[Question] প্রবীণ এর বিপরীত শব্দ কি?
(ক) | দুর্বল |
(খ) | বিজ্ঞ |
(গ) | নবীন |
(ঘ) | বয়স্ক |
Explanation: প্রবীণ শব্দের অর্থ হলো প্রাচীন, বহুদর্শী, পটু, বিজ্ঞ ৷ সুতরাং প্রবীণ শব্দের বিপরীত শব্দ— নবীন ৷ নবীন শব্দের অর্থ নব্য, তরুণ ৷
Also Read: পুরস্কার এর বিপরীত শব্দ কি?
আরও পড়ুনঃ
- প্রসন্ন এর বিপরীত শব্দ— বিষণ্ণ ৷
- পূর্বসূরী এর বিপরীত শব্দ— উত্তরসূরী ৷
- পরাস্ত এর বিপরীত শব্দ— জয়ী ৷
- প্রসারণ এর বিপরীত শব্দ— সংকোচন/আকুঞ্চন ৷
- পূর্বাহ্ণ এর বিপরীত শব্দ— অপরাহ্ণ/পরাহ্ণ ৷
- প্রাচ্য এর বিপরীত শব্দ— প্রতীচ্য ৷