[Question] পুষ্ট এর বিপরীত শব্দ কি?
(ক) | জীর্ণ |
(খ) | ক্ষীণ |
(গ) | দুর্বল |
(ঘ) | ভঙ্গর |
Explanation: পুষ্ট শব্দের অর্থ হলো বর্ধিত, বৃদ্ধিপ্রাপ্ত, মোটাসোটা ৷ সুতরাং পুষ্ট শব্দের বিপরীত শব্দ— ক্ষীণ ৷ ক্ষীণ শব্দের অর্থ কৃশ, রোগা, শীর্ণ, সরু ৷
Also Read: প্রবীণ এর বিপরীত শব্দ কি?
আরও পড়ুনঃ
- প্রাচীন এর বিপরীত শব্দ— অর্বাচীন ৷
- প্রকাশ এর বিপরীত শব্দ— গোপন ৷
- প্রতিকূল এর বিপরীত শব্দ— অনুকূল ৷
- প্রকাশ্যে এর বিপরীত শব্দ— নেপথ্যে ৷
- প্রায়শ এর বিপরীত শব্দ— কদাচিৎ ৷