খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি [MCQ]

[Question] খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক)তিরোভাব
(খ)পরতন্ত্র
(গ)শাঁস
(ঘ)মহাজন

উত্তরঃ (ঘ) মহাজন


Explanation: খাতক শব্দটি বিশেষ্য পদ ৷ খাতক এর অর্থ হলো দেনাদার, ঋণী । ফলে খাতক শব্দের বিপরীতার্থক শব্দ মহাজনমহাজন অর্থ প্রখ্যাত ধার্মিক ব্যক্তি।

Also Read: চালাক এর বিপরীত শব্দ কি?

আরও পড়ুনঃ

নংমূল শব্দবিপরীত শব্দ
১.খুচরা এর বিপরীত শব্দ-পাইকারি ৷
২.খ্যাত এর বিপরীত শব্দ-অখ্যাত ৷
৩.খ্যাতি এর বিপরীত শব্দ-অখ্যাতি ৷
৪.খাটুনি এর বিপরীত শব্দ-আলসেমি ৷
৫.খল এর বিপরীত শব্দ-সরল ৷
৬.খাড়া এর বিপরীত শব্দ-শোয়া/বসা ৷
৭.খাতক এর বিপরীত শব্দ-মহাজন ৷
5/5(3 votes)
Scroll to Top