ইতর এর বিপরীত শব্দ কি [MCQ]

[Question] ইতর এর বিপরীত শব্দ কি?

(ক)উত্তম
(খ)ভদ্র
(গ)অভদ্র
(ঘ)মিথ্যা

উত্তরঃ (খ) ভদ্র


Explanation: ইতর শব্দটি বিশেষণ পদ ৷ ইতর শব্দের অর্থ হলো অভদ্র । ফলে ইতর শব্দের বিপরীতার্থক শব্দ ভদ্র

Also Read: সঞ্চয় এর বিপরীত শব্দ কি?

আরও পড়ুনঃ

  • ইষ্ট এর বিপরীত শব্দ – অনিষ্ট ৷
  • ইহ এর বিপরীত শব্দ – পরত্র ৷
  • ইহকাল এর বিপরীত শব্দ- পরকাল ৷
  • ইহলোক এর বিপরীত শব্দ- পরলোক ৷
  • ইহলৌকিক এর বিপরীত শব্দ – পারলৌকিক ৷
  • ঈদৃশ এর বিপরীত শব্দ- তাদৃশ ৷
  • ঈপ্সিত এর বিপরীত শব্দ – অনীপ্সিত ৷
  • ঈর্ষা এর বিপরীত শব্দ- প্রীতি ৷
  • ঈশান এর বিপরীত শব্দ- নৈঋত ৷
  • ঈষৎ এর বিপরীত শব্দ – অধিক ৷
5/5(3 votes)
Scroll to Top