
(ঘ)ঘৃণিত

উত্তরঃ (খ) পালক


Explanation: ঘাতক শব্দটি বিশেষ্য পদ ৷ ঘাতক এর অর্থ হলো হত্যাকারী। ফলে ঘাতক শব্দের বিপরীত শব্দ পালকপালক অর্থ রক্ষক। ঘাতক এর প্রকৃতি ও প্রত্যয় √হন্+অক।

Also Read: বিচ্ছেদ এর বিপরীত শব্দ কি?

আরও পড়ুনঃ

  • ঘন এর বিপরীত শব্দ- তরল ৷
  • ঘরে এর বিপরীত শব্দ – বাইরে ৷
  • ঘরোয়া এর বিপরীত শব্দ – আনুষ্ঠানিক ৷
  • ঘাটতি এর বিপরীত শব্দ- বাড়তি ৷
  • ঘাত এর বিপরীত শব্দ – প্রতিঘাত ৷
  • ঘাতক এর বিপরীত শব্দ- পালক ৷
  • ঘৃণা এর বিপরীত শব্দ – শ্রদ্ধা ৷
  • ঘোলা এর বিপরীত শব্দ – স্বচ্ছ ৷
5/5(3 votes)
Scroll to Top