[Question] প্রসন্ন এর বিপরীত শব্দ কি?
(ক) | প্রতিপন্ন |
(খ) | বিষন্ন |
(গ) | বিপন্ন |
(ঘ) | নিকৃষ্ট |
Explanation: প্রসন্ন শব্দটি বিশেষণ পদ ৷ প্রসন্ন এর অর্থ হলো সন্তুষ্ট, সদয়, নির্মল । ফলে প্রসন্ন শব্দের বিপরীতার্থক শব্দ বিষন্ন ৷ বিষন্ন অর্থ ম্লান, দুঃখিত, বিষাদপূর্ণ।
Also Read: খাতক এর বিপরীত শব্দ কি?
আরও পড়ুনঃ
- প্রকাশ এর বিপরীত শব্দ – গোপন ৷
- প্রকাশিত এর বিপরীত শব্দ – অপ্রকাশিত ৷
- প্রকাশ্যে এর বিপরীত শব্দ – নেপথ্যে ৷
- প্রজ্জ্বলন এর বিপরীত শব্দ- নির্বাপণ ৷
- প্রতিকূল এর বিপরীত শব্দ – অনুকূল ৷
- প্রতিযোগী এর বিপরীত শব্দ- সহযোগী ৷
- প্রত্যক্ষ এর বিপরীত শব্দ – পরোক্ষ ৷
- প্রত্যাদেশ এর বিপরীত শব্দ- আদেশ ৷
- প্রধান এর বিপরীত শব্দ- অপ্রধান ৷
- প্রফুল্ল এর বিপরীত শব্দ- বিমর্ষ / ম্লান ৷
- প্রবল এর বিপরীত শব্দ- দুর্বল ৷
- প্রবীণ এর বিপরীত শব্দ- নবীন ৷
- প্রবৃত্তি এর বিপরীত শব্দ- নিবৃত্তি ৷