[Question] আনন্দ এর বিপরীত শব্দ কি?
(ক) | দুঃখ |
(খ) | কষ্ট |
(গ) | নিরানন্দ |
(ঘ) | অসহায় |
Explanation: আনন্দ শব্দের সমার্থক শব্দগুলো প্রীতি,হর্ষ,আমোদ,পুলক,সুখ ৷ আনন্দ শব্দের বিপরীত শব্দ—নিরানন্দ ৷
Also Read: ঘাতক এর বিপরীত শব্দ কি?
আরও পড়ুনঃ
নং | মূল শব্দ | বিপরীত শব্দ |
---|---|---|
১. | আকুঞ্চন এর বিপরীত শব্দ- | প্রসারণ ৷ |
২. | আকাশ এর বিপরীত শব্দ- | পাতাল ৷ |
৩. | আঁটি এর বিপরীত শব্দ- | শাস ৷ |
৪. | আদান এর বিপরীত শব্দ- | প্রদান/দান ৷ |
৫. | আদিষ্ট এর বিপরীত শব্দ- | নিষিদ্ধ ৷ |
৬. | আপদ এর বিপরীত শব্দ- | নিরাপদ ৷ |
৭. | আনন্দ এর বিপরীত শব্দ- | নিরানন্দ ৷ |
৮. | আকর্ষণ এর বিপরীত শব্দ- | বিকর্ষণ ৷ |
৯. | আদর এর বিপরীত শব্দ- | অনাদর ৷ |
১০. | আশ্রয় এর বিপরীত শব্দ- | নিরাশ্রয় ৷ |